অনেক দিন পর আবারও দেখা হলো প্রিয় ব্লগারদের সাথে
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৩:৪৩:০১ দুপুর
বিভিন্ন ব্যস্ততা আর নানাবিধ জটিলতা সত্ত্বেও অনেক কষ্টে গতকাল আমাদের অনলাইন জগতের কয়েকজন সেরা ব্লগার ও এক্টিভিষ্টের সাথে গতকাল দেখা হওয়ার সৌভাগ্য হয়েছিলো অধমের। আলহামদুলিল্লাহ।
সামনে আরো ব্যাপক আকারে ব্লগারগণ কোনো একদিন মেলায় এলে আবারও অনেকের সাথে দেখা হবে বলে আশা করছি। প্রিয়দের সাথে সাক্ষাতের মজাই আলাদা!
সাদা-কালো, শহুরে কিংবা গ্রামীন, আধূনিক শিক্ষিত কিংবা ইসলামী কোনো নির্দিষ্ট সীমারেখাই যে মুমিন ও বিশ্বাসীদের অন্তরের দৃঢ় বন্ধনের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে না এবং একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির জন্য এবং দেশ ও জাতির কল্যাণে যারা একে অপরকে ভালোবাসে তাদের সেই ভালোবাসা ও আন্তরিকতা যে কতটা নিরেট তা ঈমানের নূর হতে বঞ্চিতদের বোঝানো সম্ভব নয়।
আপতত: কয়েকটি ছবি দিচ্ছি। পরে আরো কিছু ছবি দিবো ইনশাআল্লাহ।
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তো পিলাচ ++++++ দিলাম।
ওবায়েদ ভাই এর বইটি সত্যিই ভালো।
খান ভাই দারুণ সুস্বাদু এক পিঠা খাওয়ালেন সবাইকে।
মন্তব্য করতে লগইন করুন