ভোট পাবেন না বলে খালেদা জিয়া নির্বাচনে আসছেন না: প্রধানমন্ত্রী

লিখেছেন লিখেছেন হতভাগা ২৭ নভেম্বর, ২০১৩, ১২:৫৯:৫১ দুপুর



27 Nov, 2013 ভোট পাবেন না বলেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্বাচনে আসছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘উনি চান না বাংলাদেশে কোনো নির্বাচন হোক। উনি যে আশা করছেন তা কখনোই পূরণ হবে না ’

আগামী সংসদে নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করতে আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের বৈঠকের শুরুতে তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘আমি বিরোধীদলীয় নেত্রীকে আহ্বান জানিয়েছি ধ্বংসাত্মক কার্যকলাপ রেখে নির্বাচনে আসুন। কিন্তু তিনি নির্বাচনে আসতে চান না। কারণ, তিনি জানেন নির্বাচনে এলে ভোট পাবেন না।’

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি ৩ নম্বরে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।সংসদীয় বোর্ডের সদস্যরা বৈঠকে আছেন।উৎসঃ

ঢাকাটাইমস২৪

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File