আমার সোনার বাংলা আমি তোমায় .......

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ৩০ মার্চ, ২০১৬, ০৭:৪২:০০ সন্ধ্যা

অনেক সাধের সোনার বাংলা খাচ্ছে যে আজ ঘুণে ,

আবেগ নিয়ে খেলছে খেলা ভয়ঙ্কর শকুনে।

জাতির জনক , মুক্তিযুদ্ধ সবই গরলে ভেল ,

রিজার্ভ চুরি , ব্যাংক , বিমা লুট. শুভঙ্করের খেল।

কেমনে বলি সোনার বাংলা ভালোবাসি তোরে ,

সব ক্ষমতা আঁকড়ে আজি ধরছে ডাকাত চোরে।

দেশের নাম আর বুকের আবেগ , পতাকাই কী সব।

চারদিকেতেই শকুন যখন করছে কলরব।

গলা ছেড়ে গান ধরলেই ঘুচবে কী এই ক্লেদ?

দূর্নীতিবাজ , চোর ডাকাতে ধরছে ভীষণ জেদ।

বিষয়: সাহিত্য

৮৩৯ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364194
৩০ মার্চ ২০১৬ রাত ০৮:২৪
শেখের পোলা লিখেছেন : পতাকাই স্বাধীনতা পতাকাই সব,
পতাকা নিয়ে তাই এত কলরব৷
সাধছিল চাবিখানা যদি হাতে পাই,
লুটে পুটে খাব সব কোন বাধা নাই৷
376891
২৮ আগস্ট ২০১৬ দুপুর ১২:৩৫
হতভাগা লিখেছেন : জামায়াত-শিবিরের পোলাপানদের জন্য





মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File