সময় কাটে দুখের পাথরে চেপে।
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ০২ জানুয়ারি, ২০১৭, ০৮:৫০:৫৭ সকাল
চারদিকে শুধু অসীম আঁধার , ভয়ঙ্করের ডাক ,
তারি মাঝে মোর দিন যে কাটে , ব্যাথাতুর নির্বাক।
বলতে পারিনা সত্য কথা , হায়েনার হুঙ্কারে ,
দিন যত যায় ততই যেন মৃত্যু শঙ্কা বাড়ে।
ফ্যাসিবাদ সব কেড়ে নেয় যত ন্যায় অন্যায় বোধ ,
একটু পার্থিব সুখের জন্য সাজি আজ নির্বোধ |
হায়েনারা জানে মানুষ এখন কাম ,লোভ বশে হীন ,
সত্য ন্যায় আজ পরাজিত ,আর মিথ্যার বিজয় দিন।
বিষয়: সাহিত্য
৮৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন