ছাগু বনাম শাহাবগী পাঁঠা
লিখেছেন লিখেছেন চৈত্রের রৌদ্র ০২ এপ্রিল, ২০১৩, ০৮:১৮:৫৭ সকাল
ফেসবুক-ব্লগে ছাগু নামটার বেশ ছড়াছড়ি যেমন ফেসবুকে দেখেছি ফ্যান পেজ “ছাগু বার্তা”, “ছাগু সমাচার”, “ছাগু দর্শন” ইত্যাদি আবার ব্লগে দেখেছি একজনের লেখার মন্তব্য করতে গিয়ে কেউ লিখেছে ছাগুরা তো দেখছি কাব্য চর্চাও করে এমন হাজারো কথা । ইদানিং দেখা যাচ্ছে “শাহা্বাগী পাঁঠা” নামে কিছু ফ্যান পেজ । এখানে বোঝা যাচ্ছে কাদেরকে বোঝানো হচ্ছে । শাহাবাগে যারা যাচ্ছে তারাই পাঁঠা না বরং বাম ঘরানার অপরাজনীতির সাথে যারা জড়িত তারা । তবে নামটা এখনো তেমন প্রসিদ্ধি লাভ করেণি । প্রসিদ্ধি লাভ করলে আর শাহাবাগী বলার দরকার হবে না শুধু পাঁঠা বল্লেই যথেষ্ঠ হবে । হ্যা ছাগুরা এতদিনে মাঠে ময়দানে তাদের “ছাগুতা” প্রমানে সক্ষম হয়েছে আর পাঁঠারা হান্ড্রেডে হান্ড্রেড ।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন