আল্লামা আজিজুল হক রহ. এর জীবনের শেষ সময়ের একটি দুর্লভ ভিডিও!
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ২৩ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৪২:৪১ রাত
https://www.facebook.com/photo.php?v=578967412167750&comment_id=5005897¬if_t=like
(ভিডিওটি সরাসরি এ্যাড করতে না পারায় লিংক দিলাম। কেউ মন্তব্যে এড করে দিতে পারলে আসা করি সহযোগিতা করবেন।)
উস্তাযুল আসাতিজা, আমার বুখারীর উস্তাদ, শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক রহ. এর জীবনের শেষ সময়ের একটি দুর্লভ ভিডিও!
১৯৯৯ এবং ২০০০ সালে মিরপুর ১৪ নাম্বারে নাহবেমীর ও হেদায়াতুন্নাহু পড়ার সময় হযরত যখন তার সাদামাটা মাইক্রো গাড়িতে করে এসে প্রায় প্রতিদিন সকালে সিঁড়ি দিয়ে উঠে বুখারীর ক্লাসে যেতেন, অনেকের সাথে তখন একদিন আমিও মুসাহাফা শেষে হযরতের হাত ধরে উঠার ক্ষেত্রে সহযোগিতায় এগিয়ে আসার সৌভাগ্য অর্জন করেছিলাম। সেদিন সিড়িতে ওঠার সময় হযরতের আল্লাহ আল্লাহ যিকির আর জীবনের শেষ প্রান্তের জিকির যেনো হৃদয়ে আলোড়ন সৃষ্টি করে দেয়।
জীবনের শেষ সময়ে এসে সকলকে এমনকি নিজের আপন ছেলেকে ভুলে গেলেও তিনি তার সবচেয়ে প্রিয় সত্ত্বা মহান আল্লাহকে ভুলেন নি!
আয় আল্লাহ!
লাখো লাখো উস্তাদের উস্তাদ আমাদের অত্যন্ত প্রিয় এই শায়খকে তুমি জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করো। আমীন।
বিষয়: বিবিধ
১৬৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন