মায়ের চেয়ে মাসির দরদ বেশি - এটা কি জেল বন্ধী নেতাদের হত্যার পরিকল্পনা?

লিখেছেন লিখেছেন ইবনে আহমাদ ১৫ এপ্রিল, ২০১৩, ০৫:৪২:১৬ বিকাল

আমাদের টুংগি পাড়ার শেখ মুজিব পরিবারের পারিবারিক বন্ধু চট্রলার সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবার।এই সম্পর্ক স্থায়ী রুপ দেবার জন্য ই হয়তো শেখ হাসিনাকে বিবাহের প্রস্তাব করেছিলেন শেখ সাহেব নিজে।কিন্তু সেই শুভ বিবাহ বাস্তবায়ন হয় নাই।এগুলো ইতিহাস।

তবে ফখা চৌধুরী কে জেলের মধ্যে হত্যা করা হয়েছিল শেখ সাহেবের আমলে।সাকা চৌধুরী এমন অভিযোগ করেছেন অসংখ্য বার মিডিয়ায়।

আজ মানব জমীনে যে রিপোর্ট এসেছে তাতে সন্দেহ হয় এটা কি জেল বন্ধীদেরকে হত্যা করার পরিকল্পনা কি না?

মায়ের চেয়ে মাসির দরদ বেশি

মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামিনে থাকা বিএনপি নেতা আবদুল আলীমকে নিরাপত্তা হেফাজতে নেয়ার আবেদন করেছে সরকারপক্ষ (প্রসিকিউশন)। এ বিষয়ে শুনানি শেষে আজ আদেশের দিন ধার্য্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। আবেদন উত্থাপন করেন প্রসিকিউটর রানা দাশগুপ্ত। আবেদনের বরাতে বলা হয়, ইন্টারনেট লিঙ্ক থেকে আবদুল আলীমকে হত্যার ষড়যন্ত্রের একটি উদ্বেগজনক তথ্য পাওয়া গেছে। হেফাজতে ইসলামের সাম্প্রতিক লংমার্চ কর্মসূচিকে ঘিরে তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল। তারা এরই মধ্যে তাকে আঘাত করার জন্য পাকিস্তান থেকে স্নাইপার এনেছে। এ সংবাদ যেহেতু উদ্বেগজনক সেহেতু বিচারাধীন আসামি আবদুল আলীমকে নিরাপত্তা হেফাজতে নেয়া হোক। আবেদনের বিপক্ষে শুনানি করতে গিয়ে আলীমের আইনজীবী আহসানুল হক হেনা বলেন, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি। ইন্টারনেটে প্রচারিত এ ধরনের খবর আলীমের ছেলেকে বলেছিলাম। তিনি নিরাপত্তাহীনতার কথা নাকচ করে দিয়ে জানিয়েছেন, তার বাবার জন্য যথেষ্ট নিরাপত্তা রক্ষী রয়েছেন। আবদুল আলীম নিজেও নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয় নাকচ করে দেন। তিনি বলেন, আমিতো ২৪ ঘণ্টা ছেলের বাড়িতেই থাকি। কোথাও বের হই না। আমাকে কেউ ভয়ও দেখায়নি। পরে ট্রাইব্যুনাল আজ আদেশের দিন ধার্য্য করে। এরআগে মঙ্গলবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছিলেন, আলীমকে কারাগারে হত্যার ষড়যন্ত্র হয়েছিল।

ইতিমধ্যে আব্দুল আলীমকে সরকারী প্রটেকশান দেয়া হয়েছে।

আগামীতে হয়তো দেখা যাবে জেল বন্ধী নেতাদেরকে হত্যা করে আওয়ামীলীগ চালিয়ে দিতে পারে।

সাবধান হওয়া প্রয়োজন।

আবার ট্রাইবুনালে নিয়ে আসার সময় বোমা মেরে হত্যা করার পরিকল্পনা করা হতে পারে।

বিএনপির বর্তমান নেতৃত্ব কি এখনো ঘুম ভাংবে?

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File