অাল্লাহর গার্ডেন!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০২ ফেব্রুয়ারি, ২০১৫, ০৫:৫৯:০২ বিকাল
এই ছবিটি দেখে অাপনি কি ভাবছেন?
হয়তো ভাবছেন নিশ্চয়ই এটি একটি গরিব দেশের চিত্র তাইতো?
না ভাই এটা গরিব দেশের চিত্র না। এটা শত প্রতিকূলতার মাঝেও দ্বীনের পথে এগিয়ে যাওয়া বাংলাদেশের চিত্র।
নরসিংদীর জেলার গরিব এক কৃষক তার উপার্যিত টাকা দিয়ে চালু করেছেন এই মাদ্রাসা।
সে জানে তার এই বিশাল কাজের জন্য হয়তো সমাজের সবাই বাহবা দিবে বা তিরস্কার করবে। বাহ্যিকভাবে দেখতে এই উদ্যোগটি খুবই সামান্য আর অপূর্ণাঙ্গ হলেও দেশের প্রত্যন্ত অঞ্চলে এমন মকতব-মাদ্রাসার প্রয়োজনও যে কি সীমাহীন তা বিচক্ষণ মানুষকে দ্বিতীয়বার বলার প্রয়োজন হয় না।
কারন সমাজের ভদ্রবেশী মানুষ গুলা তাদের ভাল কাজকে হেয় প্রতিপন্ন করে বটে।
তারপরও এমন উদ্যোগ নেয়ার কারণ কি?
এমন এক প্রশ্নের জবাবে সেই মহান মানুষটি ছোট একটি উত্তর দিয়েছে "বড়লোকরা করে কিন্ডার গার্ডেন, অামি করলাম অাল্লাহর গার্ডেন",
কি চমৎকার উত্তর, এই ছোট জবাবে হয়তো অনেকে অনেকে অনেক কিছু বুঝতে পেরেছি
কিন্তু তার চাওয়া টি যে ছিল অাল্লাহ্ তায়ালার সন্তুষ্টি অর্জন এতে কোন প্রকার দ্বীমত নেই। কওমী মাদ্রাসা ও কুরআনের শিক্ষা সম্পর্কে আমাদের সমাজে শত-সহস্র অপপ্রচার আর ষড়যন্ত্র চললেও এই দেশের মাটি-মানুষের অন্তরে ইসলামের প্রতি যে ভালোবাসা রয়েছে তার সামান্য দৃষ্টান্ত এটি।
সমাজের বিত্তশালী ব্যক্তিরা যদি এই গরিব কৃষকের মত এসব কাজকে নিজের কাজ বলে মেনে নিত তাহলে ইসলামের সুশিতল বাতাস বইতো।
অাল্লাহ্ অামাদের সবাই কে তৌফিক দান করুন নেক কাজে নিজেকে নিয়োজিত রাখার শক্তি মনোবল দান করুন, আমীন।
-সংগৃহীত।
বিষয়: বিবিধ
১১৫৩ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অাল্লাহ্ অামাদের সবাই কে তৌফিক দান করুন নেক কাজে নিজেকে নিয়োজিত রাখার শক্তি মনোবল দান করুন, আমীন ।
অনুপ্রেরণাদায়ক লেখাটা শেয়ারের জন্য ধন্যবাদ ভাইয়া ।
পড়া এবং মন্তব্য করার জন্য আন্তরিক ধন্যবাদ।
উদ্যোক্তা কে অভিননন্দন। ইসলামি শিক্ষার পাশাপাশি স্বাধিনভাবে জিবিকা অর্জন এর শিক্ষার ও ব্যবস্থা করা দরকার।
আল্লাহ আমাদের ইসলামী শিক্ষাকেন্দ্র গুলোতে ইসলামি শিক্ষার পাশাপাশি স্বাধিনভাবে জিবিকা অর্জন এর শিক্ষার ও ব্যবস্থা করা এবং স্কুল-কলেজ তথা আধুনিক প্রতিষ্ঠান গুলোতে ফরজ দ্বীনী শিক্ষা চালু করার তাওফীক দিন, আমীন।
অনেক ধনী ও অনেক বিত্তবানদের সম্পদ দ্বীনের কাজে খুব কম সময়ই কবূল হয়ে থাকে।
গরীব সাহাবী রসুলের যুদ্ধ ফাণ্ডে দান করার মত কিছুই নাই৷ দূরে এক কৃষকের বাগানে পানা সেচে, মজুরীতে কিছু খেজুর পেলেন, অর্ধেক নিজের সংসারের জন্য রেখে বাকি অর্ধেক নিয়ে রসুলের খেদমতে হাজির হলেন৷ রসুল সঃ বললেন, সব জমা করা মালের উপরে খেজুর গুলি রাখ৷ এর ওজন সব চাইতে বেশী৷
ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন