পুলিশের বর্তমান অবস্থা নিয়ে মানব জমিনের আজকের রিপোর্ট
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০২ এপ্রিল, ২০১৩, ০৭:৩৭:৩৯ সকাল
কী হতে যাচ্ছে পুলিশ প্রশাসনে সামনের দিন গুলোতে। বাংলাদেশের পুলিশ কী স্বরাষ্ট্র মন্ত্রীর অন্যায় চাপের কাছে নতি স্বীকার করে নিজেদেরকে জনগণের বিরুদ্ধে কাজ করতে বাধ্য করবে? নাকি জনগণের প্রকৃত সার্থ রক্ষায় ভূমিকা নেবে সেটাই এখন দেখার বিষয়। এসব নিয়ে নিয়ে আজকের মানব জমিন একটি রিপোর্ট প্রকাশ করেছে। দেখুন http://www.mzamin.com/details.php?nid=NDg5Njg=&ty=MA==&s=Mjc=&c=MQ==
আমার মনে হয় এর আগে বাংলাদেশে কখনোই পুলিশ বাহিনী এতটা চাপে পড়ে নি। এরশাদ আমলের শেষর দিকে পুলিশ কর্ম কর্তাদের সরকারী আদেশ অমান্য করে জনগণের কাতারে দাঁড়াতে দেখা গেছে। জাতীয় দুর্যোগের মুহুর্তে পুলিশ জনগণের পাশে দাঁড়াবে এটাই সচেতন দেশবাসীর কামনা। তারা প্রকৃত দুবৃত্তদের প্রতিরোধ করে দেশে শান্তি ফিরিয়ে আনবে এটাই এখন সময়ের দাবি। এই দাবি পূরণে পুলিশ যদি ব্যর্থ হয় তাহলে জাতি হিসেবে তার মাশুল গুনতে হবে দিনের পর দিন। দেশপ্রেমিক পুলিশ এই কথাটি মনে রাখলেই দেশের মঙ্গল।
বিষয়: বিবিধ
১৬৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন