নাস্তিক, কাফির ও পাপাচারীদের মৃত্যুর ভয়ংকর অবস্থা (পরকালের পথে যাত্রা' বই থেকে -পর্ব 6)

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ নভেম্বর, ২০১৪, ০৭:৫৬:২৯ সন্ধ্যা



পূর্ব প্রকাশের পর:

...وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح

অর্থ: “পক্ষান্তরে মানুষের মধ্যে যারা পাপাচারী এবং অবিশ্বাসী, তারা যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করে, তখন আসমান থেকে তার কাছে ভীষণ কুচকুচে কালো চেহারার ফেরেশতারা খসখসে কফিন নিয়ে আগমন করে যেটা আমদানি হয়েছে জাহান্নাম থেকে। তারা এসে তার দৃষ্টিসীমার মধ্যেই পাশে বসে। এরপর আসেন মৃত্যুর ফেরেশতা। তিনি এসে পাপী ব্যক্তির মাথার কাছে বসে বলেন, “হে পাপী আত্মা! আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলার ক্রোধ এবং রোষের দিকে ছুটে আয়।”

তাকে বলা হয়, তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহর ক্রোধ অপেক্ষা করছে।

যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন তার আত্মা দেহের মধ্যে ছুটে বেড়াবে আর সে বের হয়ে আসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতারা তখন তার আত্মাকে খপ করে ধরে টানতে টানতে নিয়ে যাবে, ভেজা পশমের মধ্য থেকে কাটাঁযুক্ত একটি ডালকে টেনে বের করতে গেলে যেমন অবস্থা হয় তেমনই অবস্থা হয় তখন ঐ পাপী ব্যক্তির।

(ভেবে দেখুন, আপনার কাছে কাঁটাময় কিছু একটা আছে, যেটাকে আপনি ভেজা পশমের মধ্য থেকে টেনে বের করে আনতে চাচ্ছেন! এটা সবকিছু ছিঁড়েই ফেলবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যখন এই আত্মাকে টেনে বের করা হবে তখন যেন এটা মাংস এবং স্নায়ুকে ছিঁড়ে ফেলবে, কারণ এই আত্মা শরীর থেকে সহজে বের হতে চাইবে না। কষ্ট আর দুর্ভোগ! এমনই হবে পাপাচারী আত্মার পরিণতি।)

এরপর ফিরিশতারা তার রুহকে খপ করে ধরে ফেলবে। একবার ধরার পর আর তাকে সামান্যতমও ছাড়বে না। এরপর তাকে সেই খসখসে কাপড়ের মধ্যে পেচিয়ে নিবে। তার থেকে ভীষণ দূর্গন্ধ ছড়াতে থাকবে। যমীনের উপর পরে থাকা পঁচা মড়কের থেকে যেমন দুর্গন্ধ বের হয়।

এরপর তাঁরা সেই পাপীর রূহ নিয়ে আসমানের দিকে উঠতে থাকবে। তাঁরা যেই ফিরিশতার কাছ দিয়েই অতিক্রম করবে তারাই জিজ্ঞাসা করবে, কে এই অভিশপ্ত ও পাপাত্মা?

অতঃপর ফেরেস্তাগণ বলবে, এ হচ্ছে অমুকের পুত্র অমুক! তার সর্বচে’ নিকৃষ্ট নাম ধরে বলবে, যে নামে তাকে দুনিয়ায় ডাকা হত। এবার তার জন্য আসমানের দুয়ার খুলে দিতে বলা হবে।

কিন্তু, তার জন্য আসমানের কোন দুয়ারই খোলা হবে না। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ আয়াত তেলাওয়াত করেন,

إِنَّ الَّذِينَ كَذَّبُوا بِآَيَاتِنَا وَاسْتَكْبَرُوا عَنْهَا لا تُفَتَّحُ لَهُمْ أَبْوَابُ السَّمَاءِ وَلا يَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى يَلِجَ الْجَمَلُ فِي سَمِّ الْخِيَاطِ وَكَذَلِكَ نَجْزِي الْمُجْرِمِينَ.

অর্থ: “নিশ্চয়ই যারা আমার নিদর্শনাবলীকে অস্বীকার করে এবং অহংকার করে মুখ ফিরিয়ে নেয়, তাদের জন্য আসমানের দুয়ারগুলো খুলে দেয়া হবে না। আর তারা জান্নাতেও প্রবেশ করতে পারবে না; যতক্ষণ না উষ্ট্রিকে সূচাগ্র দিয়ে প্রবেশ করানো সম্ভব হয়। এভাবেই আমি অপরাধীদের শাস্তি দিয়ে থাকি।” (সূরা আ 'রাফ, আয়াত ৪০)

তখন আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা বলবেন, তার আমলনামা যমীনের সর্বনিম্ন স্তরে অবস্থিত ‘সিজ্জিনে’ লিখে রাখো!

এরপর তার (নাপাক) আত্মাকে (সেখান থেকে) প্রচন্ডভাবে নিক্ষেপ করা হবে (যমিনের দিকে)। অতঃপর তার রূহ ফিরে আসবে (কবরে) পুনরায় তার দেহে। এবার তার নিকটে দুই ফেরেস্তা আসবেন এবং তাকে তুলে বসিয়ে বলবেন: “বলো কে তোমার রব?”

সে বলবে, “হায়, হায়! আমি তো কিছুই জানি না!”

ফেরেস্তাদ্বয় আবার বলবেন, “বলো তোমার দ্বীন কী? '

সে হলবে, “হায়, হায়! আমি তো কিছুই জানি না!”

আবার ফেরেস্তাদ্বয় বলবেন, “ঐ ব্যক্তি কে, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল?”

সে (একইভাবে উদ্বিগ্ন হয়ে) বলবে, হায়, হায়! আমিতো কিছুই জানি না!

তখন আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, ‘আমার এ বান্দা মিথ্যে বলেছে। অতএব, তাকে জাহান্নাম থেকে (আগুনের) বিছানা বিছিয়ে দাও! তার জন্য জাহান্নামের দিকে একটি দরজা খুলে দাও! অতএব (জাহান্নামের এ দরজা দিয়ে) তার কাছে জাহান্নামের প্রচন্ড উত্তাপ ও বিষাক্ত ধোঁয়া আসতে থাকবে এবং তার জন্য তার কবরকে এত সংকীর্ণ করে দেয়া হবে যে, তার এক পাজড়ের হাড় অপর পাজড়ের মধ্যে ঢুকে পড়বে।

এরপর তার নিকট বীভৎস চেহারা বিশিষ্ট, কুশ্রী, কদাকার এক ব্যক্তি উপস্থিত হবে। তার ময়লা, দুর্গন্ধযুক্ত পোশাক থেকে (অসহনীয়) দুর্গন্ধ বের হতে থাকবে। সে তাকে এসে বলবে, “তোমার জন্য পীড়াদায়ক (বিপদের) দুঃসংবাদ গ্রহণ কর! এটাই তোমার সেই দিন, যার প্রতিশ্র“তি তোমাকে দেয়া হয়েছিল।”

(এ কথা শুনে) সে বলবে, “কে তুমি? তোমার যে চেহারা, তা দেখেই মনে হয় যে এরূপ দুঃসংবাদ দেয়ার জন্যই তোমার সৃষ্টি। তুমি কে?”

(প্রতি উত্তরে) আগন্তুক বলে— আমি তোমার নিকৃষ্ট বদ আমল!

তখন ঐ (নাপাক) রূহ বলবে, হে প্রভু! কিয়ামত আর কায়েম করো না!” (সুনানু আবূ দাউদ, সুন্নাহ অধ্যায়, কবরের অবস্থা পরিচ্ছদ, মিশকাতুল মাসাবীহ)

পরকালীন সফরের সূচনার এই মুহূর্তে মু’মিন ব্যক্তিরাও চিন্তিত থাকবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে প্রশান্তি দেবেন এবং তাদের সুসংবাদ দেবেন। আল্লাহ তা’আলা পবিত্র কুর’আনে এই সুসংবাদ দিয়ে বলেন,

إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلائِكَةُ أَلا تَخَافُوا وَلا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ.

অর্থ: “নিশ্চয়ই যারা বলে, আমাদের পালনকর্তা আল্লাহ, অতঃপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে তাদের মৃত্যুর আগ মুহূর্তে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না এবং তোমাদের প্রতিশ্র“ত জান্নাতের সুসংবাদ শোন।” (সূরা ফুস্িসলাত, আয়াত ৩০)।

অর্থাৎ মু’মিনদের আত্মা যখন ইহতিদার পর্যায়ে থাকবে তখনই তাদেরকে মৃত্যুর ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিবেন।

এই সুসংবাদ দেয়া হবে কাদেরকে?

আল্লাহ বলছেন, “যারা বলেছে আমাদের রব হচ্ছেন আল্লাহ”,

এবং এরপর যারা তাদের এই কথার উপর দৃঢ় ছিল। অর্থাৎ এরা হল সেই সব লোক, যারা আল্লাহকে রব হিসেবে স্বীকার করেছে, দ্বীনের সরল পথ বাদ দিয়ে বামে-ডানের বক্রপথে চলার অপচেষ্টা করেনি, মসজিদে একদিন আর বাইরে ৬ দিন, নাইটক্লাবে একদিন আর ইতি’কাফে পরের দিন, রোযা রেখে একদিন আর বাকি দিন মদ খেয়ে কাটানো -এমনটি যারা করে নি (এই সুসংবাদ দেয়া হয়েছে তাদের জন্যই)।

আর যারা ছিল পাপাচারী, আল্লাহ তাদের ব্যাপারে বলেন,

وَلَوْ تَرَى إِذْ يَتَوَفَّى الَّذِينَ كَفَرُوا الْمَلائِكَةُ يَضْرِبُونَ وُجُوهَهُمْ وَأَدْبَارَهُمْ وَذُوقُوا عَذَابَ الْحَرِيقِ.

অর্থ: “আর হে নবী! আপনি যদি পাপাচারীদের সেই সময়ের অবস্থা দেখতেন, যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে; প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাদদেশে আর বলে, জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। এই হলো সে সবের বিনিময় যা তোমরা পূর্বে পাঠিয়েছ নিজের হাতে। বস্তুত এটি এ জন্য যে, আল্লাহ বান্দার উপর যুলুম করেন না।” (সূরা আনফাল, আয়াত ৫০)

এই আয়াতে বলা হচ্ছে, ফেরেশতারা তাকে প্রহার করতে থাকবে এবং বলতে থাকবে, তুমি জাহান্নামে যাচ্ছ তোমার কাজের প্রতিফল হিসেবে এবং আল্লাহ তোমার উপর কোন অবিচার করেন নি, বরং তুমিই নিজের হাতে যা কামিয়েছ তার ফলস্বরূপ তোমার আজ এই অবস্থা।

চলবে...

বিষয়: বিবিধ

১৩৭৫ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

287679
২৪ নভেম্বর ২০১৪ রাত ১১:০৪
আফরা লিখেছেন : কি ভয়ংকর !! আল্লাহ মাফ করুন ।
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
231483
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের ক্ষমা করুন। আমীন।
287725
২৫ নভেম্বর ২০১৪ সকাল ০৫:৪৪
শেখের পোলা লিখেছেন : অনেকদিন পর আপনার মূল্যবান লেখা পেেলাম৷ ধন্যবাদ৷
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১০:৪৬
231484
মাই নেম ইজ খান লিখেছেন : খুব বিব্রতকর কিছু ঝামেলায় আছি। দু'আ প্রার্থী।
287766
২৫ নভেম্বর ২০১৪ সকাল ১১:২৬
ফেরারী মন লিখেছেন : আপনাদের ব্লগের নামটা দিন তো প্লিজ।
২৫ নভেম্বর ২০১৪ দুপুর ১২:১৫
231507
মাই নেম ইজ খান লিখেছেন : কেনো ভাই???
http://lighthouse24.org/blog
আপনাকে ফেসবুকে অনেক আগে মেসেজ দিয়েছিলাম, কোনো রিপ্লাই পাই নি। Crying Crying Worried Worried

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File