সিবিএফ এর উদ্যোগে আয়োজিত হলো ধূমপান বিরোধী সফল ক্যাম্পেইন
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৮ মার্চ, ২০১৪, ০৬:৫৫:৩২ সন্ধ্যা
সিবিএফ এর উদ্যোগে ও লাইট হাউজ ব্লগের সৌজন্যে আজ সকালে আয়োজিত হলো ধূমপান বিরোধী বিশাল এক সফল ক্যাম্পেইন।
আজ সকাল ৯ : ৩০ মিনিটে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) উদ্যোগে এবং লাইট হাউজ ব্লগের সৌজনে অনুষ্ঠিত হলো ধূমপান বিরোধী এক বিশাল মানব বন্ধন। রাজধানী ঢাকা ও এর আশে-পাশের অর্ধশতাধিক ব্লগারের স্বারম্বর উপস্থিতিতে প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সূদুর চট্টগ্রাম থেকেও চলে আসেন সিবিএফ এর কেন্দ্রীয় আহ্বায়ক বাহার ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম, আব্দুল মাজেদ, ইকবাল হোসাইন ইকু, পরাগ ভাই, ব্লগার ফেলানীর ছোটভাই, সরফুদ্দিন আহমেদ লিংকন, নাঈম ভাইসহ অনেকেই।
সিবিএফ’র আহ্বায়ক আহমদ রশিদ বাহাদুরের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। আরও বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাষানী , সাংবাদিক এম জহিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ হাসান মুকুট, ফয়েজ আহমেদ ও সিবিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। আর এ সচেতনতার জন্যই সিবিএফ’র আজকের মানববন্ধন।
সিবিএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পরিচালনায় এতে অংশ নেন- আইনজীবীদের প্রতিনিধি অ্যাডভোকেট হোসেন আলী সরকার, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, কৃষিবিদদের প্রতিনিধি মোখলেসুর রহমান রুমেল (গবেষক জাবি), ফার্ম্যাসিস্টদের প্রতিনিধি শরফুদ্দিন আহমদ লিঙ্কন, কারেন্ট নিউজের সম্পাদক আবু নাঈম, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, আব্দুল মাজেদ, সিবিএফ’র সদস্য সচিব ওহিদুল ইসলাম শ্যামল, প্রবাসিদের পক্ষ থেকে মনিরুল ইসলাম প্রমুখও বক্তব্য রাখেন।
মোস্তফা কামাল মজুমদার বলেন, ধূমপানে স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেকেই বলেন, আমিতো ধূমপান করি, কিন্তু আমারতো ক্যান্সার হয়নি। কথাটি সঠিক নয়, ধূমপান ধীরে ধীরে ক্যান্সারসহ নানান রোগের জন্ম দেয়।
অনুষ্ঠানের আরো কয়েকটি ছবি:
সিবিএফ’র মানববন্ধনে মিডিয়া পার্টনার ছিল- দৈনিক সংবাদ, প্রাইম নিউজ.কম.বিডি, মাসিক বিক্রমপুর, লাইট হাউজ। স্পন্সর ছিল লেটস গো টুরিজম।
ফুল বিতরণ থেকে বাদ যায়নি পুলিশ ভাইরাও। তাদেরকেও শুভেচ্ছা জানানো হয়েছে।
প্রাইম নিউজ বিডিতে মিডিয়া কাভারেজ:
http://primenews.com.bd/bangla/details/60828
শীর্ষ নিউজে মিডিয়া কাভারেজ: http://www.sheershanews.com/2014/03/28/3087
সিবিএফের সাথে কাজ করতে চাইলে সকলে আমাদের পেজে লাইক দিন: https://www.facebook.com/bdcbf
বিষয়: বিবিধ
১৪৮০ বার পঠিত, ৪০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বুঝলাম না!
আপনাকে এবং জামালুদ্দীন ভাইকে খুবই সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ।
তবে দু:খ লাগে যখন অনলাইনে ও বাসায় বসে সহজে করার মতো গবেষণাতেও আপনাদের অনুপস্থিতি ও অনীহা দেখা যায়!
বুদ্ধিবৃত্তিক অনেক কাজ পরে আছে
আপনারা তো মহাব্যস্ত! : :
তা ভাই সাহেব আপনার দৈনিক কয়েক প্যাকেট লাগে?
) )
এতো কষ্টের টাকা শেষ পর্যন্ত মানুষ যে কিভাবে আগুনে পোড়ায়!
সিবিএফ এগিয়ে চলুক
আশা করি ফেসবুকে কথা হবে...
প্রাণবন্ত মানব বন্ধন।
আলহামদুলিল্লাহ।
মন্তব্য করতে লগইন করুন