মুসলিমের ভাষা
লিখেছেন লিখেছেন শুভ্র পারাবত ১০ এপ্রিল, ২০১৩, ০৬:৪৫:০১ সন্ধ্যা
একজন মুসলিমের ভাষা কখনোই অশ্লীলও
নোংরা হতে পারে না|এমনকি সেটা রাগের সময়ও নয়|এখানে একটা কথা উল্ল্যেখ করা দরকার যে মুসলিম শরীয়া বিরোধী কাজের প্রতিবাদে প্রয়োজনে রাগবে শুধু
আল্লাহর জন্য|কিন্তু নিজের স্বার্থের
ব্যাপারে কোরআন ও সুন্নাহ রাগ গিলে ফেলতে বা হজম করতে বলা হয়েছে|সেই বৈধ রাগের
ক্ষেত্রে প্রয়োজনে কড়া কথা বলবেন কিন্তু কখনোই অশ্লীল গালি দিতে পারবেন না| আনাস (রা) বলেন,রাসূল সা. অশ্লীলভাষী ছিলেন না|
কখনো গালাগালি করতেন না|কাউকে অভিশাপ দিতেন না|যদি কাউকে র্ভৎসনা করতে চাইতেন,তাহলে বলতেন "তার হলো কি!তার কপাল ধুলা-মলিন হোক (অর্থাৎবেশি বেশি সিজদা করুক (বুখারী) অন্যত্র বর্ণিত আছে
নিশ্চই আল্লাহ নোংরা অশ্লীলভাষীকে ঘৃণা করেন|(তাবারানী)
আগুন তো আগুন দিয়ে নিভে না আগুন নিভাতে হয় পানি দ্বারা ঠিক অশ্লীল কথার জবাব একজন মুসলিমকে দিত হবে উত্তম কথা দ্বারা|মহান আল্লাহবলেন-
সমান নয় ভাল ও মন্দ। জওয়াবে তাই বলুন যা উৎকৃষ্ট। তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তির শুত্রুতা রয়েছে, সে যেন অন্তরঙ্গ বন্ধু। এ চরিত্র তারাই লাভ করে,
যারা সবর করে এবং এ চরিত্রের অধিকারী তারাই হয়, যারা অত্যন্ত ভাগ্যবান।SURA-41,(Ayat:34-35)
সুতরাং আমাদের কোরআন ও সুন্নাহর আদর্শ লালন করতে হবে|
বিষয়: বিবিধ
১১৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন