আপনি কি পাবলিকেশন্স ব্যবসায় সম্পৃক্ত হতে চান?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৭:০৭ রাত



স্বাধীনভাবে নতুন উদ্যোক্তা হতে আগ্রহী কিংবা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাচ্ছেন এমন ব্যক্তিদের পাবলিকেশন্স ও বুক সেন্টার স্থাপন হতে পারে একটি সুন্দর উপায়। রুচি ও চিন্তার সাথে সামঞ্জস্যশীলতার বিষয়টি বিবেচনা করলে লেখক, সাহিত্যিক ও চিন্তাশীল কাজের সাথে যুক্ত যে কারো স্বাধীন চিন্তার ও কাজের একটি চমৎকার ক্ষেত্র হতে পারে প্রকাশনা বা পাবলিকেশন্স।

অন্য ব্যবসার মতো হঠাৎ অধিক মুনাফা আর একটু পরে হাওয়া এমন সুযোগ বা আশংকা এক্ষেত্রে নেই। মান সম্মত প্রকাশনার বর্তমানে খুবই অভাব এবং ভালো চাহিদাও বিদ্যমান। আর দিন দিন এটি বাড়ছে। এক্ষেত্রে স্থানীয় উদ্যোক্তাদেরকে সর্বাধিক সুবিধা ও সহযোগিতা প্রদান করা হবে ইনশাআল্লাহ। পাবলিকেশন্স বিজনেসে সম্পৃক্ত হতে আগ্রহী যে কেউ যোগাযোগ করতে পারেন। এ ব্যাপারে যে কোনো পরামর্শ ও সহযোগিতা সব সময়ই পাবেন ইনশাআল্লাহ।

প্রকাশনার অঙ্গনে বিগত এক যুগেরও অধিক সময়ের বাস্তবিক অভিজ্ঞতার আলোকে আমার ব্যক্তিগত খান প্রকাশনী আজ একটি উল্লেখযোগ্য স্থানে এসে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহ। এই স্বল্পদৈর্ঘ সময়ে নানাবিধ লাভ-লস এবং পোড়খাওয়া অভিজ্ঞতাও হয়েছে। ইতোমধ্যে আমার প্রতিষ্ঠান থেকে নতুন অনেক লেখকের বই প্রকাশ করা হয়েছে। সামনে শোরুম এর সংখ্যা বৃদ্ধি পেলে আরো অনেককে সুযোগ দেয়া যাবে ইনশাআল্লাহ।

পাবলিকেশন্স ব্যবসার জন্য আমাদের বিবেচনায় বছরের সবচেয়ে ভালো সময় হচ্ছে ডিসেম্বর থেকে মার্চ। এই সময়ে দেশ জুড়ে বিভিন্ন বই মেলা, ইজতেমা, মাহফিল ইত্যাদির কারণে মানুষ বেশি পরিমাণে বই কিনেন।

শতাধিক গ্রন্থ প্রকাশের অভিজ্ঞতা এবং ভিন্ন ভিন্ন বিষয়ের উপর অর্ধশতাধিক মৌলিক ও অনবদ্য প্রকাশনায় সমৃদ্ধ আমার ব্যক্তিগত ব্যবসায়ী প্রতিষ্ঠান খান প্রকাশনী এর জন্য জেলা ভিত্তিক নতুন শো-রুম স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি।

নিজে ইনভেষ্ট করা এবং শো-রুমের মালিক পক্ষের একজন হিসেবে সময় প্রদান এর ভিত্তিতে মাসিক সময় দেয়ার জন্য বেতন বা পারিশ্রমিক এবং শো-রুমের সেল এর উপর লাভেরও একটি উল্লেখযোগ্য অংশ উদ্যোক্তাকে দেয়া হবে ইনশাআল্লাহ। আগ্রহীদেরকে নিচের মেইলে যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।

জাযাকুমুল্লাহ।

বিষয়: বিবিধ

১১৪৪ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

291568
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো লেখাটা। ব্যবসা বাণিজ্য করা হালাল যদি ঠিকমত করা যায়। আপনার উদ্যোগকে স্বাগত জানাই। অন্তত কিছু লোকের কর্মসংস্থান হবে। Rose Rose
০৫ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৯
235195
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য জাযাকাল্লাহ।

শুধু চাকরী আর বিদেশ যাওয়ার প্রবণতা বাদ দিয়ে একটু চেষ্টা করলে দেশেই কিছু করা সম্ভব।

আজকাল মানুষ অবলিলায় ৫-১০ লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি করে সামান্য বেতনের অথবা প্রাণের ঝুকি নিয়ে বিদেশ যায়, অথচ সেই অর্থে সে চাইলে দেশেই ক্ষুদ্র বা মাঝারী ব্যবসা করে মোটামুটি চলতে পারতো।

আল্লাহ সকলকে হালাল রিযক ও উপার্জন করার তাওফীক দিন। আমীন।
291569
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:০৩
অনেক পথ বাকি লিখেছেন : আপনার মত চিন্তা যদি সবাই করতো তাহলে তো দেশে এত বেকার আর হানাহানি মারামারি থাকতো না। সবাই আপনার মত করে ভাবুক সেটাই কামনা করি। আপনার এই প্রচেষ্টা আল্লাহ কবুল করুন আমিন। হতাশ হবেন না চেষ্টা চালিয়ে যান সফল একদিন হবেনই ইনশাআল্লাহ। Praying
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১১
235196
মাই নেম ইজ খান লিখেছেন : এই পথ অনেক কঠিন। তবে দৃঢ়তা নিয়ে লেগে থাকলে আল্লাহ অল্পের মধ্যে যে পরিতৃপ্তি দান করেন তা অন্য সীমাহীন প্রাচুর্যের মাঝেও পাওয়া যায় না।

আল্লাহ আপনাদের দু'আ কবূল করুন। আমীন।
291582
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২০
শেখের পোলা লিখেছেন : আপনার ও আপনার প্রকাশনির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি৷ ভাল পরামর্শের জন্য আল্লাহ আপনাকে দলা দেবেনে৷ ধন্যবাদ৷
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১২
235234
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আপনাদের দু'আ কবূল করুন। Good Luck Good Luck
291585
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১২:৪৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : পাবলিকেশন্স বরতে এখন কিন্তু শুধু বই বুঝালে হবেনা!!
সিডি এবং সফটওয়্যার ও যুক্ত করতে হবে।
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১২
235235
মাই নেম ইজ খান লিখেছেন : সহমত। Good Luck Good Luck
291593
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৩০
দ্য স্লেভ লিখেছেন : জাজাকাল্লাহ। আল্লাহ আপনার উপর রহমত বর্ষন করুন
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১২
235236
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। আমীন।
291597
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৫৪
রফিক ফয়েজী লিখেছেন : মাশাআল্লাহ ভাল একটি উদ্যেগ ও পরামর্শ।আল্লাহ কবুল করুক।আমিন।
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৩
235237
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর মন্তব্য ও আন্তরিক দু'আর জন্য জাযাকাল্লাহ।
291638
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৮
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার প্রকাশনি হোক দেশের শ্রেস্ঠ প্রকাশনি এ প্রত্যাশা সম সময়ের জন্য। ধন্যবাদ।
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫২
235257
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ Happy Praying Praying
291639
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:৩৯
কাহাফ লিখেছেন :
সুন্দর একটি আয়োজন!
ইনশা আল্লাহ যোগাযোগের ইচ্ছা রইল!
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
235258
মাই নেম ইজ খান লিখেছেন : অপেক্ষায় রইলাম।

আন্তরিক ধন্যবাদসহ Good Luck Good Luck
291658
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:০৮
নিমু মাহবুব লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose Good Luck Good Luck Good Luck Good Luck Rose Rose Rose Rose
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
235259
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ। Good Luck Good Luck
১০
291666
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ০৯:৫৯
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগল,ধন্যবাদ
০৬ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
235260
মাই নেম ইজ খান লিখেছেন : তাই? :Thinking :Thinking Frustrated Frustrated
০৬ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৫৪
235335
মাই নেম ইজ খান লিখেছেন : হ্যারিকে হারিকনে জ্বালিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না...
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:০২
235408
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : হারিকেন এর প্রয়োজন শেষ হয়েগেছে, তাই গুটিয়ে নিতেই ব্যস্ত!
০৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৩৪
235413
মাই নেম ইজ খান লিখেছেন : আমরা তো লোডশেডিং এ অন্ধকারে আছি! আমাদের কি হপে?Crying Crying Crying
০৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৭:০৬
235498
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : চিন্তার কিছু নেই Frustrated চার্জলাইট বা মোমবাতি তো আছেই! Talk to the hand

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File