গণতন্ত্র নিরাপদ করতে খালেদাকে ছুড়ে ফেলতে হবে: তথ্যমন্ত্রী

লিখেছেন লিখেছেন হতভাগা ০২ জানুয়ারি, ২০১৪, ০৪:০২:০১ বিকাল



02 Jan, 2014 তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,গণতন্ত্রকে নিরাপদ করতে চাইলে জঙ্গিদের বন্ধু খালেদাকে মাঠের বাইরে ছুড়ে ফেলতে হবে। গণতন্ত্রের ক্লাবে কে থাকবে আর কে থাকবে না তা ফয়সাল হওয়ার সময় এসেছে। '

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচনী ট্রেন বাংলাদেশের পথে চলছে। আর জঙ্গিবাদকে সাথে নিয়ে পাকিস্তান, আফগানিস্তানের ট্রেনে উঠেছেন খালেদা জিয়া।'

বৃহস্পতিবার কথা সাহিত্যিক শওকত ওসমানের ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় গণগ্রন্থাগারের আঙিনায় আয়োজিত প্রতিকৃতি উন্মোচন ও স্মরণ সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আহমদ রফিক

উৎসঃ প্রাইমনিউজ.কম.বিডি

বিষয়: বিবিধ

১৪৭৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158349
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
প্যারিস থেকে আমি লিখেছেন : হতভাগা আপনার নিশ্চয় খুব ভালো লেগেছে। অন্যকে চুড়ে ফেলে ওনারা গনতন্ত্র নিরাপদ করবেন।সত্যি কি ডিজিটাল গনতন্ত্র যেখানে আর কেও থাকবেনা,শুধু ওনারাই থাকবেন আর জীবনবর শেখাছিনার পা চেটে ক্ষমতার স্বাদ নিবেন।ওয়াও.....তবে কথা হল রাত্রি শেষে ঐ শিয়ালরা যাবে কোথায়?
158359
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ইনু(জাপানি ভাষায়) কে তো এমনকি ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর ইলেকশনেও ছুড়ে ফেলা হয়েছে।
158375
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:০২
158383
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৩৩
সাইদ লিখেছেন : বিশ্ব রাবিশ।
158396
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:২০
শেখের পোলা লিখেছেন : আগাছা বাড়ে বেশী৷
158912
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৭
সাঈদ রাহমানী লিখেছেন : তাহলে দেরি কেন। ছুড়ে ফেলে দিলেই হয়। দেখি তাকে ছুড়ে কোথায় ফেলা হয়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File