বায়োমেট্রিক পদ্ধতি বিষয়ে হাইকোর্ট এর রায় নিয়ে কিছু কথা

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১২ এপ্রিল, ২০১৬, ০২:৪৯:২৮ দুপুর

এই মুহুর্তে বাংলা দেশের সব গুলো গণমাধ্যমের ব্রেকিং নিউজ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতি বৈধ : হাইকোর্ট .

এই বায়োমেট্রিক পদ্ধতি বিশ্বের অন্যান্য দেশে না থাকলেও পাকিস্তানে আছে। আওয়ামী লীগ .কমিউনিস্ট পার্টি সহ সব বাম ঘরানার দলগুলো পাকিস্তানকে ঘৃনা করে। এদেশে যারা পাকিস্তানের নীতি অনুসরণ করতে চায় তাদেরকে রাজাকার . আলবদর , জামায়াত ইত্যাদি নামে অপবাদ দিয়ে স্বাধীনতা বিরোধী হিসেবে চিহ্নিত করে।

এই অতিস্বাধীনতাপন্থীরা পাকিস্তানের নাম শুনলেও নাক সিটকায় | এই আবালদের নিয়ন্ত্রিত হাইকোর্ট এরকম রায় দিবে এটা অনুমান যোগ্য ছিল। তবে অবাক হয়েছি এই ভেবে যে পাকিস্তান বিরোধীরা কিভাবে আবার পাকিস্তানের নীতিই গ্রহণ করল???

পাকিস্তানের অনুকরণ যে এই অতি স্বাধীনতা পন্থীরা এই প্রথম করেছে তা কিন্তু নয়। এর আগে ২০১৪ সালের ২৬শে মার্চ 'লাখোকন্ঠে জাতীয় সংগীত ' কর্মসুচী ও পাকিস্তানের কাছ থেকেই ধার করা। পাকিস্তান আমলের অনেক আইন কানুন দিয়েই চলছে বাংলাদেশ | যারা পাকিস্তানের নাম শুনতে পারেনা তাদের পাকিস্তানের জিনিস কিভাবে ব্যবহার করে?

আসলে এই কূপমন্ডুক দের বোধটাই জগাখিচুড়ি | এরা বুঝতেই চায়না যে পাকিস্তানের. মাটিতে যে শিশু জন্ম নিয়েছে পাকিস্তানের প্রতি তার ভালবাসা বোধ থাকাটাই নৈতিকতার মানদন্ডে সঠিক | ইন্ডিয়া যদি বাংলাদেশের বাপ হয় পাকিস্তান হলো বাংলাদেশের বংশের গোড়া দাদা | মানুষ দাদার কথা ভুলতে পারেনা , ভোলা উচিত ও নয়।

বিষয়: রাজনীতি

৮৩২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365496
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৯
তট রেখা লিখেছেন : এরা গোস্ত পছন্দ না করলেও গোস্তের ঝোল পছন্দ করে।
365513
১২ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
শেখের পোলা লিখেছেন : ভাসুরের নাম নিতে নেই কিনা! তাই৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File