প্রেক্ষিত আত্মশুদ্ধি মহিমান্বিত হজ্জ্ব ও কুরবানীর এই মাসে হিন্দি সিরিয়ালকে না বলুন!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১১ অক্টোবর, ২০১৩, ০৭:২৯:৪১ সন্ধ্যা



হিন্দি সিরিয়ালের বীষময় ফল পেতে শুরু করেছে বাংলাদেশের মুসলিম পরিবার। মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমে তিনটি ছোট ঘটনা উল্লেখ করছি। আশা করি হিন্দি সিরিয়ালের প্রভাবে আমাদের পারিবারিক ও সামাজিক অবস্থান দিন দিন ভঙ্গুর হতে হতে কোন ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়ে উপনীত হচ্ছে সে সম্পর্কে উপলব্ধি লাভ ও আলোচনার প্রাথমিক অবস্থার জন্য এটা যথেষ্ট হবে।
ঘটনা : ১
সেদিন রাতের কথা। তাড়াহুড়ো রান্না শেষ করে ঘরে এলেন গৃহবধু। বসলেন টিভির সামনে। স্টার জলসায় ‘মা’ ধারাবাহিক শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তড়িঘড়ি চুলোর আগুন ভালোভাবে নিভিয়ে আসেননি। আধঘণ্টা কি পয়তাল্লিশ মিনিট পর বাইরে আগুন-আগুন চিৎকার শুনতে পেলেন। পাশের বাড়ির ঘটনা ভেবে এতে তেমন কর্ণপাত করেননি। কিছুক্ষণ পর হাফাতে হাফাতে একজন ছুটে এসে বললো, ‘তোমার রান্না ঘরে আগুন লেগেছে। আর তুমি বসে বসে টিভি দেখছো?’
আগন্তুকের কথা শুনেই রান্নাঘরে ছুটে গেলেন বধু। উঠোন ভর্তি তখন লোকজন। প্রতিবেশিরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে এনেছে প্রায়। উপস্থিত লোকজন গৃহবধুকে বেশ বকাঝকা করলেন। তাদের কন্ঠে শোনা গেলো- ‘এই টেলিভিশনেই জগতটা খাইলো।’
ঘটনাটি মাদারিপুরের, কালকিনি উপজেলার, কয়ারিয়া ইউনিয়নের ‘ময়দান’ নামক স্থানের।
(তথ্যসূত্র: http://www.tangailbarta24.com/2013/10/blog-post_6.html
চলবে...
বিষয়: বিবিধ
১৫২৮ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন