নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে...
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৬ মে, ২০১৪, ১০:৪১:০৭ সকাল
নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম অবয়বে...
হে মানুষ!
কোন বিষয় তোমাকে তোমার দয়াময় রবের স্মরণ ভুলিয়ে দিলো?
এই আয়াত দু'টি যখনই স্মরণ হয়, মনের মাঝে কেমন যেনো এক অদ্ভুদ হাহাকার বয়ে যায়।
হায় আফসোস!
আমরা মানুষরা কতই না অকৃতজ্ঞ।
যিনি এতো সুন্দর করে আমাদের সৃষ্টি করলেন, এমন অত্যাশ্চর্য জনক চমৎকার দেহাবয়ব দান করলেন। লক্ষ-কোটি নিউরণ আর অকল্পনীয় মেধা শক্তির মাধ্যমে আমাদেরকে দান করলেন পৃথিবীর শ্রেষ্ঠত্ব, আমরা কি না শেষ পর্যন্ত তাকেই ভুলে গেলাম!
لَقَدْ خَلَقْنَا الْإِنْسَانَ فِي أَحْسَنِ تَقْوِيمٍ (4)
সূরা তীন, আয়াত ৪
(يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِ (6) الَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَ (7)
সূরা ইনফিতার, আয়াত 6-7)
বিষয়: বিবিধ
১১১৫ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মানুষ নিজেকে নিয়ে এত ব্যাস্ত যে নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করেনা।
মন্তব্য করতে লগইন করুন