জ্বালবে আলো কে?

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৩ জানুয়ারি, ২০১৪, ০৯:৫৭:৫৬ রাত



ঘুমায় যখন বিশ্ববিবেক

কাঁদে শীতার্ত বালক

অনেকে তখন ডিজে নাচে

হাতে বিদেশী মাদক।

'রবের কাছে দিবো বলে

তোমার যা করলে'

রক্তাক্ত সিরীয় অবুঝ

শিশু যখন বলে-

মালালাপ্রেমী ভূয়া দরদী

কিংবা বামিয়ান মূর্তি সংরক্ষক

কেউ বলে না বাশার ঘাতক

শয়তানটির আমরা বিরোধী!

নিউরো সায়েন্টিষ্ট আফিয়া সিদ্দিকা

কিংবা বোন ফাতেমারা যখন

রুদ্ধকারাগারে ধর্ষিত হয় দিনে রাতে

পশ্চিমা মানবতা ও মিডিয়া তখন

শীত নীদ্রায় নাক ডাকে।

অন্ধকারে জগত ঢাকা

জ্বালবে আলো কে?

ইয়া নাফসি সবাই বলি

পরের তরে কে?

নিজের চরকায় তেল

দেয়া তো অনেক হলো

বিশ্ববিবেক জাগাতে

কিছু তো এবার বলো!

আসার দাওয়াত দিলাম বন্ধু

আমাদের এই কুঁড়ে ঘরে

এসো বন্ধু সময় পেলে

আমাদের এই লাইট হাউজে

বিষয়: বিবিধ

১৫৩৬ বার পঠিত, ২৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

158741
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:০৮
পলাশ৭৫ লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:২২
113499
মাই নেম ইজ খান লিখেছেন : ভালো লাগা প্রকাশ করে যাবার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ। Good Luck Good Luck
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:২৮
113501
পলাশ৭৫ লিখেছেন : আপনার নতুন blog কিরাম আছে?
158750
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪১
আলোর কাছে বাঁধা আমি লিখেছেন : ভাইয়া আপনি এত ভেবে লেখেন-- আল্লাহ এর জন্য অনেক নেকি দেক এভাবে ভাবার জন্য আপনাকেPraying Praying
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:০৯
114024
মাই নেম ইজ খান লিখেছেন : তাই নাকি?

একটি বেশিই বলে ফেলেছেন মনে হচ্ছেTongue Tongue Tongue Love Struck Love Struck
158751
০৩ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হৃদয় ছূঁয়ে যাওয়া কবিতাটির জন্য ধন্যবাদ।
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
114025
মাই নেম ইজ খান লিখেছেন : আপনাকেও আন্তরিক ধন্যবাদ। Good Luck Good Luck
158809
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:৩৪
আহমদ মুসা লিখেছেন : Masha Allah koob vo likesen. Allah apnake uttom jaza dan koruk.
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১০
114026
মাই নেম ইজ খান লিখেছেন : জাযাকাল্লাহ।
158827
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ০৭:৫৬
ফাতিমা মারিয়াম লিখেছেন : চমৎকার একটি কবিতার মাধ্যমে আহ্বান .....বেশ ভালো লাগলো Rose
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
114027
মাই নেম ইজ খান লিখেছেন : একটি বেশিই বলে ফেলেছেন মনে হচ্ছে Good Luck Good Luck :Thinking :Thinking
০৬ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
114174
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমি বুঝাতে চেয়েছি- চমৎকার একটি কবিতার মাধ্যমে নতুন ব্লগে সবাইকে আহ্বান করার এই পদ্ধতিটি বেশ ভালো লাগলো Happy Happy Happy
158853
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২১
ইমরান ভাই লিখেছেন : বারাকাল্লাহু ফিকুম
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১১
114028
মাই নেম ইজ খান লিখেছেন : و إياك
158854
০৪ জানুয়ারি ২০১৪ সকাল ১১:২৩
মনসুর লিখেছেন : মাশাআল্লাহ, সুন্দর লিখেছেন। আলহামদুলিল্লাহ, জাজাকাল্লাহু খাইরান। শুভেচ্ছান্তে ধন্যবাদ।

"লাইট হাউজ" ব্লগের নেক কামিয়াবী কামনা করি, আল্লাহুম্মা আমীন।

মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
114029
মাই নেম ইজ খান লিখেছেন : আমীন। আমীন।
158937
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:০৯
ধ্রুব নীল লিখেছেন : চমৎকার বিশ্লেষণমুলক পোস্ট Thumbs Up
158938
০৪ জানুয়ারি ২০১৪ বিকাল ০৫:১১
ধ্রুব নীল লিখেছেন : স্যরি। কপি পেস্ট হয়ে গেছে। দারুন হয়েছে। Happy>- Happy>-
০৫ জানুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:১৪
114030
মাই নেম ইজ খান লিখেছেন : Good Luck Good Luck Good Luck
১০
160142
০৭ জানুয়ারি ২০১৪ রাত ১০:৪৬
ইশরাত জাহান রুবাইয়া লিখেছেন : আমরা সবে জ্বালবো আলো
ঘুঁচাবো যত আঁধার কালো,
মুঠি মুঠি জোনাক পোকা ছড়িয়ে দেব অন্তরে,
বাতিঘরের আলোকদিশায় ভীড়বে জাহাজ বন্দরে! (ইনশা আল্লাহ)
Praying Praying
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩২
114781
মাই নেম ইজ খান লিখেছেন : ইনশাআল্লাহ। Good Luck Good Luck
১১
160190
০৮ জানুয়ারি ২০১৪ রাত ১২:৪৭
আফরোজা হাসান লিখেছেন : আমাদের সবার মনেই আছে একবিন্দু করে আলো
বিন্দু বিন্দু করেই দূর হবে আঁধার রাতের কালো.... Praying Praying Praying
০৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০২:৩৩
114782
মাই নেম ইজ খান লিখেছেন : মহান আল্লাহ আমাদেরকে সেই তাওফীক দিন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File