মাননীয় মন্ত্রী যুব সমাজ রক্ষায় পর্ণ সাইট বন্ধ করে ওয়াদা রক্ষা করুন

লিখেছেন লিখেছেন ব্লগার শঙ্খচিল ১৯ এপ্রিল, ২০১৬, ০৬:৫৫:৫২ সকাল



প্রতি সেকেন্ডে ২৮ হাজার ক্লিক হচ্ছে পর্ণ সাইটে । ইন্টারনেট ট্র্যাফিকের ওপর কাজ করা এক সংস্থার নয়া রিপোর্ট এটি । পিছিয়ে নেই বাংলাদেশ ও ।

বাংলাদেশ যে কতটা এগিয়ে তার ছোট্ট একটা পরিসংখান দেই । গত বছর বিশ্বে যে কয়টি দেশ থেকে "সেক্স" শব্দটি লিখে গুগলে সার্চ দিয়েছে তার মধ্যে বাংলাদেশ ছিল দ্বিতীয়!! ভাবা যায় ?

গত এক দশক থেকে বাংলাদেশে যে হারে ধর্ষণ, পরকীয়া, ইভটিজিং বাড়ছে তার বড় কারণ এই পর্ণ সাইট দেখা । মুসলিম প্রধান দেশটির যখন এই অবস্থা ঠিক তখনই মন্ত্রীর কাছ থেকে পর্ণ সাইট দেখা বন্ধের ঘোষণার সাথে সাথেই ব্যাপক প্রশংসা ছড়িয়ে পড়ে কিন্তু রহস্য জনক ভাবে তা তিনি ডিলিট করে দেন । ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম।

যুব সমাজকে রক্ষায় বাংলাদেশের সব পর্ন সাইট চলতি সপ্তাহের মধ্যেই বন্ধ করার ঘোষণা দেয়ার কয়েক ঘন্টা পর সেই মন্তব্য ডিলিট করে দিয়েছেন ।

সোমবার দুপুরে ফেসবুকে এমএ আমিন খান নামের এক ব্যক্তির মন্তব্যের জবাবে তিনি এ ঘোষণা দেন।

তারানা হালিমের ভেরিফাইড পেজে তার পোস্ট করা ছবির নিচে ইন্টারনেট, সিম রেজিস্ট্রেশনের সমস্যাসহ নানাবিধ সমস্যা-সংক্রান্ত কমেন্ট পোস্ট করেন তার অনুসারিরা।

এমএ আমিন খান সেখানে পর্ন সাইট বন্ধের অনুরোধ জানিয়ে লিখেন, “আপা, পর্নগ্রাফির সাইটগুলো বন্ধ করে দেন। এ বিষয়ে আপনারা আইন করেছেন। এখন এসব সাইটগুলো বন্ধ করাটাও খুব জরুরি। যুব সমাজকে পর্নগ্রাফির ছোবল থেকে রক্ষা করতে না পারলে, তাদের কাছে তথ্য-প্রযুক্তির সুফল পৌঁছাবে না।”



তারানা হালিম উত্তরে বলেন, আমরা এই সপ্তাহের মধ্যেই সকল পর্নগ্রাফিক সাইট বন্ধ করে দেব।

খুশি হয়ে আমিন প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে লিখেন, “আপনার জন্যে দোয়া করতে ১০ রাকাত নামাজ মানত করলাম। আল্লাহ আরও বেশি করে আপনাকে কাজ করার সামর্থ্য দিক। জয় বাংলা।”

এদিকে মন্ত্রীর এই ঘোষণা মুহুতেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। অনলাইন নিউজ পোর্টালগুলো সংবাদও পরিবেশেন করেছে এ নিয়ে। তারানা হালিমের ফেসবুক পাতায় তাকে অভিনন্দন জানিয়ে এবং দোয়া করে অনেকে মন্তব্য করতে শুরু করেন। অনেকে স্ট্যাটাসও দিয়েছেন এমন ‘শুভ’ উদ্যোগের কথা শুনে।

কিন্তু রহস্যজনক কারণে নিজের করা সেই মন্তব্য, এবং যেই ব্যক্তির মন্তব্যের প্রতি উত্তরে তিনি ঘোষণা দিয়েছিলেন সেটিও নীরবে মুছে দিয়েছেন মন্ত্রী!

তারানার এ সংক্রান্ত পোস্টটিতে সোমবার দিবাগত রাত ১২টার দিকে ভিজিট করে দেখা গেছে সেখানে ২৪৫টি মন্তব্য আছে। তার মধ্যে সেই এমএ আমিন খানের মন্তব্যটি নেই। ফলে তার মন্তব্যের নিচের করা মন্ত্রীর ঘোষণামূলক মন্তব্যটিও গায়েব!

আমার ফেসবুক ওয়ালে তার এই ঘোষণার পড়ে একটা স্টাটাস দিয়েছিলাম । প্রশংসা করেছিলাম , অনেকে তো এই সরকারের জন্য নফল নামাজের নিয়ত করেছিলেন । এই বার সত্যিই বুঝি সরকার সে পথে হাঁটবে "মদিনা সনদের" পথে । কিন্তু না মোদি সরকারের মতই উল্টো পথে হাঁটছে । মোদি সরকার তো সে দেশের আদালতের রায় নিয়েও পর্ণ সাইট বন্ধ করতে পারেন নি কারন তার দেশের এমপিরা সংসদে বসে ল্যাপটপে পর্ণ দেখেন!! আমাদের দেশের কর্তা বাবুরা কি করেন তা বুঝতে কি আর বাকি থাকে কত বড় জায়গা থেকে তারানা হলিম কে ধমক দিলে কমেন্ট ডিলিট হয়ে যায় সে মন্তব্য করার ভার আপনাদের উপড় ছেরে দিলাম...............

বিষয়: বিবিধ

৩৫১৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366207
১৯ এপ্রিল ২০১৬ সকাল ০৯:১২
গাজী সালাউদ্দিন লিখেছেন : এক সপ্তাহের সময় কেন দিতে হবে? যার মানে, এই কদিন যে যত পার, দেখে নাও। ডাউনলোড এর হিরিক পড়ে যাবে।

মানুষ এখন আর বলদ নয়। ফেসবুক বন্ধ করেছে, ব্যবহার তো বন্ধ ছিলনা। ভিপিএন দিয়ে ঠিকই চালিয়েছে। সাইট বন্ধ করে লাভ নেই। লোকে সিস্টেম করে দেখবেই।
তবে বন্ধ করলে সর্বসাধারণে দেখতে পারবে না। কেননা সবাইতো এত কারিকুরি জানেনা।
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৮
304427
ব্লগার শঙ্খচিল লিখেছেন : সেটাই , ঠিক বলেছেন গাজী ভাই । এক সপ্তাহ চলে গেছে সাইট কিন্তু বন্ধ হয়নি । এরা প্রতারক
366219
১৯ এপ্রিল ২০১৬ সকাল ১০:৫৭
নকীব কম্পিউটার লিখেছেন : কত বড় জায়গা থেকে তারানা হলিম কে ধমক দিলে কমেন্ট ডিলিট হয়ে যায়
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২৯
304428
ব্লগার শঙ্খচিল লিখেছেন : বুঝেন তা হলে কত বড় জায়গা............
366269
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪৪
হতভাগা লিখেছেন : ৪৮ ঘন্টা যদি ৪৮ মাসেও শেষ না হয় তাহলে ১ সপ্তাহ পূর্ণ হতে কত সময় লাগবে ?
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩০
304429
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ভাববার বিষয় কত সময় লাগে
366273
১৯ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:০৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পিয়াল দের সমর্থন ছাড়া এই সরকার তো অচল!!
২৪ এপ্রিল ২০১৬ সকাল ০৯:৩০
304430
ব্লগার শঙ্খচিল লিখেছেন : ঠিক বলেছেন ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File