জরুরী দোয়া ও আয়াত সমূহের বিবরণ

লিখেছেন লিখেছেন চাঁদের আলো ২৭ নভেম্বর, ২০১৩, ০১:০৯:৩৮ দুপুর

০১. আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থঃ বিতারিত শয়তানের

হাত থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করছি।

০২. বিস্‌মিল্লাহির রহমানির রাহিম। অর্থঃ পরম করুনাময় অসীম দয়ালু

আল্লাহর নামে আরম্ভ করছি।

০৩. রাব্বানা আ’তিনা ফিদ্দুনিয়া হাছানাতাঁও ওয়াফিল আখিরাতি হাছানাতাঁও

ওয়াক্বিনা আজাবান্নার। অর্থঃ হে আল্লাহ্‌ তুমি আমাকে ইহকালীন যাবতীয়

সুখ-শান্তি ও পরকালীন যাবতীয় সুখ-শান্তি প্রদান কর। আর দোজখের

আগুন থেকে আমাকে রক্ষা কর।

৪. মাতা-পিতার জন্য সন্তানের দোয়াঃ রাব্বির হামহুমা কামা রাব্বা ঈয়ানী

সাগিরা। (সূরা বণী ইসরাইল, আয়াতঃ ২৩-২৫) অর্থঃ হে আল্লাহ্‌ আমার

মাতা-পিতার প্রতি আপনি সেই ভাবে সদয় হউন, তাঁরা শৈশবে আমাকে

যেমন স্নেহ-মমতা দিয়ে লালন-পালন করেছেন।

০৫. ঈমানের সাথে মৃত্যু বরণ করার দোয়াঃ রাব্বানা লা’তুযিগ কুলুবানা

বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাতান, ইন্নাকা

আনতাল ওয়াহাব। (সুরা আল ইমরান, আয়াতঃ ০৮) অর্থঃ হে আমাদের

পালনকর্তা, সরলপথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে বক্র করে

দিওনা এবং তুমি আমাদের প্রতি করুনা কর, তুমিই মহান দাতা।

০৬. ভুল করে ফেললে ক্ষমা চাওয়ার দোয়াঃ রাব্বাবা যালামনা আনফুসানা

ওয়া ইল্লাম তাগফির্‌লানা ওয়াতার হামনা লানা কুনান্না মিনাল

খা’সিরিন। অর্থঃ হে আল্লাহ্‌, আমি আমার নিজের উপর জুলুম করে

ফেলেছি। এখন তুমি যদি ক্ষমা ও রহম না কর, তাহলে আমি ধ্বংস হয়ে

যাব।

০৭. গুনাহ্‌ মাফের দোয়াঃ রাব্বানা ফাগফিরলানা যুনুবানা ওয়া কাফফির আন্না

সাইয়্যিআতিনা ওয়া তাওয়াফ্‌ফানা মায়াল আবরার। (সূরা আল ইমরান,

আয়াতঃ ১৯৩) অর্থঃ হে আমাদের পালনকর্তা, আমাদের গুনাহসমূহ মাফ

করে দাও, আমাদের থেকে সকল মন্দ দূর করে দাও এবং আমাদের নেক

লোকদের সাহচার্য দান কর।

০৮. স্বামী-স্ত্রী-সন্তানদের জন্য দোয়াঃ রাব্বানা হাবলানা মিন আযওয়াজিনা

ওয়া যুররিইয়াতিনা কুররাতা আইইনিও ওয়াজ আলনা লিল মুত্তাক্বিনা

ইমামা। (সূরা আল ফুরকান, আয়াতঃ ৭৪) অর্থঃ হে আমাদের

পালনকর্তা, আমাদিগকে আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিগণ হতে নয়নের

তৃপ্তি দান কর এবং আমাদেরকে মুত্তাকীদের নেতা বানাও।

০৯. ঈমান ঠিক রাখার আমলঃ ইয়া মুক্বাল্লিবাল কুলুবি ছাব্বিত ক্বালবি আলা

দ্বীনিকা। অর্থঃ হে মনের গতি পরিবর্তনকারী, আমার মনকে সত্য দ্বীনের

উপর স্থিত কর।

১০. সন্তানদের প্রতি মাতা-পিতার দোয়া ও মাতা-পিতার জন্য সন্তানদের

দোয়াঃ রাব্বিজ আলনী মুতিমাছ ছালাতি ওয়ামিন জুররি ইয়াতি,

রাব্বানা ওয়াতাকাব্বাল দুয়া, রাব্বানাগ ফিরলি ওয়ালি ওয়ালি দাইয়া

ওয়ালিল মু’মিনিনা ইয়াওয়া ইয়াকুমুল হিসাব। (সূরা ইব্রাহিম, আয়াতঃ

৪০-৪১) অর্থঃ হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী

বিষয়: বিবিধ

১১২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File