নাশকতা করতে গিয়ে ধরা পরলে "ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামিলীগ' আর ধরা না পরলে দায়ি 'জামায়াত শিবির'!!!!!

লিখেছেন লিখেছেন আবু জারীর ০২ জানুয়ারি, ২০১৪, ০৪:০২:৩৭ বিকাল

বাসে আগুনের চেষ্টা, ছাত্রলীগের ৩ নেতা-কর্মী আটক। -- কাউকে আটক করতে না পারলে, আগুণ দেয়ার জন্য জামায়ত শিবিরকেই দায়ি করা হত!!!!

মন্দির ভাঙ্গচুড়ের সময় ছাত্রলীগ কর্মী আটক। -- কাউকে আটক করতে না পারলে, ভাঙ্গচুড়ের জন্য জামায়ত শিবিরকেই দায়ি করা হত!!!!

ইভটেজিং ধর্ষনের এর দায়ে ছাত্রলীগ কর্মী আটক।

---- কাউকে আটক করতে না পারলে, ইভটিজিং, ধর্ষণের জন্যও জামায়ত শিবিরকেই দায়ি করা হত!!!!

আজকে যারা পুলিশের দোসর ঠিক ৭১ এও তারাই পাকবাহিনীর দোসর ছিল যেমন মখা আলমগির তখন ডিসি ছিল, এবং একই অপকর্ম করে বেড়িয়েছে যেমনটা স্বারাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে আওয়ামিলীগ আজও নিজদেশের জনগনের বাড়ি ঘর লুটপাট করছে, নারীদের ইজ্জত লুটছে, আগুন দিচ্ছে এবং বুল্ডজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে।

রাজাকারের লিস্ট দেখে দেখে গ্রেফতার করে বিচারের সম্মুখিন করা হলে এখনও তার প্রমাণ মিলবে।

ভারতের রাহুগ্রাস থেকে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য জামায়ত তখনও স্বাধীনতার পক্ষে ছিল আর এখনও স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার পক্ষেই আছে।

দেশের রাস্তায় রাস্তায় বিদেশীদের দিয়ে টহল দেয়া হচ্ছে আর স্টেডিয়ামে জাতীয় পতাকা তৈরীর রেকর্ড করা হচ্ছে।

এর নাম দেশ প্রেম বা স্বাধীনতা নয় বরং এর নাম দেশ দ্রহীতার উপর দেশ প্রেমের প্রলেপ। যেমনটা মৃত্যু প্রায় এইডস রোগীর মুখে নায়ক সাজানোর মেক'আপ।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158332
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১২
আবরণ লিখেছেন : "ভারতের রাহুগ্রাস থেকে বাংলাদেশকে স্বাধীন রাখার জন্য জামায়ত তখনও স্বাধীনতার পক্ষে ছিল আর এখনও স্বাধীনতা এবং জনগণের নিরাপত্তার পক্ষেই আছে।".......একমত।
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৬
113074
আবু জারীর লিখেছেন : বাংলাদেশের স্বাধীনাতার অন্যতম রক্ষাকবজ 'জামায়াত'।
158333
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৪
চোথাবাজ লিখেছেন : লিংক কৈ?
০২ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:৪৭
113068
আবু আশফাক লিখেছেন : গুগলের সার্চ দিন, লিংক পেয়ে যাবেন।
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৭
113075
আবু জারীর লিখেছেন : লিংকের দিন শেষ। এখন এগুলো সকলের জানা।
ধন্যবাদ।
158350
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৬
তহুরা লিখেছেন :
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
113077
আবু জারীর লিখেছেন : অভিশপ্ত হোক এই মানব সন্তানের জনক জননীরা।
158353
০২ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:৪১
শফিউর রহমান লিখেছেন : হাসিনা-ইমরানরা দ্বায়িত্ব নিয়েছে বলেইতো এই মানবশিশুটি এখানে।
০২ জানুয়ারি ২০১৪ রাত ০৮:০৮
113079
আবু জারীর লিখেছেন : তার পরেও যদি চেতনাবাজদের চেতনা ফিরত?
০৪ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৩
113637
শফিউর রহমান লিখেছেন : হারিয়ে গেছে যে চেতনা শাহবাগের মোড়ে, সেটা কি আর ফিরে আসে?
158452
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:০৯
ভিশু লিখেছেন : এগুলো সব স্বৈরাচারের পেটোয়া বাহিনী আর পা-চাটা মিডিয়ার অবদান!
১০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১২
115363
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন।
ধন্যবাদ।









158459
০২ জানুয়ারি ২০১৪ রাত ১১:১৪
ধ্রুব নীল লিখেছেন : ভিশু লিখেছেন : এগুলো সব স্বৈরাচারের পেটোয়া বাহিনী আর পা-চাটা মিডিয়ার অবদান!
Applause Applause
১০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৩
115364
আবু জারীর লিখেছেন : ধন্যবাদ।
158547
০৩ জানুয়ারি ২০১৪ রাত ০৩:১০
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
১০ জানুয়ারি ২০১৪ দুপুর ১২:১৪
115366
আবু জারীর লিখেছেন : Thanks

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File