তায়েফে নির্যাতিত প্রিয়নবীর হৃদয়স্পর্শী দু‌আ

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৪ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:১৫:৩৭ সকাল



তায়েফে নির্যাতিত প্রিয়নবীর হৃদয়স্পর্শী দু‌আ -যা যে কোনো মুমিনের হৃদয়ে শিহরণ জাগানানোর জন্য যথেষ্ট।

اللهم إني أشكوا إليك ضعف قوتي و قلة حيلتي وهواني علي الناس اللهم إلي من تكلني إلي قريب يتهجمني أم إلي عدو ملكته أمري!

اللهم إن لم يكن بك علي غضب فلا أبالي بما يحدث لي غير أن مغفرتك ورحمتك أوسع لي. اعوذ بنور وجهك الذى اضاءت له الظلمات و صلح عليه امر الدنيا و الاخرة من ان تنزل بى غضبك او يحل على سخطك لك العتبى حتى ترضى و لا حول ولا قوة الا بك

অর্থ: “আয় আল্লাহ! আমি তোমার নিকট আমার দূর্বলতা, অসহায়তা, এবং মানুষের নিকট আমার দাওয়াতের অকার্যকারিত সম্পর্কে আমার আকূতি জানাচ্ছি।

হে দয়াময় দাতা! তুমি দূর্বলদের প্রভূ, তুমি আমারো প্রভূ। তুমি আমাকে কার নিকট ন্যস্ত করেছো?

আমাকে কি এইরূপ কারো কাছে সোপর্দ করেছো যে, আমার সাথে রুক্ষ্ম আচরণ করবে। নাকি কোন শত্র“র হাতে সোপর্দ করেছো যাকে তুমি আমার মালিক করে দিয়েছো?

হে দয়াময় আমার মালিক! অবশ্য তুমি আমার উপর অসন্তুষ্ট না হলে আমার কোনই দুঃখ নেই এবং কোন আফসোসও নেই। তোমার দয়া ও ক্ষমাশীলতা আমার জন্য প্রশস্ত করো, প্রসারিত করে দাও।

(হে প্রিয় বন্ধু আমার!) আমি তোমার সেই আলোকিত সত্ত্বার কাছে আশ্রয় চাই -যার দ্বারা অন্ধকার দূর হয়ে চারদিক আলোকময় হয়ে যায়। দুনিয়া ও আখিরাতের সকল কার্যাবলীও যেখান থেকে তার সফলতা খুঁজে নেয়- হে প্রিয়! তুমি আমার উপর রাগ করো না, আমার উপর ক্রোধান্বিত হয়ো না। সকল কিছুই তো তোমারই হাতে ন্যস্ত। সকল ক্ষমতা ও শক্তিও তো কেবলমাত্র তোমারই। তোমার শক্তি ব্যতীত কারো কোন শক্তি নেই।”

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181689
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৪
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আমাদের বুঝার এবং আমল করার তওফিক দান করুন
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
135139
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। আমীন।
181690
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৫
মোঃজুলফিকার আলী লিখেছেন : আমীন। আমীন। সুন্দর কিছু শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
135140
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
181711
২৪ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২২
জেদ্দাবাসী লিখেছেন : সুবহানাল্লাহ! অসাধারন দোয়ার কথা গুলি ।
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
যাজ্জাকাল্লাহ খায়ের
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৯
135142
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
181786
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:৩৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০০
135143
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
181808
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:১১
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : সুন্দর পোষ্ট শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০০
135144
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
181850
২৪ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:২০
হাবিবুল্লাহ লিখেছেন : হে আল্লাহ্‌ আমাদের সবার পক্ষ থেকে এই দোয়া কবুল করুন। আমীন।
শেয়ার করার জন্য ধন্যবাদ।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
135145
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। Good Luck Good Luck Good Luck
181900
২৪ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০৭
সজল আহমেদ লিখেছেন : আমীন।

শেয়ার করার জন্য থ্যাংকস।
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:০১
135146
মাই নেম ইজ খান লিখেছেন : ধন্যবাদ।
182637
২৫ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৫:২৮
মারুফ_রুসাফি লিখেছেন : اللهم إنى أشكوا إليك ضعف قوتي، وقلة حيلتي، وهوانى على الناس، أنت رب المستضعفين وأنت ربي، إلى من تكلني؟ إلى بعيد يتجهمنى؟ إلى عدو ملكته أمرى؟ إن لم يكن بك غضب على ابالى، غير ان عافيتك هي أوسع لي، أعوذ بنور وجهك الذي أشرقت له الظلمات، وصلح عليه امر الدنيا والآخرة:ان يحل على غضبك، او ينزل بى سخطك. لك العتبى حتى ترضى. ولا حول و لا قوة إلا بك.


প্রভুগো, আমি আপনার দরবারে আমার অক্ষমতা নিবেদন করেছি। আমার অযোগ্যতা পেশ করছি । মানুষের উপর আমার প্রভাবহীনতা স্বীকার করছি। আপনি মুস্তাদআফ্দের প্রভ‚। তাই আপনি আমার প্রভ‚, আমি মুস্তাদআফ্। আপনি কার হাতে আমাকে ন্যস্ত করেছেন? আপনি কি আমাকে দুর অজানাদের মাঝে ঠেলে দিচ্ছেন ? না শত্রুর হাতে আমাকে তুলে দিচ্ছেন? আপনি যদি আমার প্রতি বিরাগ না হন, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি আপনার কাছে আশ্রয় ও নিরাপত্তা যাচনা করছি। আপনার সন্তুষ্টির আলোকে, আপনার নূরের দিশায় আমি পৃথিবীর অন্ধকার বিদুরণ এবং পরকালের সাফল্য চাই। আমার প্রতি কখনো যেনো আপনার ক্রোধ বা অসন্তুষ্টি অবতীর্ণ না হয়। আপনার দুয়ারে আমার ধর্ণা, যে পর্যন্ত না আপনি আমার প্রতি প্রসন্ন হন। আপনার করুনা ছাড়া আমার আর কোনো শক্তি ও সফলতার কোনো সম্ভাবনা নেই। আমীন\ (বোখারী, মুসলিম, আহমদ)
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৮:৫৮
135138
মাই নেম ইজ খান লিখেছেন : অনেক অনেক জাযাকাল্লাহ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File