বহুবিধ সীমাবদ্ধতা, তারপরও এগিয়ে চলা...

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ জুলাই, ২০১৪, ০৫:৩৮:৩১ সকাল



এই রমজানের শুরু থেকেই অনেক গুলো ব্যস্ততা যাচ্ছে। তার মধ্যে মোহনা টিভিতে সম্প্রচারিত 'লাইট হাউজ আলোকিত পথ' অনুষ্ঠানের ব্যস্ততাটিই সব চাইতে বেশি। বিশেষত: টিভি মিডিয়াতে পুরো মাস জুড়ে একটি অনুষ্ঠান সম্প্রচার করার জন্য যেই পরিমাণ বিজ্ঞাপন ও তার বিল কিংবা পার্সোনাল আর্থিক সঙ্গতি থাকা দরকার তার প্রায় কিছুই আমাদের নেই। তারপরও মহান আল্লাহর উপর তায়াক্কুল করে অনেকটা আবেগের প্রাধান্যেই সিদ্ধান্ত নেয়া হলো টিভিতে প্রোগ্রাম করার। অনুষ্ঠান এখনও চলছে। ঈদের আগ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ।

কিন্তু এই অনুষ্ঠানটিকে ঘিরে আমাদের যেই তিক্ত মধূর অভিজ্ঞতা হয়েছে তা ছোট খাটো এক উপাখ্যান হতে পারে। যাদের থেকে বিজ্ঞাপন বা সহযোগিতার আশা ছিলো তাদের প্রায় অধিকাংশই সুন্দর একটি হাসি দিয়ে বিদায় নিয়েছেন। আমরাও কেষ্টমুখে ফিরতি হাসি দিয়ে ফিরে এসেছি। নিজের প্রকাশনী শূন্য করে ও বেশ কিছু ঋণ করে এখন পর্যন্ত চলছে। বাকিটাও আল্লাহ হয়তো একভাবে না একভাবে ব্যবস্থা করে দিবেন বলেই বিশ্বাসী সেই মহান সত্ত্বার উপর। আমাদের ভরসা একমাত্র মহান আল্লাহর উপর।

অনেক গুলো বিষয়ে লেখা আবশ্যক হয়ে আছে। আমাদের অনুষ্ঠানে আসাকে কেন্দ্র করে শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসূফ ও মুফতী লুৎফর রহমান ফরায়েজী ভাইয়ের বক্তব্য বিবৃতি এর অন্যতম। বাড়াবাড়ি ও ছাড়াছাড়িই এই উম্মাহর সবচাইতে বড় ক্ষতি করেছে। বিশেষত: মুসলিমদের আভ্যন্তরীণ দ্বন্দ ও বিভেদ সৃষ্টির পেছনে এটি খুবই ক্ষতিকর এক উপাদান।

লুৎফর ভাইয়ের লেখা ও স্ট্যটাস এও বেশ কিছু অতিরঞ্জন আছে। অনেক ক্ষেত্রে আবেগের আধিক্যে অনেক সামান্য বিষয়কেও লুৎফর ভাই বড় করে ফেলেন যা দু:খজনক। এগুলো আমি সরাসরি তাকে বলেছিও।

একইভাবে আহলে হাদীস ও শায়খ আব্দুর রাজ্জাক সাহেবও এর বাইরে নন। বিশেষত: আমাদের অনুষ্ঠান বিষয়ে আব্দুর রাজ্জাক সাহেবের পক্ষ থেকে পাওয়া সীমাহীন অসহযোগিতা ও তার মাঝে বিদ্যমান পর্যাপ্ত অহংকার অস্বীকার করার কোনো উপায় নেই।

আল্লাহ যদি মানসিক সামান্য স্থিরতা দান করেন তবে আশা করি শীঘ্রই পর্যায়ক্রমে এসকল বিষয়ে কলম ধরবো।

সকলের দু'আ প্রার্থী।

বিষয়: বিবিধ

১২২০ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

247726
২৪ জুলাই ২০১৪ সকাল ০৬:১৬
সন্ধাতারা লিখেছেন : May Allah give you more strength, patience and enery.Jajakallah khair
২৪ জুলাই ২০১৪ সকাল ০৬:৫৫
192349
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাদের দু'আ আর উৎসাহই আমাদের কন্টকাকীর্ণ পথে চলার অন্যতম সহায়ক চার্জ।

জাযাকাল্লাহ।
247745
২৪ জুলাই ২০১৪ সকাল ০৯:০৩
মোহাম্মদ নূর উদ্দীন লিখেছেন : বুঝলাম কিন্তু ক্লিয়ার হলাম না । উল্লিখিত নামের লোকদের অতটা পরিচয় নেই আমার সাথে । কিন্তু খারাপ একটি ধারনা নিয়ে পরিচিত হলাম কিনা !! তাই দূঃখবোধ !

শায়খ মতিউর রহমান মাদানি সাহেবের নাম উল্লেখ করেই বলছি !! কারন উনি মিডিয়ার কল্যানে পরিচিত । এ লোকটার আক্বিদার বয়ান শুনলে মনে হবে দুনিয়াতে সউদ বংশ আর আহলুস সুন্নাহ ওয়াল জামায়াত পরিচয় দানকারীরা ছাড়া সবার আক্বিদাই ভ্রষ্ট । আক্বিদার ওয়াজে এত পরিমান সমালোচনা করেন উনি, যত ভালো ওয়াজই করেন আমি সব জায়গায় শুধু গীবতের গন্ধ পাই । কারন মানুষকে সংশোধন করতে হলে নাজেহাল করতেই হবে । বিশ্রী অংগ ভংগী দিয়ে কথা বলতে হবে এটি কোন ধরনের সহীহ আক্বিদা বুঝে আসেনা ।
২৪ জুলাই ২০১৪ দুপুর ১২:১৫
192420
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।

এ বিষয়ে আরেকটি লেখা দেয়ার ইচ্ছা আছে।
সালাফী ও আহলে হাদীসের কিছু ভাইদের অতি আবেগ আর নিজেকে সবার চাইতে বেশি মুওয়াহহিদ আর সহীহ প্রমাণের প্রবণতা খুবই দু:খজনক।

এক্ষেত্রে সবার চাইতে এগিয়ে আছেন মতিউর রহমান মাদানী সাহেব। উনার অনেক আলোচনায়ই মিথ্যার আশ্রয় নেয়া হয়েছে তার মতের সাথে মিলে না এমন আলিমদেরকে হেয় করার জন্য। আর অংগ-ভঙ্গির কথা তো বলাই বাহুল্য।

এভাবে বিভেদই বাড়ে ইসলামের দাওয়াত প্রসারতা পায় না, সর্বোচ্চ ব্যক্তিগত শায়খ হওয়া আর একটি শ্রেণীর কাছে পন্ডিত হওয়া যেতে পারে।
247803
২৪ জুলাই ২০১৪ দুপুর ০১:০০
দ্য স্লেভ লিখেছেন : আমার অভিমত হল, এসব নিয়ে না লেখাই উত্তম্ । বরং আল্লাহ আমাদের জ্ঞানের অহংকার দূর করুক এই দোয়া করতে হবে। এসব নিয়ে আর অযথা কথা বলে লাভ কি ! ভুলে যান। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক !
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৪:০৮
192457
মাই নেম ইজ খান লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

তবে কিছু বিষয় মনে হয় লেখা দরকার। কাউকে আক্রমণ বা খাটো করার জন্য নয়। বাস্তবতা উপলব্ধি ও আমাদের এসলাহের জন্য।
247819
২৪ জুলাই ২০১৪ দুপুর ০২:০৫
সুশীল লিখেছেন : কেন হুজুর। মাল পানি ভালৈ তুলেছেন
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৪:১১
192458
মাই নেম ইজ খান লিখেছেন : হ্যাঁ। ৩ লাখ টাকার মতো ঋণের তলে মাল পানি ভালৈ।
আপনারা এগিয়ে আসলে আমাদের লসের পরিমাণটা কম হতো। সামনে উদ্যোগ নেন কিছু মাল-পানি আমিই দিবো ইনশাআল্লাহ। :Thinking :Thinking :Thinking
247858
২৪ জুলাই ২০১৪ বিকাল ০৫:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। অনুষ্ঠানটি ভালই হয়েছে। আর আমাদের যা স্বভাব তাতে এই ধরনের ঝগড়া সব সময় চলতেই থাকবে।
২৫ জুলাই ২০১৪ দুপুর ১২:৪১
192597
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আমাদের ঝগড়া কমিয়ে একত্রে চলার তাওফীক দিন, আমীন।
247940
২৪ জুলাই ২০১৪ রাত ১১:৪৫
বৃত্তের বাইরে লিখেছেন : আলহামদুলিল্লাহ্‌ অনেক ভাল উদ্যোগ। ভাল কিছু করার জন্য সাহসের দরকার। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন !
২৫ জুলাই ২০১৪ দুপুর ১২:৪২
192598
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ আপনাদের দু'আ কবূল করুন। আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File