গ্রীন পিটার ড্যাম
লিখেছেন লিখেছেন দ্য স্লেভ ০২ জানুয়ারি, ২০১৭, ০৬:৪৮:২৬ সকাল
১লা জানুয়ারী,২০১৭,নিউ ইয়ারের ছুটি। সকালে উদ্দেশ্যহীনভাবে লেবাননের রাস্তা ধরলাম। সকাল থেকে পিটপিট করে বৃষ্টি হচ্ছে। ভেজা রাস্তার উপর দিয়ে ড্রাইভ করছি আনমনে। হঠাৎ লেবাননের রাস্তা ছেড়ে ক্রাবট্রি'র রাস্তা ধরলাম। এ রাস্তাটা আমার খুব পছন্দের। খুব নির্জন আর মসৃন রাস্তা। আমি গতি কমিয়ে চারিপাশের সৌন্দর্য উপভোগে মত্ত হলাম। এক লেনের রাস্তা,বেশ খানিক পর পেছনে একটা গাড়ি দেখে খানিক দূরে গিয়ে ডানে সরে তাকে পার হবার সুযোগ করে দিলাম। কারন এ রাস্তায় ৫৫মাইল বেগে চালানোর নিয়ম আর সে গতিতে চললে প্রকৃতি দর্শনে ব্যাঘাত ঘটবে। এদিকে লোক বসতি কম,অনেক ফার্ম হাউস আছে। বৃষ্টির ভেতরও অনেক গরু,ঘোড়াকে আপন মনে ঘাস খেতে দেখলাম।
আজ এমনেই রবীবার,আবার ফেডারেল হলিডে,তারউপর ঠান্ডা আর বৃষ্টি। এদিকে তাপমাত্রা ১ ডিগ্রী সেলসিয়াস,হালকা তুষারপাত হচ্ছে। তবে তাপমাত্রা শূন্যের বেশী হওয়াতে তুষার কনার বেশীরভাগই পানি হয়ে ঝরে পড়ছে,তারপরও হালকা করে একটা আস্তরন রেখে যাচ্ছে। রাস্তা উপরের দিকে উঠে যাচ্ছে,এদিকে বেশ কিছু বাড়ি আছে কৃষকদের। এরা সব ধনী কৃষক। সুন্দর সুন্দর বাড়ি তৈরী করেছে। হঠাৎ বেশ তুষারপাত শুরু হল। বেশ সুন্দর লাগে দেখতে এ দৃশ্য। তবে তুষারপাত ততটা প্রবল নয়। আমি ডানে মোড় নিয়ে লেবাননের দিকে চললাম। লেবাননে তাপমাত্রা ৪ডিগ্রী এবং কোনো তুষারপাত নেই,বৃষ্টিও থেকে গেছে।
ভিন্ন রাস্তা ধরে লেবাননে পৌছে ওয়ালমার্টে গেলাম...প্রধান উদ্দেশ্য টয়লেটে প্রবেশ। ফুরফুরে মেজাজে এবার সুইটহোমের রাস্তা ধরলাম। এদিককার রাস্তা বেশ প্রশস্ত। সুইটহোমে এসে এক ছোট্ট গ্রোসারী স্টোর থেকে ভুট্টা ভাজি কিনলাম,যার নাম কর্ন নাট। বড় সাইজের ভুট্টা দারুন মশলা দিয়ে ফ্রাই করা হয়,খেতে অসাধারন। এটা আমার ভ্রমন পথের সাথী। সুইটহোমে এসে দেখলাম হালকা বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির অর্ধেক তুষার। আমি ফস্টার লেকের দিকে এগিয়ে যেতে থাকলাম।
এদিকে শীতে তুষারপাত নিয়মিত ব্যাপার। হঠাৎ তাপমাত্রা কমতে শুরু করল। কমতে কমতে শূন্যে চলে আসল। চারিদিকে প্রবল তুষারপাত শুরু হল। যতই সামনে যাচ্ছি তুষার বৃষ্টি হচ্ছে। এ এক অসাধারন দৃশ্য। আমি ফস্টার লেকের কাছে এসে বায়ে মোড় নিয়ে লেকের ধারের রাস্তা ধরলাম। মোড় ঘুরতেই ঘন তুষার পড়া শুরু হল। পাজা পাজা তুলো যেন উপর থেকে কেউ ছুড়ে দিচ্ছে । হালকা গতিতে চলতে শুরু করলাম। ফস্টার লেকের একটা পয়েন্টে এসে থামলাম। চারিদিকে তাকিয়ে কেবল মুগ্ধ হতে হয়। সত্যি অসাধারন দৃশ্য। এ দৃশ্যের কোনো তুলনা হয়না। চারিদিকে পাহাড়ী বনভূমী আর এর এক পাশে লেক,উপর থেকে প্রবল ধারায় তুষার পড়ছে। খানিকক্ষন পর আমি বাইরে বের হলাম তুষারপাত উপভোগের জন্যে। বেশ কিছু ছবি তুললাম কিন্তু খানিক ক্ষনের ভেতরই আমার সারা শরীর তুষারে ভরে গেল। পাশে আরেকজন প্রকৃতি প্রেমীকে পেলাম যে এটা উপভোগ করছিলো। খানিক বাইরে থেকে দ্রুত গাড়ির ভেতরে ঢুকলাম। তুষার পানি হয়ে পোষাকে ঢুকে গেল। খানিক পর ভাবলাম ছাতা নিয়ে দৃশ্য উপভোগ করব। এবার ছাতা নিয়ে বের হলাম। কিন্তু ছাতা আমার মাথা বাচাতে পারলেও শরীর বাচাতে পারল না। বাতাসে তুষার সব শরীরে এসে পড়ল। এবার ক্ষ্যান্ত হলাম।
খানিক উপভোগের পর লেকের অপর পাড় ধরে বাঁধের কাছে আসলাম। এটা একেবারে ছোট্ট বাঁধ,যার নাম গ্রীন পিটার ড্যাম। রৌদ্রজ্জল দিনে এদিকে আসলে যে কেউ সহসা ফিরে যেতে চাইবে না। খুব সুন্দর এলাকা এটা। খুব ভালো লেগেছে। এবার একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। আজকের দিনটা দারুন লাগল। ওহ....কি সুন্দর যে সেই তুষারপাত..না দেখলে বোঝানে যাবেনা !
বিষয়: বিবিধ
১৩৬৮ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভ্রমণ ভালোই হচ্ছে!!
তাইতো লোভনীয় খাবার ছাড়াই ভ্রমণ বিলাস জমে উঠেছে!!
মন্তব্য করতে লগইন করুন