দুধ মাখা ভাত শকুনে খায়!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৩:১১ দুপুর
(ছোটকালে পড়া একটি ছড়ার বতমান সময়ানুরূপ সংস্করণ)
জঙ্গি জঙ্গি ডাক পাড়ি
জঙ্গি মোদের কার বাড়ি
আয়রে জঙ্গি ঘরে আয়
দুধ মাখা ভাত শকূনে খায়!
অফ টপিক: গতকাল সন্ধ্যার সময় এক ভাই বলছিলেন জঙ্গি ছিনতাই নাটক না সত্য তা জানা যাবে শীঘ্রই। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আটক রাকিবকে ক্রসফায়ারে দেয়া হয় তাহলে বুঝতে হবে এটি নাটক। আর যদি তাকে জীবত রাখার মতো সৎ সাহস দেখাতে পারে শাসকরা তাহলে এটি সত্য বলে ধরে নেয়া যাবে। এই মাত্র সংবাদ দেখছি রাকিব ক্রসফায়ারে নিহত। মিল্কি হত্যার সেই তারেকের মতো এখানেও মূল সত্য চাপা পড়ে গেলো মনে হচ্ছে। তবে এই জঙ্গি জঙ্গি খেলার নামে শাসকরা খাল কেটে যে শুধু কুমিরই আনছে তা নয় এর সাথে বোনাস হিসেবে আসছে হাঙর, তিমি, অজগরসহ সব ভয়ংকর সাম্রাজ্যবাদী ও প্রতিবেশী হায়েনার দল...
আল্লাহ তুমি আমার প্রিয় মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে রক্ষা করো। আমীন।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বিশ্বজিৎ এর হত্যাকারীরা কিন্তু ক্রসফায়ারে পরে না!
এই নাটকের শেষ হবে কোন নাটকীয়তায় তা আল্লাহই ভালো জানেন।
ঐ আমাদের গা
ঐ খানেতে বাস করে
ভারত মাতার ছা
হা হা হা
তবে সব সত্য বলতে নেই
জঙ্গি মোদের কার বাড়ি
আয়রে জঙ্গি ঘরে আয়
দুধ মাখা ভাত শকূনে খায়!
সেইরাম ভালো লাগলো
জঙ্গি দেখিয়ে কাউকে দুইদিক থেকে মারতে গেলে কখন দেখা যাবে সরকার নিজের গুলি নিজেই খেয়ে গেছে।
মন্তব্য করতে লগইন করুন