প্রসঙ্গ ইমরান এইচ সরকার : ভূতের মুখে রাম নাম!!!

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৯ এপ্রিল, ২০১৬, ০৭:৫৫:৩৭ সকাল

এই সেই ইম্রান এইডস . যে কীনা বাংলসদেশের সব চেয়ে সত ও আদর্শবান ইসলামী নেতাদের কথিত যুদ্ধাপরাধী হিসেবে বিচারের নামে ফাঁসি চেয়ে গণজাগরণ মঞ্চে বান্দরের মত লাফালাফি করেছিল | যেখানে সারা বিশ্বের আধুনিকতা কিংবা প্রগতিবাদী মানুষগুলো দেশে দেশে মৃত্যু দন্ড রহিত করার আন্দোলন করে যাচ্ছে সেখানে এই ফ্যাসিবাদী ইম্রানরা প্রমাণ হীন অভিযোগে কয়েকজন আদর্শবান মানুষকে হত্যা করতে রাষ্ট্রকে উস্কানি দিয়েছে | তাদের উস্কানিকে পুঁজি করে হায়েনা সরকার কাদের মোল্লা . কামারুজ্জামান , আলী আহসান মুহাম্মদ মুজাহিদ ভায়ের মত মানুষদের মিথ্যা অভিযোগে হত্যা করেছে | এই ইম্রানরা জানে তারা জেনেশুনেই এদেশে কথিত যুদ্ধাপরাধীদের বিচারের নামে ইসলামী আদর্শের অগ্রযাত্রাকে ধ্বংস করছে। কিন্তু তারা এটাও হয়তো বুঝতে পারছে যে ইসলাম একটি চিরন্তন আদর্শের নাম। তাকে সাময়িক ভাবে বাঁধা দেওয়া গেলেও কখনোই চিরতরে স্তব্ধ করা যায়না | এদেশে একদিন কালিমার বিজয় হবেই ইনশাআল্লাহ | সেদিন এই ইসলামের শত্রুদের মানুষ ঘৃনা ভরে আস্তাকুরে নিক্ষেপ করবে | হয়তো সেই ভয়েই ইম্রানরা এখন ভোলা পাল্টাতে শুরু করেছে |

প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানকে গ্রেফতার প্রসঙ্গে তার ফেসবুক পেজের মতামতের প্রতিক্রিয়া তথ্যবাবার আহ্বান নিয়ে তার বক্তব্য দেখুন

প্রতিপক্ষের প্রতি যেকোনো অবিচার হলে আমরা

প্রত্যেকে হাততালি দেই। আর এটাই কিন্তু আমার, আপনার

সবার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। দেখানো হচ্ছে দেখো,

একে গ্রেফতার, হত্যা, গুম করলে কিংবা শক্তি প্রয়োগ

করে মুখ বন্ধ করিয়ে দিলে কত মানুষ খুশি হয়, তাই আমরা যা

করেছি ঠিক করেছি। একবার ভেবে দেখুন, আমার/আপনার

হাততালি আমার/আপনার বিরুদ্ধেই ব্যবহার হলো!

আমাদের প্রত্যেকের সাথে ঘটা অন্যায়গুলো এভাবেই

প্রতিপক্ষের হাততালির আড়ালে স্বীকৃত করে নেওয়া

হচ্ছে। ফলস্বরূপ আমরা সকলেই অনিরাপদ হয়ে যাচ্ছি।’

‘যখন দেখতে পাচ্ছি নানাভাবে একের পর এক মানুষের

কণ্ঠরোধ করা হচ্ছে এবং সেগুলো বিভিন্ন উপায়ে

জাস্টিফাই করা হচ্ছে, তখন জেনে গেছি এই দানব আসলে

আমার দিকেই আসছে; আমাদের সবার দিকেই আসছে! তাই

আমরা যদি পক্ষ-বিপক্ষ ভুলে এই দানবীয় শক্তির বিরুদ্ধে

রুখে না দাঁড়াই, আমাদের বাকরুদ্ধ রেখে রিজার্ভ লুটের

মতো সবকিছু লুট হতে থাকবে, আমাদের কিছুই করার

থাকবে না।’

সে বলছে ভিন্নমতাবলম্বীদের দমন দেখে আমরা হাততালি দিচ্ছি এটা ভালনা। কিন্তু আজ যেটাকে মন্দ বলে স্বীকৃতি দিচ্ছে তারাই সেদিন আদর্শ নেতাদের ফাঁসি কার্যকর এর পর মিষ্টি বিতরণ করেছিল | এই মিষ্টি বিতরন নিয়ে অনেকে সমালোচনা করলেও এই ইম্রান এইডস সেদিন চুপ ছিল। তাহলে এখন কেন সে ভোল পাল্টালা? নিশ্চয়ই এর মধ্যেও তার কোন কুমতলব আছে।

বিষয়: বিবিধ

৯৫৫ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366318
১৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫২
শেখের পোলা লিখেছেন : শয়তান হামেশাই শয়তান৷ তাকে বিশ্বাস করা যাবে না৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File