সিবিএফ এর উদ্যোগে আয়োজিত হলো ধূমপান বিরোধী সফল ক্যাম্পেইন

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৮ মার্চ, ২০১৪, ০৬:৫৫:৩২ সন্ধ্যা





সিবিএফ এর উদ্যোগে ও লাইট হাউজ ব্লগের সৌজন্যে আজ সকালে আয়োজিত হলো ধূমপান বিরোধী বিশাল এক সফল ক্যাম্পেইন।



আজ সকাল ৯ : ৩০ মিনিটে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে কমিউনিটি ব্লগারস ফোরাম (সিবিএফ) উদ্যোগে এবং লাইট হাউজ ব্লগের সৌজনে অনুষ্ঠিত হলো ধূমপান বিরোধী এক বিশাল মানব বন্ধন। রাজধানী ঢাকা ও এর আশে-পাশের অর্ধশতাধিক ব্লগারের স্বারম্বর উপস্থিতিতে প্রাণবন্ত এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি। সূদুর চট্টগ্রাম থেকেও চলে আসেন সিবিএফ এর কেন্দ্রীয় আহ্বায়ক বাহার ভাই। এছাড়াও উপস্থিত ছিলেন ওহিদুল ইসলাম, আব্দুল মাজেদ, ইকবাল হোসাইন ইকু, পরাগ ভাই, ব্লগার ফেলানীর ছোটভাই, সরফুদ্দিন আহমেদ লিংকন, নাঈম ভাইসহ অনেকেই।

সিবিএফ’র আহ্বায়ক আহমদ রশিদ বাহাদুরের সভাপতিত্বে জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক মোস্তফা কামাল মজুমদার। আরও বক্তব্য রাখেন, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মোস্তাক আহমেদ ভাষানী , সাংবাদিক এম জহিরুল ইসলাম, সৈয়দ মাহমুদ হাসান মুকুট, ফয়েজ আহমেদ ও সিবিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের আন্দোলনের প্রেক্ষিতে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করলেও বাস্তবে এর প্রয়োগ নেই। এজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। আর এ সচেতনতার জন্যই সিবিএফ’র আজকের মানববন্ধন।

সিবিএফ’র কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব পরিচালনায় এতে অংশ নেন- আইনজীবীদের প্রতিনিধি অ্যাডভোকেট হোসেন আলী সরকার, ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি ইঞ্জিনিয়ার ইমরুল কায়েস পরাগ, কৃষিবিদদের প্রতিনিধি মোখলেসুর রহমান রুমেল (গবেষক জাবি), ফার্ম্যাসিস্টদের প্রতিনিধি শরফুদ্দিন আহমদ লিঙ্কন, কারেন্ট নিউজের সম্পাদক আবু নাঈম, মাওলানা মুহাম্মাদ ইসহাক খান, আব্দুল মাজেদ, সিবিএফ’র সদস্য সচিব ওহিদুল ইসলাম শ্যামল, প্রবাসিদের পক্ষ থেকে মনিরুল ইসলাম প্রমুখও বক্তব্য রাখেন।

মোস্তফা কামাল মজুমদার বলেন, ধূমপানে স্বাস্থ্য ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে। অনেকেই বলেন, আমিতো ধূমপান করি, কিন্তু আমারতো ক্যান্সার হয়নি। কথাটি সঠিক নয়, ধূমপান ধীরে ধীরে ক্যান্সারসহ নানান রোগের জন্ম দেয়।

অনুষ্ঠানের আরো কয়েকটি ছবি:





সিবিএফ’র মানববন্ধনে মিডিয়া পার্টনার ছিল- দৈনিক সংবাদ, প্রাইম নিউজ.কম.বিডি, মাসিক বিক্রমপুর, লাইট হাউজ। স্পন্সর ছিল লেটস গো টুরিজম।



ফুল বিতরণ থেকে বাদ যায়নি পুলিশ ভাইরাও। তাদেরকেও শুভেচ্ছা জানানো হয়েছে।

প্রাইম নিউজ বিডিতে মিডিয়া কাভারেজ:

http://primenews.com.bd/bangla/details/60828

শীর্ষ নিউজে মিডিয়া কাভারেজ: http://www.sheershanews.com/2014/03/28/3087

সিবিএফের সাথে কাজ করতে চাইলে সকলে আমাদের পেজে লাইক দিন: https://www.facebook.com/bdcbf

বিষয়: বিবিধ

১৪৮০ বার পঠিত, ৪০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

199304
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:০৩
নীল জোছনা লিখেছেন : জাজাকাল্লা খায়র... অনেক ভালো উদ্যোগ ভালো লাগলো
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
149128
মাই নেম ইজ খান লিখেছেন : পাশে থাকার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ।
199313
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২৬
সিকদারর লিখেছেন : আস্-সালামু-আলাইকুম ওয়া রহমতুল্লাহ । সুন্দর উদ্যেগ যা ধুমপানের বিরুদ্ধে সাধারন মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে।
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
149129
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
199319
২৮ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:১৮
149127
মাই নেম ইজ খান লিখেছেন : তাই নাকি?

বুঝলাম না!Smug Smug
199332
২৮ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
আহমদ মুসা লিখেছেন : প্রবল আগ্রহ থাকা সত্বেও উপস্থিত হতে পারিনি বিধায় খুবই খারাপ লাগছে। সিবিএফের এমন সমাজ সচেতনাতমূলক কর্মসূচীর মাধ্যমে জনজীবনে ইতিবাচক প্রভাব বিস্তারের মাধ্যমে মানব সমাজ থেকে বিভিন্ন অসংগতিগুলো দূর হয়ে যাক- এই কামনা করি।
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:১৬
150435
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
199336
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:০৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : tired. দু চোখ বুজে আসছে। আগামীকাল এ নিয়ে লেখার ইচেছ আছে ।











২৮ মার্চ ২০১৪ রাত ১০:১৬
149155
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আসলেই! ব্যাগটা যা ভারি ছিল!
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
151232
মাই নেম ইজ খান লিখেছেন : সবুজ ভাই ছিলেন না কি?
০২ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৪
151283
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : সবুজ ভাইয়ের বক্তব্য আপনি বুঝবেননা খান ভাই। এখানে অন্যরকম একটা রহস্য আছে।<:-P
199347
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:২০
বাকপ্রবাস লিখেছেন : যারা অনেক পরিশ্রম করে এমন একটা সফল আয়োজন সমাপ্ত করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন, ভালবাসা এবং আল্লাহর কাছে শুকরিয়া ফুলের সৌরভ সবার কাছে পৌঁছে দেয়া গেছে বলে
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৪
151479
মাই নেম ইজ খান লিখেছেন : আপনার কবিতা কিন্তু পঠিত হয়েছিলো।

আপনাকে এবং জামালুদ্দীন ভাইকে খুবই সুন্দর কবিতার জন্য অনেক ধন্যবাদ।
199363
২৮ মার্চ ২০১৪ রাত ০৯:৫৪
পুস্পিতা লিখেছেন : অনেক কষ্ট করলেন। ধন্যবাদ।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
151480
মাই নেম ইজ খান লিখেছেন : কি যে বলেন!

তবে দু:খ লাগে যখন অনলাইনে ও বাসায় বসে সহজে করার মতো গবেষণাতেও আপনাদের অনুপস্থিতি ও অনীহা দেখা যায়!Waiting Waiting
বুদ্ধিবৃত্তিক অনেক কাজ পরে আছে
আপনারা তো মহাব্যস্ত! :Thinking :Thinking
199384
২৮ মার্চ ২০১৪ রাত ১০:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আলহামদুলিল্লাহ। সফল এই কর্মসূচির সাথে সিবিএফ এগিয়ে যাক আল্লাহর কাছে এটাই প্রার্থনা।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৬
151481
মাই নেম ইজ খান লিখেছেন : আল্লাহ কবূল করুন। আমীন।
199386
২৮ মার্চ ২০১৪ রাত ১০:১৯
ফেরারী মন লিখেছেন : মাওলানাগুলা বিড়ি খাইতে জানে না তাই বিড়ির বিরুদ্ধে লাইগা গেছে। সবগুলা জামাত শিবিরের চ্যালা। কৌশলে রাস্তায় নামার পায়তারা করছে।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
151483
মাই নেম ইজ খান লিখেছেন : হুম!
তা ভাই সাহেব আপনার দৈনিক কয়েক প্যাকেট লাগে?
Winking) Winking)
এতো কষ্টের টাকা শেষ পর্যন্ত মানুষ যে কিভাবে আগুনে পোড়ায়!
১০
199397
২৮ মার্চ ২০১৪ রাত ১০:৫২
এনামুল মামুন১৩০৫ লিখেছেন : আহ!! আমি যাইতে পারলামনা!!
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
151484
মাই নেম ইজ খান লিখেছেন : সামনে টেরাই কইরেনHappy>- Happy>-
১১
199413
২৮ মার্চ ২০১৪ রাত ১১:৩৯
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : অনেক ভালো উদ্যেগ , চালিয়ে যান Rose Rose
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৮
151485
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ।
১২
199479
২৯ মার্চ ২০১৪ রাত ০৩:৩৭
আবু তাহের মিয়াজী লিখেছেন : অনুষ্টানটি সফল করার জন্য আন্তরিক অভিনন্দন Rose Rose
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৯
151486
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
১৩
199559
২৯ মার্চ ২০১৪ সকাল ০৯:০৬
মাই নেম ইজ খান লিখেছেন : সিবিএফের সাথে কাজ করতে চাইলে সকলে আমাদের পেজে লাইক দিন: https://www.facebook.com/bdcbf
১৪
199831
২৯ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০২
আবু আশফাক লিখেছেন : শুরু করার আগে যে ভীতিটা ছিল, প্রথম আয়োজনেই সেটা অনেকাংশে কেটে গেছে আশা করি। এমন সুন্দর সমাপ্তির একটি আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ।
০২ এপ্রিল ২০১৪ সকাল ১১:৫৪
151230
মাই নেম ইজ খান লিখেছেন : অনুষ্ঠানের আগে আয়োজকদের মধ্যে বিরাট টেনশন ছিলো। কিন্তু সৎ সাহস আর অদম্য ইচ্ছার কাছে সকল বাঁধা যে হাওয়ায় মিলিয়ে যায়, বাস্তবেও তাই প্রমাণিত হলো।
১৫
199939
২৯ মার্চ ২০১৪ রাত ০৮:১৯
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার উদ্যোগ Thumbs Up
সিবিএফ এগিয়ে চলুক Praying
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৯
151487
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
১৬
200257
৩০ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
egypt12 লিখেছেন : পাশে আছি থাকবো Happy
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:১৯
151488
মাই নেম ইজ খান লিখেছেন : ইনশাআল্লাহ...
১৭
200724
৩১ মার্চ ২০১৪ দুপুর ১২:৫৬
আব্দুল গাফফার লিখেছেন : চলুক শুভকামনা রইলো Good Luck
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২০
151489
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
১৮
200737
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৪
নজরুল ইসলাম টিপু লিখেছেন : ভাল উদ্যোগ, অবশ্যই সম্মান ও সমর্থন জানাতে হয়। দেশে থাকলে হয়ত আমিও এ ধরনের একটি মহতী কাজে নিজেকে জড়াতে পারতাম। ধন্যবাদ।
৩১ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
150466
আহমদ মুসা লিখেছেন : বিদেশে অবস্থান করেও সমর্থন ও সহযোগিতা করতে পারেন। সিএবফের কেন্দ্রীয় কমিটি গঠিত হচ্ছে। এ ব্যাপারে আপনার মূল্যবান পরামর্শ দিয়ে ও সার্বিক সহযোগিতা করে শরীক হতে পারেন।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২০
151490
মাই নেম ইজ খান লিখেছেন : নজরুল ভাই মাঝে মধ্যে আমাদের সিবিএফ পেজে একটু সময় দিলে অনেক ভালো হবে।

আশা করি ফেসবুকে কথা হবে...
১৯
201474
০২ এপ্রিল ২০১৪ রাত ০২:৪৮
বিদ্রোহী নজরুল লিখেছেন : মাশা আল্লাহ।
প্রাণবন্ত মানব বন্ধন।
০৩ এপ্রিল ২০১৪ রাত ১২:২১
151491
মাই নেম ইজ খান লিখেছেন : শুকরিয়া মহান আল্লাহর দরবারে
আলহামদুলিল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File