ইট-পাথরের এই শহরে...

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২১ মার্চ, ২০১৩, ০৬:২৭:৪৩ সকাল



ঢাকার কর্মব্যস্ত ইট-পাথরের জীবনে জীবন আজ অতিষ্ঠ। মন চায় ঢাকার থেকে দূরে কোথাও চলে যাই। ছোট্ট একটি বাড়ি, সামনে বিস্তৃত ফসলের খেত। বাড়ির উঠোনে নানাবিধ ফলও শাক-শবজি চাষ করবো। পাশে একটি অফিস থাকবে যেখান থেকে ফসলের মাঠের সবুজ হাতছানি, উন্মুক্ত নীলাকাষ, দুষিত বায়ূ মুক্ত নির্মল বাতাসের ছোয়ায় মনটি সর্বদা সতেজ ও ফুরফুরে থাকবে।

এমন কোনো দিন আসবে কি না জানি না। তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই, কি বলেন?

বিষয়: বিবিধ

১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File