এটা কি অস্ত্র ভাই? দেখে কেউ চিনতে পারেন কি না বলেন তো!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০১ ডিসেম্বর, ২০১৩, ০৬:০৩:০৫ সন্ধ্যা
এটা কি অস্ত্র ভাই?
দেখে কেউ চিনতে পারেন কি না বলেন তো! (হরতাল পালনকারীগণ যে অস্ত্র ব্যবহার করেন না একথা আমি বলছি না। কিন্তু আজ যে ছবি আর যে ক্যাপশন ব্যবহার করা হয়েছে তা কতটুকু সত্য তাই আমার জানার বিষয়)
আজকের আমাদের সময় নামক একটি কথিত দৈনিকে এই ছবি দিয়ে বিশাল রিপোর্ট করেছে। অবশ্য এর আগে আরেকটি দৈনিক অবশ্য বড় একটি অস্ত্র হাতে পিকেটারের নাম করে একটি খবর ছেপে পরে গোপনে তওবা করেছে। কারণ শেষে দেখা গেছে সেই পিকেটার ছিলো সরকারী বাহিনীর লোক।
আজকের আমাদের সময়ের সংবাদ:
অবরোধে গুলির জবাবে গুলি
সারা দেশে নিহত ৬, আহত ২২৯, চট্টগ্রামে ২ পুলিশ গুলিবিদ্ধ
বিষয়: বিবিধ
১৭৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন