তায়েফে নির্যাতিত প্রিয়নবীর হৃদয়স্পর্শী দুআ
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৫:৩৭ সকাল
তায়েফে নির্যাতিত প্রিয়নবীর হৃদয়স্পর্শী দুআ -যা যে কোনো মুমিনের হৃদয়ে শিহরণ জাগানানোর জন্য যথেষ্ট।
اللهم إني أشكوا إليك ضعف قوتي و قلة حيلتي وهواني علي الناس اللهم إلي من تكلني إلي قريب يتهجمني أم إلي عدو ملكته أمري!
اللهم إن لم يكن بك علي غضب فلا أبالي بما يحدث لي غير أن مغفرتك ورحمتك أوسع لي. اعوذ بنور وجهك الذى اضاءت له الظلمات و صلح عليه امر الدنيا و الاخرة من ان تنزل بى غضبك او يحل على سخطك لك العتبى حتى ترضى و لا حول ولا قوة الا بك
অর্থ: “আয় আল্লাহ! আমি তোমার নিকট আমার দূর্বলতা, অসহায়তা, এবং মানুষের নিকট আমার দাওয়াতের অকার্যকারিত সম্পর্কে আমার আকূতি জানাচ্ছি।
হে দয়াময় দাতা! তুমি দূর্বলদের প্রভূ, তুমি আমারো প্রভূ। তুমি আমাকে কার নিকট ন্যস্ত করেছো?
আমাকে কি এইরূপ কারো কাছে সোপর্দ করেছো যে, আমার সাথে রুক্ষ্ম আচরণ করবে। নাকি কোন শত্র“র হাতে সোপর্দ করেছো যাকে তুমি আমার মালিক করে দিয়েছো?
হে দয়াময় আমার মালিক! অবশ্য তুমি আমার উপর অসন্তুষ্ট না হলে আমার কোনই দুঃখ নেই এবং কোন আফসোসও নেই। তোমার দয়া ও ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত করো, প্রসারিত করে দাও।
(হে প্রিয় বন্ধু আমার!) আমি তোমার সেই আলোকিত সত্ত্বার কাছে আশ্রয় চাই -যার দ্বারা অন্ধকার দূর হয়ে চারদিক আলোকময় হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের সকল কার্যাবলীও যেখান থেকে তার সফলতা খুঁজে নেয়- হে প্রিয়! তুমি আমার উপর রাগ করো না, আমার উপর ক্রোধান্বিত হয়ো না। সকল কিছুই তো তোমারই হাতে ন্যস্ত। সকল ক্ষমতা ও শক্তিও তো কেবলমাত্র তোমারই। তোমার শক্তি ব্যতীত কারো কোন শক্তি নেই।”
বিষয়: বিবিধ
১১৩৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
যাজ্জাকাল্লাহ খায়ের
শেয়ার করার জন্য ধন্যবাদ।
শেয়ার করার জন্য থ্যাংকস।
প্রভুগো, আমি আপনার দরবারে আমার অক্ষমতা নিবেদন করেছি। আমার অযোগ্যতা পেশ করছি । মানুষের উপর আমার প্রভাবহীনতা স্বীকার করছি। আপনি মুস্তাদআফ্দের প্রভ‚। তাই আপনি আমার প্রভ‚, আমি মুস্তাদআফ্। আপনি কার হাতে আমাকে ন্যস্ত করেছেন? আপনি কি আমাকে দুর অজানাদের মাঝে ঠেলে দিচ্ছেন ? না শত্রুর হাতে আমাকে তুলে দিচ্ছেন? আপনি যদি আমার প্রতি বিরাগ না হন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনার কাছে আশ্রয় ও নিরাপত্তা যাচনা করছি। আপনার সন্তুষ্টির আলোকে, আপনার নূরের দিশায় আমি পৃথিবীর অন্ধকার বিদুরণ এবং পরকালের সাফল্য চাই। আমার প্রতি কখনো যেনো আপনার ক্রোধ বা অসন্তুষ্টি অবতীর্ণ না হয়। আপনার দুয়ারে আমার ধর্ণা, যে পর্যন্ত না আপনি আমার প্রতি প্রসন্ন হন। আপনার করুনা ছাড়া আমার আর কোনো শক্তি ও সফলতার কোনো সম্ভাবনা নেই। আমীন\ (বোখারী, মুসলিম, আহমদ)
মন্তব্য করতে লগইন করুন