কিছু মনে না করলে ক্রিকেটপ্রেমী, ফুটবলপ্রেমী ভাই/বেরাদারগণ আমাকে বলতে পারেন-

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৬ মার্চ, ২০১৬, ০৭:২৪:৫৯ সন্ধ্যা



আমেরিকা, রাশিয়া, চীন, ইসরাঈল ইত্যাদি দেশগুলো এ পর্যন্ত কতোবার ক্রিকেট বা ফুটবল বিশ্বকাপ জয় করেছে?

এই সকল খেল তামাশায় তাদের বরাদ্দই বা কতো?

খেলা দিয়ে যদি বিশ্ব জয় করা যায়, খেলা যদি একটি জাতীর উন্নতির জন্য এতোই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে বর্তমান বিশ্বকে নেতৃত্ব উপরোক্ত রাষ্ট্রসমূহ এই ব্যাপারটিতে এতো পিছিয়ে কেনো?

যায়োনিস্ট প্রটোকলে মোট চব্বিশটা ধারা আছে। তেরোতম প্রটোকলের শিরোনাম হলো:

= সাধারন জনগণের চেতনাকে বিনাশ করা।

এটা সম্পন্ন হবে পত্রপত্রিকায় নিত্য-নতুন বিতর্ক তুলে মানুষকে সেটা নিয়ে ব্যতিব্যস্ত রাখার মাধ্যমে। বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন করে, মানুষকে সেটাতে বুঁদ করে রাখার মাধ্যমে। টিভিতে বিভিন্ন সিরিয়াল চালু করার মাধ্যমে!

সত্যি কথা বলতে কি-

আমরা যখন ভাড় সেজে খেলা দেখিয়ে অন্যদের কাছে নিজেদেরকে পরিচিত করতে চাচ্ছি, ইউরোপ আমেরিকা, রাশিয়া, চীন তখন তাদের মূল্যবান সময় ব্যয় করছে অত্যাধুনিক সব সমরাস্ত্র আবিষ্কার, মহাকাশযান, স্যাটেলাইট উতক্ষেপনের পেছনে।

আমরা যখন নর্তকী নাচ আর হলিউড-বলিউডের কে কার সাথে প্রেম করলো, কার চুলের কাটিং বকের মতো, চোরের মতো তার অনুসরণ নিয়ে ব্যস্ত হয়ে পরি, আমরা যখন বলের স্পিড, রানের আধিক্য নিয়ে বিতর্কে লিপ্ত হই, তারা তখন ইরাক, আফগান, ফিলিস্তিন, সিরিয়ার আকাশে নিজেদের নতুন যুদ্ধ বিমানের স্পিড চেক করে, নতুন বোমাটির কর্মক্ষমতা যাচাই করে মাসুম শিশুদের দেহগুলোকে ছিন্নভিন্ন করে।

আফসোস এই উম্মাহর সেই সকল নওজোয়ানদের জন্য-

যারা আজকে স্টেডিয়ামের গ্যালারিতে বসার একটি টিকেট পাওয়াকেই শ্রেষ্ঠ অর্জন বলে মনে করছে তারা একবারও ভেবে দেখছে না এই ক'দিন আগেই ইরাকে, সিরিয়াতে এর চাইতেও জৌলুষপূর্ণ খেলা, ড্যান্সিং, নাইটবার, মৌজ-মাস্তির অভাব ছিলো না।

কিন্তু আজ আর কেউ সেখানে বিনোদনের জন্য ইনভেষ্ট করে না!

কোনো প্রীতি ম্যাচের আয়োজনের জন্য কেউ সেখানে যায় না।

কারণ মুরগী একবার খোয়াড়ে ভরতে পারলে যবাই করার সময় তাকে আর দানা-পানি, বিনোদন দেয়ার কোনো প্রয়োজন থাকে না।

বিষয়: বিবিধ

১৩১৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

361627
০৬ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৩৯
কুয়েত থেকে লিখেছেন : অত্যান্ত গুরুত্বপূর্ণ লেখা উপহার দিলেন যা সময় উপযোগী পিলখানা ট্রাজেডিকে ম্লানকরার জন্যই এই খেলার আয়োজন। যদিওবা তা আমাদের বুঝে আসবেনা। আপনাকে আনেক অনেক ধন্যবাদ
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৮
300759
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের সঠিক বুঝ দিন। আমীন।
361631
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:১৯
চেতনাবিলাস লিখেছেন : বাহ চমৎকার ! আপনার কথার সাথে সম্পূর্ণ সহমত | ধন্যবাদ |
361634
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩৫
সামছুল লিখেছেন : এই ভাবে আগে কখনো ভাবিনি! অনেক ধন্যবাদ!
361635
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:৩৫
শেখের পোলা লিখেছেন : "কারণ মুরগী একবার খোয়াড়ে ভরতে পারলে যবাই করার সময় তাকে আর দানা-পানি, বিনোদন দেয়ার কোনো প্রয়োজন থাকে না।"
এক্কেবারে মোক্ষম উদাহরণ দিয়েছেন হুজুর৷ ধন্যবাদ৷ এমন উপদেশ মূলক লেখা নিয়ে নিয়মিত হবার অনুরোধ রইল৷
১৮ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:২৭
300758
মাই নেম ইজ খান লিখেছেন : ইনশাআল্লাহ।

জাযাকাল্লাহু খায়রান।
361640
০৬ মার্চ ২০১৬ রাত ০৮:৫৫
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হুম কথা কিন্তু বেঠিক বলেননি। আমাদের মত আবালদের দিয়ে তো আর কোনো উন্নতি হবে না তাই খেলা দেখেই সময় কাটাই
361644
০৬ মার্চ ২০১৬ রাত ০৯:০৯
আবু জান্নাত লিখেছেন : একটা দেশের যুব সমাজকে বুঁদ করে রাখতে যা লাগে আরকি! পশ্চিমারা যা প্রয়োজন মনে করে না, তা দিয়ে আমাদের ব্যস্ত রাখারই কৌশল মনে করে। ফাউ কাজে জিবন যৌবন নষ্ট করা আর কি!

361645
০৬ মার্চ ২০১৬ রাত ১০:৫১
গাজী সালাউদ্দিন লিখেছেন : আপনি একটা কথা ভুল বলেন নি। যথার্থই বলেছেন।

361653
০৭ মার্চ ২০১৬ রাত ১২:২১
দ্য স্লেভ লিখেছেন : অত্যন্ত সঠিক কথা বলেছেন। আমরা অন্যের চিন্তায় ঘুরপাক খাচ্ছি
361658
০৭ মার্চ ২০১৬ রাত ০১:১৮
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। সুন্দর সময় উপযোগী পোস্ট ধন্যবাদ।
১০
361686
০৭ মার্চ ২০১৬ সকাল ১১:৩৭
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বেসবল কিংবা বাস্কেটবল খেলা নিয়ে আমেরিকা তে সংঘর্ষ হওয়ার রেকর্ড আছে। রাশিয়া এথলেটিক্স ও ফুটবল খেলা অতি জনপ্রিয়।
১১
361709
০৭ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৯
ইমরান বিন আনোয়ার লিখেছেন : খুব ভালো লেগেছে কথাগুলো! লেখকের ভাবনা আমাদের অধঃপতিত যুব সমাজে ছড়িয়ে পড়ুক, এই কামনায় আল্লাহ'র কাছে কায়মনোবাক্য দোয়া করছি।
১২
361944
০৯ মার্চ ২০১৬ দুপুর ১২:৪৫
হতভাগা লিখেছেন : অকর্মন্য জাতীরা এসব অগুরুত্বপূর্ণ বিষয় নিয়েই মজে থাকার চেষ্টা চালায়।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File