ইনশাআল্লাহ টিভি মিডিয়ায় শীঘ্রই আসছি আমরা...
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৯ মে, ২০১৪, ০৫:১৫:২৭ বিকাল
বেশ কয়েক বছর পর আবারও যেতে হচ্ছে টেলিভিশন মিডিয়ায়। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও শুধু প্রিন্ট মিডিয়ায় আর থাকা হচ্ছে না। প্রিন্টের পাশাপাশি এবার টিভি মিডিয়াতেও কিছু কাজ করতে হবে।
আগামী রমজান উপলক্ষ্যে ১ম রমজান থেকে ৩০ রমজান বিকাল ৫ টা থেকে ৫:২৫ পর্যন্ত মোহনা টেলিভিশনে লাইট হাউজ ''আলোকিত পথ'' (ইসলাম ও সমকালীন প্রসঙ্গ নিয়ে টকশো জাতীয় আলোচনা) অনুষ্ঠানের শূটিং ও রেকর্ডিং শুরু হচ্ছে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ।
আলোকিত পথ অনুষ্ঠানটি একই সাথে সম্প্রচারিত হবে- নিজস্ব ওয়েব সাইট http://lighthouse24.org/ ফেসবুকে আমাদের নিজস্ব পেজে https://www.facebook.com/alorminar24
ইউটিউবে আমাদের নিজস্ব চ্যানেল https://www.youtube.com/channel/UCFGSdQoHKni7WGfKpkgsQgg
এবং সিডি, ভিসিডি আকারে পুরো অনুষ্ঠানের ভিডিও হুবহু সম্প্রচার করা হবে।
সকলের কাছে আন্তরিক দু'আ প্রার্থী।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দেখা যাক...
আচ্ছা চেষ্টা করতে তো দোষ নেই। দেখি না কিছু হয় নাকি! <:-P <:-P
মন্তব্যের জবাব কেন পাইনা?(লাইট হাউজ)
কমেন্ট
সাথে সাথে জবাব (টুডে)
রহস্যটা বুঝলাম না।
সাফল্য কামনা করছি।
কোন নামকরা চ্যানেল ম্যানেজ করতে পারেন নাই , এই যেমন এনটিভি, বাংলা ভিশন ?
এ বছর শুরু করি। আগামীতে ইনশাআল্লাহ ওই সব নাম করা চ্যানেলেও যাওয়ার ইচ্ছা আছে।
ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন