গণতন্ত্র না দিতে পারলেও উন্নয়নতো দিচ্ছে?

লিখেছেন লিখেছেন আবু জারীর ১২ এপ্রিল, ২০১৬, ০৩:০৪:১৫ দুপুর

দেশে একটা কথা জোড়েসোরে প্রচারিত হচ্ছে, আর তা হল সরকার গণতন্ত্র নাদিতে পারলেও উন্নয়ন দিচ্ছে।

আমার নিকট আত্মীয় একজন অবসরপ্রাপ্ত বিমান সেনা কর্মকর্তার কাছ থেকেও যখন পারিবারিক আড্ডায় এমন কথা শুনলাম তখন উন্নয়নের সোপান অট্টালিকায় রডের পরিবর্তবে বাঁশের ব্যবহারের কথা স্বরণ করিয়ে দিলে মুচকি হেসে বললেন ওটা বিচ্ছিন্ন একটা ঘটনা!

তার কাছে যখন উন্নয়নের ফিরিস্তি চাইলাম তখন প্রথমেই পদ্মা সেতুর উদাহরণ দিলেন আর সাথে সাথেই আমি যমুনা সেতুর কথা স্বরণ করিয়ে দিলে এবারও দমে গেলেন।

অবশ্য তিনি দমবার পাত্র নন বা ঐ ঘরানার কেউই দমে যান না। এবার শুরু করলেন ফ্লাই ওভারের গল্পঃ তাকে সুযোগ না দিয়েই জিজ্ঞেস করলাম, মহাখালী ফ্লাই ওভার শুরু এবং শেষ কি জোট সরকারের আমলে হয়নি? বাকী যে সব ফ্লাইওভার চালু হয়েছে সেগুলোর কাজ কি জোট সরকারের সময় শুরু হয়নি? যদি তাই হয়ে থাকে তাহলে জোট সরকার পুনরায় ক্ষমতায় আসলে কি তারা সেকাজ সমাপ্ত করতেন না?

পদ্মাসেতুর পরিকল্পনাও তারা করেছিলেন যদি তারা ক্ষমতায় আসত তাহলে এতদিনে হয়ত পদ্মা সেতুর কাজও শেষ হয়ে যেত।

আমার কথার সুবিধা মত জবাব না দিতে পেরে এবার শুরু করলেন স্বপ্নের মেট্র রেল আর কর্ণফুলির টানেলের কথা!

জবাবে বলেছিলাম আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারেন না, বাস্তবায়ন করতে হয় অন্যদের। একথায় মহদয় ক্ষমতা হারাবার আভাস পেলেন কিনা জানিনা তবে শারিরীক অসুস্থ্যতার কথা বলে আলোচনার ইতি টানলেন।

তাদের উন্নয়নের ফাফা বেলুনে সুঁই দিয়ে ফুটো করতে না পারলেও হাওয়া দিয়ে ফাটিয়ে দেয়া সম্ভব। তাই এমন আলোচনা যেখানেই হোকনা কেন সেখানেই বেলুন ফাটিয়ে দেয়া চাই।

বিষয়: রাজনীতি

১২১৯ বার পঠিত, ১৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365494
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : সবাই কি আর জারিরের বাবার মত যে, সুই দিয়ে বেলুন ফাটিয়ে দিবে! বস পাবলিক!

এইবার নিয়মিত হবেন। আহ, দেখে কত ভালো লাগছে।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৩৮
303367
আবু জারীর লিখেছেন : আল্লাহ চাহেন তো।
ধন্যবাদ।
365498
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৩৭
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মজার বিষয় হচ্ছে, উন্নয়ন এর নামে শুধু কনস্ট্রাকশন এর কাজ হচ্ছে। কারণ এই কাজে ফায়দা বেশি। লোহার বদলে বাঁশ, সিমেন্ট এর বদলে মাটি। কত্ত লাভ! চট্টগ্রামে কয়েকটি ফ্লাইওভার করেছে অপ্রয়োজনীয় যেগুলিতে কোন গাড়ি উঠে না।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪০
303368
আবু জারীর লিখেছেন : এরই নাম আওয়ামী উন্নয়ন। অথেছ উন্নয়নের প্রধান অনুষঙ্গ যে শিক্ষার উন্নয়ন তা আজ গোল্ডেন এ'প্লাসের চাপে গোল্লায় গেছে।
365500
১২ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:১১
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : সব চাপাবাজি উন্নয়ন যা বলা হচ্ছে তা হয়নী।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪১
303369
আবু জারীর লিখেছেন : মিডিয়া আর কাউকে না হলেও আওয়ামী সমর্থকদের মগজে বিষয়টা ভালো ভাবেই ঢুকিয়ে দিয়েছে।
365620
১৩ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৩
হতভাগা লিখেছেন : মাশা আল্লাহ ! বিএনপির আমলের সময় যেরকম ঘন ঘন লোড শেডিং হত এখন আর সেরকম হয় না ।
১৩ এপ্রিল ২০১৬ রাত ০৯:৪২
303370
আবু জারীর লিখেছেন : কোন জগতে? এমি যে এলাকায় থাকি সে এলাকায়তো কোন পার্থক্য দেখিনা উপরন্ত অনেক নতুন ভবন এবং শিল্প কারখানায় বিদ্যুৎ সংযোগই দিতে পারছেনা!
১৭ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
303595
হতভাগা লিখেছেন : আপনি না মিডলইস্টে থাকেন ? মধ্যপ্রাচ্য বাংলাদেশের দখলে কবে চলে এসেছে ? কোন টেরই তো পাইলাম না !
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৬
308121
আবু জারীর লিখেছেন : টের পাবেন কিভাবে। আমি মধ্যপ্রাচ্যের মিরপুরে থাকি।
০৮ জুন ২০১৬ সকাল ০৭:৩৮
308145
হতভাগা লিখেছেন : (প্রায় ২ মাস পর .....)

হাসুবু ফিক্সড করে দিয়ে এসচেন , সুযোগ আবারও পেয়ে গেলেন
365741
১৪ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

তাদের উন্নয়নের ফাফা বেলুনে সুঁই দিয়ে ফুটো করতে না পারলেও হাওয়া দিয়ে ফাটিয়ে দেয়া সম্ভব। তাই এমন আলোচনা যেখানেই হোকনা কেন সেখানেই বেলুন ফাটিয়ে দেয়া চাই।


Thumbs Up Thumbs Up Praying Praying
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৭
308122
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম।
ঠিকই বলেছেন। চাটুকারদের সাথে চাটামিই সোভা পায় যাতে অদের বেলুন তারা তারই ফুটে যায়।
368384
০৮ মে ২০১৬ দুপুর ১২:৩৩
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা, চেতনায় আঘাত চরম আকারেই খাইছে.... আমার সামনেও যখন কোন চেতনা ব্যবসায়ী কথা বলেন, আমি বিন্দুমাত্র ও ছাড় দিতে নারাজ। ধন্যবাদ আপনাকে
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৮
308123
আবু জারীর লিখেছেন : অদের চেতনায় আঘাত না দিয়ে আর একটু চেতিয়ে দেয়াই উত্তম।
আপনাকেও ধন্যবাদ।
370134
২৬ মে ২০১৬ সকাল ০৬:২৪
awlad লিখেছেন : অনেক ধন্যবাদ আসসালামুআলাইকুম ভালো লাগলো
০৮ জুন ২০১৬ রাত ১২:৩৮
308124
আবু জারীর লিখেছেন : ওয়ালাইকুম'আসসালাম
আপনাকেও ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File