ভারতে বাংলাদেশী সাংবাদিক নাজেহাল: কিন্তু তারপরেও এ কেমন ইজ্জত বিক্রির দালালী!

লিখেছেন লিখেছেন নয়ন খান ৩০ মার্চ, ২০১৬, ০৭:৩৬:০৯ সন্ধ্যা

পড়ুন আরেক দালাল কিভাবে সাফাই গাচ্ছে? পরিষ্কারভাবে "বাংলাদেশী পাসপোর্ট নট আ্যালাউড" বলার পরেও ওরা নাকি চিনতে পারেনি!

হুমায়ূন কবির ভূঁইয়া চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমার অনুমান, ওরা বাংলাদেশের মানুষকে পাকিস্তানের লোকদের সঙ্গে গুলিয়ে ফেলছে। ভারতের কিছু অঞ্চলে সম্ভবত পাকিস্তানি নাগরিকদের হোটেলে রাখার ব্যাপারে আইনত কিছু বিধিনিষেধ আছে। আমার মনে হয়, ওই বিধিনিষেধগুলো ওরা বাংলাদেশীদের ওপরও খাটানোর চেষ্টা করছে।’

মুম্বাইয়ে বাংলাদেশী সাংবাদিক হয়রানিতে কী বার্তা পেয়েছে জনগণ

বিষয়: রাজনীতি

১০৪৪ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364202
৩০ মার্চ ২০১৬ রাত ০৯:২৮
তট রেখা লিখেছেন : দালালদের পক্ষ থেকে চ্যানেল আই এর দেশের মানুষকে ভারত সম্পর্কে ভুল তথ্য দেয়ার প্রচেষ্টা। একজন জাহাজী হিসাবে জানি ভারতের নীতিই এ রকম। বাংলাদেশকে পাকিস্তান মনে করে নয়, বরং বাংলাদেশ এবং পাকিস্তানের জন্য একই নীতি প্রযোজ্য। ভারত কখনো বাংলাদেশের বন্ধু নয়, বরং বাংলাদেশের যদি কোনো শত্রু থাকে তা হলো ভারত।
364225
৩১ মার্চ ২০১৬ সকাল ০৮:৩৯
আয়নাশাহ লিখেছেন : তা একখানা বই না থাকলেই তো হয়। যা দেখালে আপনি ভিন দেশের হয়ে যান ওটা সাথে রাখেন কেনো?
364235
৩১ মার্চ ২০১৬ দুপুর ১২:১৯
হতভাগা লিখেছেন : এরা বনে বাঁদাড়ে ভারতীয়রা যে শৌচকর্ম সেরে যায় সেগুলোকে পেস্ট্রি মনে করে খেয়ে ফেলবে এবং পরে এর পক্ষে ঠিকই যুক্তি খাঁড়া করাবে।
364348
০১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:০৫
প্যারিস থেকে আমি লিখেছেন : হতভাগা লিখেছেন : এরা বনে বাঁদাড়ে ভারতীয়রা যে শৌচকর্ম সেরে যায় সেগুলোকে পেস্ট্রি মনে করে খেয়ে ফেলবে এবং পরে এর পক্ষে ঠিকই যুক্তি খাঁড়া করাবে।
364630
০৪ এপ্রিল ২০১৬ রাত ০৯:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : দালালীর কাজটি কিন্তু ভালো। আর কিছু বদমাশ এমন সব কাজ করেছে, এখন সেটাকে মানুষ গালি হিসেবে ব্যবহার করে।

যাই হোক, চ্যানেল আঈকে চোখের ডাক্তার দেখানো উচিৎ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File