কয়েক ঘন্টার এক সংক্ষিপ্ত সফরে গতকালের ফেনি
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ ডিসেম্বর, ২০১৪, ০৪:১৪:০৬ বিকাল
খান প্রকাশনীর নতুন শাখা খোলার কাজে গতকাল গিয়েছিলাম ফেনি। অল্প সময়ে ভালোই অভিজ্ঞতা হলো। দুপুরে হোটেলে হাঁসের গোশত দিয়ে ভাত খেলাম। চমৎকার রান্না। পাশের দোকানের কফিও বেশ দারুণ!
মূল্যবান সময় ও সঙ্গ দেয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞ জাফর ভাই এর কাছে।
এক স্থানে দেখলাম বিশাল গাড়ীর মেলা। কিন্তু গাড়ি মাত্র একটি!
হাতে সময় কম থাকায় দ্রুত কাজ শেষ করে ফিরে আসতে হয়েছে। সামনে আবার গেলে আরেকটু সময় নিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে।
জাকির নায়েকের 'পিস' ব্র্যান্ডের অনুকরণে আমাদের দেশে পিস এর ছড়াছড়ি। তবে মান কেমন হবে আল্লাহই ভালো জানেন।
বিষয়: বিবিধ
১৬৮৮ বার পঠিত, ২৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নোয়াখালী তে যারা বিয়ে করে সেই সব জামাইরা মরার আগের দিন পর্যন্ত নানান রকমের পিঠা আর আস্ত মুরগী খাসির রান প্রথম দিনের মতই খেয়ে যেতে পারে । কারন নোয়াখালীতে প্রচলন আছে "লাউ পাতা যেমন বুড়া হয় না তেমনি মেয়ের জামাইও কোন দিন বুড়া হবে না ।একই আদরেই থাকবে । তাই যারা নোয়াখালীর জামাই হতে পারেন নাই তাদের জন্য আফসুস আর যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য সুবর্ন সুযোগ "নোয়াখাইল্লা মাইয়া বিয়ে করেন আর মজার হিডা খান"।
আগে জানলে তো ভালোই হতো।
তা ভাইজানের বাড়ি কি ওদিকে?>- >-
ইনশাআল্লাহ নেক্সটে দেখি সরাসরি পাঠাতে না পারলেও ছবি তো দিতে পারবো ) )
আমার ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি বাগের হাট।
সুন্দর বনের মধূর দাওয়াত পেলাম। আল্লাহ কবে যে এর বাস্তবতা দিবেন, অপেক্ষায় রইলাম।
আর সত্য লিখন আপু
আমি পেলে একা খাবো না, আপনাদেরকেও ভাগ দিবো ইনশাআল্লাহ <:-P <:-P >- >-
নোয়াখালী তে যারা বিয়ে করে সেই সব জামাইরা মরার আগের দিন পর্যন্ত নানান রকমের পিঠা আর আস্ত মুরগী খাসির রান প্রথম দিনের মতই খেয়ে যেতে পারে । কারন নোয়াখালীতে প্রচলন আছে "লাউ পাতা যেমন বুড়া হয় না তেমনি মেয়ের জামাইও কোন দিন বুড়া হবে না ।একই আদরেই থাকবে । তাই যারা নোয়াখালীর জামাই হতে পারেন নাই তাদের জন্য আফসুস আর যারা এখনো বিয়ে করেন নাই তাদের জন্য সুবর্ন সুযোগ "নোয়াখাইল্লা মাইয়া বিয়ে করেন আর মজার হিডা খান"।
এখন তো সবাই নোয়াখালীর মেয়ে বিয়ে করার জন্য লাইন দিয়ে দাঁড়াবে। >- >-
হারিকেন তো দেখছি দুই পায়ে দাঁড়িয়ে আছে নোয়াখালীর জামাই হওয়ার জন্য। <:-P <:-P
কিন্তু হারিকেনের খবর আছে!
আর সত্য লিখন আপু,
আমার আম্মাও গত বছর ইন্তেকাল করেছেন। আসলেই মা' এর তুলনা এ জগতে নেই।
আল্লাহ আমাদের সবার মা-বাবাকে জান্নাত দান করুন। আমীন।
আমার কথাকি মনে আছে? ভাল থাকেন৷
আপনাকে কি ভোলা যায়!
আপনার কথা মনে এবং স্মরণে সদা জাগ্রত।
আপনার বইটিও শীঘ্রই প্রকাশের মুখ দেখবে ইনশাআল্লাহ।
: :
মন্তব্য করতে লগইন করুন