ছাত্রলীগ ,ছাত্রদল ,শিবিরসহ সকল ছাত্র রাজনৈতিক দল কি পারেনা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে ?
লিখেছেন লিখেছেন প্রবাসী আব্দুল্লাহ শাহীন ১০ সেপ্টেম্বর, ২০১৫, ০৮:১৩:৪৫ রাত
এই ছাত্র সমাজ যদি গণতান্ত্রিক অধিকার ডাকাতির সময় প্রতিবাদ করত। তাহলে আজ ভ্যাট নামের জুলুমের শিকার হওয়ার কথা ছিল না। যখন ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল তখন এই ছাত্র সমাজ আড্ডায় ব্যস্থ ছিল। যখন দেশে একের পর এক গুম খুন চলছিল ঠিক সেই মুহুর্তে ছাত্র সমাজ নিজেরা নিরবে ক্লাস করে যাচ্ছিল। যখন ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত ছাত্ররা খুন হচ্ছিল , পঙ্গু হচ্ছিল তখন উনারা আজকের প্রতিবাদী ছাত্ররা বর্ষ বরণ আর বৈশাখী মেলা নিয়ে ভার্সিটির মধ্যে ব্যস্থ ছিল।
ছাত্র সমাজ দেশের অন্যতম একটা শক্তি। কিন্তু আমরা দেখেছি এই শক্তি নিরব ভুমিকা পালন করেছে সাংবিধানিক অধিকার হারানোর সময়। তাহলে আজ কার কাছে অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন ?
মূল কথা হচ্ছে বিপদ না আশা পর্যন্ত বাংলাদেশী হুশিয়ার হওয়ার কথা চিন্তা ও করেনা। আজ ছাত্র সমাজ ভ্যাট রোগে আক্রান্ত আগামী কাল অন্য কেউ অন্য রোগে আক্রান্ত হবে না তার গ্যারান্টি কোথায় ? এ জন্য আমরা বারবার বলি সময় থাকতে সময়ের মুল্য দিন।
এখন উচিত হবে ছাত্রলীগ ,ছাত্রদল ,শিবিরসহ সকল ছাত্র রাজনৈতিক দল হাতে হাত রেখে ছাত্রদের পক্ষে অবস্থান নেওয়া। এই অবস্থানের মাধ্যমে সাধারণ ছাত্রদেরকে জাতীয় ইস্যুতে আজকের মত প্রতিবাদ করার উত্সাহ দেওয়া। প্রতিবাদী ছাত্রদের পক্ষে সবাইকে মাঠে নেমে দাবি আদায়ের জন্য সুষ্ট পন্থায় আন্দোলন করে যাওয়া সময়ের দাবি।ছাত্রলীগ ,ছাত্রদল ,শিবিরসহ সকল ছাত্র রাজনৈতিক দল কি পারেনা সাধারণ ছাত্রদের পাশে দাঁড়াতে ?আমরা কি এমন একটা পরিবেশ দেখতে পারিনা ?
বিষয়: বিবিধ
১১১৭ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিষয়টি সরলরেখায় ভাবার মত নয়!!
তবে নীতিগতভাবে প্রতিবাদ হওয়া উচিত
অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
আর ভাই আমাদের পাশে না থাকলেও পিছন হতে এখন দুর্নাম করেন প্লিজ।
মন্তব্য করতে লগইন করুন