দেশের বর্তমান পরিস্থিতিতে চিন্তিত আগামী প্রজন্ম (একটি ব্যক্তিগত ছবি ব্লগ)

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৩ মার্চ, ২০১৩, ০৭:০১:১৪ সন্ধ্যা

প্রতিটি নতুন দিন, প্রতিটি নতুন সংবাদই যেন বিষাদে ভরা...



সকালে বাসায় পত্রিকা আসলে সবার আগে তার দখলেই যাবে। পড়তে পারুক আর না পারুক বিভিন্ন ছবি ও রং চং দেখে ঠিকই বুঝে নেয় অনেক কিছু।



আহ! দেশের কি অবস্থা! (সম্ভাব্য মন্তব্য)





এতো আগুন আর রক্ত কেন??????



আয় আল্লাহ কি হবে এ দেশের! কি হবে এ জাতীর! (খানিকটা হতাশা)







হে জালিমরা! একটু সবুর করো। একটু সময় দাও, আমি বড় হয়ে আসছি...



আপাতত: তোমাদের জন্য আমার এই ভেংচি...

বিষয়: বিবিধ

১৪৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File