দুধ মাখা ভাত শকুনে খায়!

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৩:১১ দুপুর

(ছোটকালে পড়া একটি ছড়ার বতমান সময়ানুরূপ সংস্করণ)

জঙ্গি জঙ্গি ডাক পাড়ি

জঙ্গি মোদের কার বাড়ি

আয়রে জঙ্গি ঘরে আয়

দুধ মাখা ভাত শকূনে খায়!

অফ টপিক: গতকাল সন্ধ্যার সময় এক ভাই বলছিলেন জঙ্গি ছিনতাই নাটক না সত্য তা জানা যাবে শীঘ্রই। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি আটক রাকিবকে ক্রসফায়ারে দেয়া হয় তাহলে বুঝতে হবে এটি নাটক। আর যদি তাকে জীবত রাখার মতো সৎ সাহস দেখাতে পারে শাসকরা তাহলে এটি সত্য বলে ধরে নেয়া যাবে। এই মাত্র সংবাদ দেখছি রাকিব ক্রসফায়ারে নিহত। মিল্কি হত্যার সেই তারেকের মতো এখানেও মূল সত্য চাপা পড়ে গেলো মনে হচ্ছে। তবে এই জঙ্গি জঙ্গি খেলার নামে শাসকরা খাল কেটে যে শুধু কুমিরই আনছে তা নয় এর সাথে বোনাস হিসেবে আসছে হাঙর, তিমি, অজগরসহ সব ভয়ংকর সাম্রাজ্যবাদী ও প্রতিবেশী হায়েনার দল...

আল্লাহ তুমি আমার প্রিয় মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে রক্ষা করো। আমীন।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181831
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৪৪
জেদ্দাবাসী লিখেছেন : বাংলাদেশে একমাত্র জঙ্গি হচ্ছে আওয়ামিলীগ্+ছাত্রলীগ ।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
134614
মাই নেম ইজ খান লিখেছেন : কঠিন সত্য।

বিশ্বজিৎ এর হত্যাকারীরা কিন্তু ক্রসফায়ারে পরে না!
181836
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৪
পুস্পিতা লিখেছেন : এসাইনমেন্টে যে ফেল করবে, তাকে ক্রসফায়ারে দেয়া ছাড়া কোন বিকল্প শেখ হাসিনার হাতে নেই!
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৫
134615
মাই নেম ইজ খান লিখেছেন : নাটকের পর নাটক।

এই নাটকের শেষ হবে কোন নাটকীয়তায় তা আল্লাহই ভালো জানেন।
181846
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:১৪
বাকঝাল লিখেছেন : ঐ দেখা যায় আল কায়দা

ঐ আমাদের গা

ঐ খানেতে বাস করে

ভারত মাতার ছা
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৬
134616
মাই নেম ইজ খান লিখেছেন : বাংলা সিনেমার সস্থা একই স্ক্রিপ্টে একাধিক নাটক ফ্লপ করছে

হা হা হা
181855
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৩
হাবিবুল্লাহ লিখেছেন : এইসব নাটক করে দেশটা লীগেরা ধ্বংস করে দিতে চাচ্ছে। ছাত্রলীগ যতটা হত্যা করেছে গত পাঁচ বছরে এরকম আর কেও করেনি।
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০৭
134617
মাই নেম ইজ খান লিখেছেন : হুম।

তবে সব সত্য বলতে নেই Clown Clown
181857
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২৪
সজল আহমেদ লিখেছেন : বাকশাল
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
138243
মাই নেম ইজ খান লিখেছেন : হুম।
181922
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:১৯
বাংলার দামাল সন্তান লিখেছেন : সবাই এবার রেন্ডিয়াতে লাফ মারি!!!!
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
138244
মাই নেম ইজ খান লিখেছেন : এক সময় তারা তাই করবে মনে হয়...
181939
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩১
নীল জোছনা লিখেছেন : জঙ্গি জঙ্গি ডাক পাড়ি
জঙ্গি মোদের কার বাড়ি
আয়রে জঙ্গি ঘরে আয়
দুধ মাখা ভাত শকূনে খায়!

সেইরাম ভালো লাগলো Thumbs Up Thumbs Up Thumbs Up
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৫
138245
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck
181942
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩৫
ইবনে আহমাদ লিখেছেন : বিষয়টা আপনার মত প্রায় সবাই মনে করে। কিন্তু বিকল্প কী?
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৭
138246
মাই নেম ইজ খান লিখেছেন : প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে জিহাদ, মুক্তিযুদ্ধ এবং গণ বিপ্লব সম্পর্কিত বিষয় গুলোর সঠিক ব্যখ্যা জনগনের সামনে তুলে ধরা। পাশপাশি যারা জঙ্গি জুজু সৃষ্টি করতে চাচ্ছে তাদের বাস্তব বিষয়টিও জাতিকে বোঝানো।
182017
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আল্লাহ তুমি আমার প্রিয় মাতৃভূমিকে সকল ষড়যন্ত্র ও চক্রান্ত থেকে রক্ষা করো। আমীন।
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:১৭
138247
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। আমীন। Praying Praying
১০
182073
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৭:২৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : একটা ভারতিয় সিনেমাতে নাকি দেখান হয়েছিল এক বিপ্লবি নেতা দুই সারি পুলিশ এর মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে আর বন্দুক তুলেও সেই নেতার ব্যাক্তিতের কারনে পুলিশ গুলি করছেনা। কিন্তু সেই সিনেমার হাস্যকর দিকটা লিখেছেন চিত্রপরিচালক তপন সিংহ। দুই দিকে মুখোমুখি দাড়িয়ে দুই পুলিশ গুলি ছূড়লে মাঝের টার্গেট এ না লাগলে পরস্পর এর গায়ে লাগার সম্ভাবনা বেশি।
জঙ্গি দেখিয়ে কাউকে দুইদিক থেকে মারতে গেলে কখন দেখা যাবে সরকার নিজের গুলি নিজেই খেয়ে গেছে।
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২০
138252
মাই নেম ইজ খান লিখেছেন : সেই পরিস্থিতিই সামনে হবে বলে মনে হচ্ছে। সেই যে রাখাল আর বাঘের গল্প আছে না...
১১
182285
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:৫৯
০৪ মার্চ ২০১৪ সকাল ১১:২০
138254
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File