অনলাইনে ও অফলাইনে কে আপনার ফ্রেন্ড হতে পারে?
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৩ আগস্ট, ২০১৪, ০৭:৪৩:৩১ সন্ধ্যা
মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ হয়ে চলাই তার স্বাভাবিক বৈশিষ্ট্য। একাকী, বিচ্ছিন্ন থাকার মাঝে কোনো আনন্দ নেই। নেই কোনো প্রাপ্তি। জীবন চলতে তাই প্রতিনিয়তই আমরা আমাদের বন্ধু-বান্ধবদের স্মরণাপন্ন হই। যে কোনো সমস্যা, সম্ভাবনা শেয়ার করা ও পরামর্শ পাওয়ার জন্য ভালো ও নিবিড় বন্ধুত্বের বিকল্প নেই।
কিন্তু সমস্যা হচ্ছে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আবেগের আধিক্যের কারণে অনেক সময়ই আমরা প্রকৃত বন্ধুর পরিবর্তে ফেক বন্ধু ও উপকারী বন্ধুর চাইতে ক্ষতিকর বন্ধুকেই গ্রহণ করে ফেলি। ফলে তেতুল গাছ থেকে যেমন আম আশা করা যায় না, তেমনি ফেক ও ক্ষতিকর বন্ধুর কাছ থেকেও উত্তম পরামর্শ ও সহযোগিতা পাওয়া যায় না। বরং কাঁটা সমৃদ্ধ গাছের থেকে যেমন কাঁটার আঁচড়ই একমাত্র প্রাপ্তি তেমনি ফেক ও ক্ষতিকর বন্ধুর কাছ থেকেও পাওয়া যায় ক্ষতিকর প্রস্তাব, বিধ্বংসী আচরণ।
এজন্যই প্রিয়নবী সা. তার এক হাদীসের মাঝে ইরশাদ করেছিলেন-
عن أبي هريرة - رضي الله عنه - قال : قال رسول الله - صلى الله عليه وسلم - :
" المرء على دين خليله ، فلينظر أحدكم من يخالل " .
অর্থ: “মানুষ তার বন্ধুর দীন, (বিশ্বাস, স্বভাব ও দোষ গুণের) দ্বারা প্রভাবিত হয়। সেটাকে গ্রহণও করে ফেলে। সুতরাং তোমরা বন্ধু নির্বাচনের ক্ষেত্রে খেয়াল করে দেখো কে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করছো।” (মুসনাদে আহমাদ, আবূ দাউদ)
সুতরাং অফলাইনের পাশাপাশি অনলাইন ও ফেসবুকেও বন্ধু বা ফ্রেন্ড বানানোর আগে আমাদের বিষয়টি ভেবে দেখা দরকার।
আল্লাহ আমাদের বোঝার ও আমল করার তাওফীক দিন। আমীন।
বিষয়: বিবিধ
৯৬২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন