গ্রীন পিটার ড্যাম

লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ জানুয়ারি, ২০১৭, ০৬:৪৮:২৬ সকাল









১লা জানুয়ারী,২০১৭,নিউ ইয়ারের ছুটি। সকালে উদ্দেশ্যহীনভাবে লেবাননের রাস্তা ধরলাম। সকাল থেকে পিটপিট করে বৃষ্টি হচ্ছে। ভেজা রাস্তার উপর দিয়ে ড্রাইভ করছি আনমনে। হঠাৎ লেবাননের রাস্তা ছেড়ে ক্রাবট্রি'র রাস্তা ধরলাম। এ রাস্তাটা আমার খুব পছন্দের। খুব নির্জন আর মসৃন রাস্তা। আমি গতি কমিয়ে চারিপাশের সৌন্দর্য উপভোগে মত্ত হলাম। এক লেনের রাস্তা,বেশ খানিক পর পেছনে একটা গাড়ি দেখে খানিক দূরে গিয়ে ডানে সরে তাকে পার হবার সুযোগ করে দিলাম। কারন এ রাস্তায় ৫৫মাইল বেগে চালানোর নিয়ম আর সে গতিতে চললে প্রকৃতি দর্শনে ব্যাঘাত ঘটবে। এদিকে লোক বসতি কম,অনেক ফার্ম হাউস আছে। বৃষ্টির ভেতরও অনেক গরু,ঘোড়াকে আপন মনে ঘাস খেতে দেখলাম।

আজ এমনেই রবীবার,আবার ফেডারেল হলিডে,তারউপর ঠান্ডা আর বৃষ্টি। এদিকে তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াস,হালকা তুষারপাত হচ্ছে। তবে তাপমাত্রা শূন্যের বেশী হওয়াতে তুষার কনার বেশীরভাগই পানি হয়ে ঝরে পড়ছে,তারপরও হালকা করে একটা আস্তরন রেখে যাচ্ছে। রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে,এদিকে বেশ কিছু বাড়ি আছে কৃষকদের। এরা সব ধনী কৃষক। সুন্দর সুন্দর বাড়ি তৈরী করেছে। হঠাৎ বেশ তুষারপাত শুরু হল। বেশ সুন্দর লাগে দেখতে এ দৃশ্য। তবে তুষারপাত ততটা প্রবল নয়। আমি ডানে মোড় নিয়ে লেবাননের দিকে চললাম। লেবাননে তাপমাত্রা ৪ডিগ্রী এবং কোনো তুষারপাত নেই,বৃষ্টিও থেকে গেছে।

ভিন্ন রাস্তা ধরে লেবাননে পৌছে ওয়ালমার্টে গেলাম...প্রধান উদ্দেশ্য টয়লেটে প্রবেশ। ফুরফুরে মেজাজে এবার সুইটহোমের রাস্তা ধরলাম। এদিককার রাস্তা বেশ প্রশস্ত। সুইটহোমে এসে এক ছোট্ট গ্রোসারী স্টোর থেকে ভুট্টা ভাজি কিনলাম,যার নাম কর্ন নাট। বড় সাইজের ভুট্টা দারুন মশলা দিয়ে ফ্রাই করা হয়,খেতে অসাধারন। এটা আমার ভ্রমন পথের সাথী। সুইটহোমে এসে দেখলাম হালকা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির অর্ধেক তুষার। আমি ফস্টার লেকের দিকে এগিয়ে যেতে থাকলাম।

এদিকে শীতে তুষারপাত নিয়মিত ব্যাপার। হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করল। কমতে কমতে শূন্যে চলে আসল। চারিদিকে প্রবল তুষারপাত শুরু হল। যতই সামনে যাচ্ছি তুষার বৃষ্টি হচ্ছে। এ এক অসাধারন দৃশ্য। আমি ফস্টার লেকের কাছে এসে বায়ে মোড় নিয়ে লেকের ধারের রাস্তা ধরলাম। মোড় ঘুরতেই ঘন তুষার পড়া শুরু হল। পাজা পাজা তুলো যেন উপর থেকে কেউ ছুড়ে দিচ্ছে । হালকা গতিতে চলতে শুরু করলাম। ফস্টার লেকের একটা পয়েন্টে এসে থামলাম। চারিদিকে তাকিয়ে কেবল মুগ্ধ হতে হয়। সত্যি অসাধারন দৃশ্য। এ দৃশ্যের কোনো তুলনা হয়না। চারিদিকে পাহাড়ী বনভূমী আর এর এক পাশে লেক,উপর থেকে প্রবল ধারায় তুষার পড়ছে। খানিকক্ষন পর আমি বাইরে বের হলাম তুষারপাত উপভোগের জন্যে। বেশ কিছু ছবি তুললাম কিন্তু খানিক ক্ষনের ভেতরই আমার সারা শরীর তুষারে ভরে গেল। পাশে আরেকজন প্রকৃতি প্রেমীকে পেলাম যে এটা উপভোগ করছিলো। খানিক বাইরে থেকে দ্রুত গাড়ির ভেতরে ঢুকলাম। তুষার পানি হয়ে পোষাকে ঢুকে গেল। খানিক পর ভাবলাম ছাতা নিয়ে দৃশ্য উপভোগ করব। এবার ছাতা নিয়ে বের হলাম। কিন্তু ছাতা আমার মাথা বাচাতে পারলেও শরীর বাচাতে পারল না। বাতাসে তুষার সব শরীরে এসে পড়ল। এবার ক্ষ্যান্ত হলাম।

খানিক উপভোগের পর লেকের অপর পাড় ধরে বাঁধের কাছে আসলাম। এটা একেবারে ছোট্ট বাঁধ,যার নাম গ্রীন পিটার ড্যাম। রৌদ্রজ্জল দিনে এদিকে আসলে যে কেউ সহসা ফিরে যেতে চাইবে না। খুব সুন্দর এলাকা এটা। খুব ভালো লেগেছে। এবার একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের দিনটা দারুন লাগল। ওহ....কি সুন্দর যে সেই তুষারপাত..না দেখলে বোঝানে যাবেনা !

বিষয়: বিবিধ

১৩৬৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381090
০২ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:৩৬
তবুওআশাবা্দী লিখেছেন : ভাবছিলাম নিউ ইয়ার্স ডেটা বাসায় বসেই কাটিয়ে দেব | আপনি নাছোড় বান্দা বেড়াতে নিয়েই ছাড়লেন | এই ফটোগুলি কি আপনার আজকের জার্নিতে তোলা ? স্নো মোরা পাহাড়ের ফটোগুলো ভালো লাগলো দেখে | আমাদের এখানকার মতোইতো মনে হলো আপনাদের ওরিগনের স্নো | হ্যাপি নিউ ইয়ার!
০৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩৬
315289
আবু জান্নাত লিখেছেন : এই লোক নতুন ছবি আপলোড করার মত নন। জাল দিয়ে ধরা পুরাতন ছবিই সবসময় আপলোড দেয়।
০৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪৮
315306
দ্য স্লেভ লিখেছেন : হাহাহাহাহা...খারাপ আবহাওয়ার জন্যে সিয়াটল ,টাকোমা,ভ্যাশন আইল্যান্ড ভ্রমন স্থগিত করলাম। আর সেদিনের ছবিটা নেট থেকে নেওয়া। আমিও ছবি উঠাইছিলাম কিন্তু মোবাইল থেকে ল্যাপটপে নেওয়া হয়নি এখনও Happy দোয়া করেন পুটির মায়ের জন্যে,সে অসুস্থ্য
381104
০২ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৭:১৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চমৎকার ছবিগুলি। এবার ভ্রমনে খাওয়া একটু কম হয়েছে মনে হচ্ছে!!
০৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪৮
315307
দ্য স্লেভ লিখেছেন : এবার ভ্রমনে খাওয়ার সুযোগ হয়নি ভ্রাতা Happy
০৬ জানুয়ারি ২০১৭ রাত ০৯:০৫
315313
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ড্যাম কি তবে বাসায়???
381110
০৩ জানুয়ারি ২০১৭ রাত ০২:৪০
কুয়েত থেকে লিখেছেন : চমৎকার ছবিগুলি অনেক ভালো লাগলো ধন্যবাদ
০৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪৯
315308
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান ভাই
381112
০৩ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:৩৮
আবু জান্নাত লিখেছেন : এ পর্বে তাে ভুড়িভোজের তেমন খবর পেলাম না।
০৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৪৯
315309
দ্য স্লেভ লিখেছেন : বাসায় ফিরে টেনেছিলাম Happy
381132
০৪ জানুয়ারি ২০১৭ সন্ধ্যা ০৬:১২
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু সুপ্রিয় ছোট ভাই।

ভ্রমণ ভালোই হচ্ছে!!

তাইতো লোভনীয় খাবার ছাড়াই ভ্রমণ বিলাস জমে উঠেছে!!
০৫ জানুয়ারি ২০১৭ রাত ০৮:৫০
315310
দ্য স্লেভ লিখেছেন : ওয়া আলাইকুম আস সালাম ওয়া রহমাতুল্লাহ Happy কথা ঠিক। তবে পুটির মা অসুস্থ্য.....ভ্রমন স্থগিত রেখেছি ,দোয়া করেন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File