বাংলাদেশ .মিথ্যাচার দিয়ে যার মেরুদণ্ড তৈরি! !!
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৮ মার্চ, ২০১৬, ০৭:৫১:০৬ সকাল
বাংলাদেশের বর্তমান সংবিধান হাজারো মিথ্যাচারে পূর্ণ একটি সংবিধান। ভারতের হিন্দুত্ববাদী সুদুর প্রসারী কুটিল ষড়যন্ত্রকে বাস্তবায়ন করতে কথিত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলা হচ্ছে | কিন্তু কথিত এই মুক্তি যুদ্ধের চেতনায় আসলে ভালো কিছুই নেই। সত্য আর ন্যায় বিচারের প্রতি অংগীকার এর কথা তো নেই ই। তবে হ্যাঁ . এই চেতনার মাধ্যমে শেখমুজিব এর প্রতি শ্রদ্ধা পোষণের নামে বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীকে জোর করে মূর্তি পূজায় বাধ্য করা হয়েছে | বাংগালী সংস্কৃতির নামে হিন্দুদের ধর্মীয় আচারকে অনুসরণ করতে মুসলমানদের বাধ্য করা হচ্ছে | শেখ মুজিবকে জাতির জনক বানানো হয়েছে .কিন্তু জাতিসত্তার আসল পরিচয়ই. নির্দিষ্ট করা হয়নি |
শেখ মুজিবের জন্মের পূর্ব থেকেই যেখানে বাংলা ভাষাভাষী মানুষের অস্তিত্ব বিদ্যমান সেখানে তাকে বাংগালী জাতীয় জনক বানানো বিকৃত মস্তিষ্কের আজব কারবার ছাড়া আর কী?
কথিত জাতির জনকের এই জগাখিচুড়ি মতবাদ এর সংযোজন এর পর ৭১ এর স্বাধীনতার ঘোষণা নিয়ে সংবিধান এ রয়েছে মারাত্মক মিথ্যাচার | যেখানে শেখ মুজিব ৭১ এর ২৫শে মার্চ রাতে কোন ক্রমেই স্বাধীনতার পক্ষে কোন কথা বলেন নি। যেখানে সেই রাতে স্বয়ং তাজউদ্দীন আহম্মদ এর সাথে স্বাধীনতার ঘোষণা নিয়ে তার সাথে তর্ক হয়েছিল সেখানে স্বাধীনতার ঘোষণার বিপক্ষে অবস্থানকারী শেখ মুজিবকেই সংবিধানে স্বাধীনতার ঘোষক হিসাবে উল্লেখ করা হয়েছে | এভাবে একটি জাতির সব গুরুত্বপূর্ণ বিষয়ে মিথ্যাকে স্বীকৃতি দিতে বাধ্য করা হচ্ছে |
আর এই মিথ্যাচার এর পথ ধরেই আজ রাষ্ট্রের প্রতিটি স্তরেই বাসা বেঁধেছে অপশক্তি .ন্যায় বিচারের প্রতি কিংবা মানবতার প্রতি যাদের সামান্যতম ও দায়বদ্ধতা নেই।
বিষয়: বিবিধ
৭৯২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন