নগ্ন নারীদেহ আর অশ্লীল বিজ্ঞাপনে ছেয়ে আছে ঢাকা : রমাযানের পূর্বেই এগুলো অপসারণ করা হোক
লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ০৫ জুলাই, ২০১৩, ০৭:৫৬:৫৫ সন্ধ্যা
পরিস্থিতির ভয়াবহতা উপলব্ধির জন্য তীব্র অনিচ্ছা সত্ত্বেও রাজধানী ঢাকার শত শত বিলবোর্ডের সামান্য কয়েকটি:
কলাবাগান থেকে সামান্য অগ্রসর হলেই একটি বিখ্যাত মার্কেটের দেয়ালে দেখা যাবে এমন অশ্লীল অনেক বিজ্ঞাপন
গুলশান ও ধানমন্ডির বিভিন্ন স্থানে ঝুলিয়ে রাখার 'লেজার ভিশন' কোম্পানীর বিলবোর্ড।
ধানমন্ডি ১৫ নং বাস স্ট্যান্ডে অবস্থিত আনাম-রাংগস মার্কেটের প্রবেশ ফটকে কয়েক মাস যাবত ঝুলে থাকা 'কূল' কোম্পানীর ভয়ংকর বিশাল বিজ্ঞাপন।
ধানমন্ডি কলাবাগান সংলগ্ন মাঠের পূর্ব পার্শে ঝুলে থাকা মারাত্মক অশ্লীল 'ব্রাউন কোম্পানীর' বিলবোর্ড।
নারী। এক মহিমান্বিত স্বত্ত্বা। কখনো মায়ের স্নেহ হয়ে, কখনো বা বোনের ভালোবাসায়, কখনো কন্যা সন্তানের মতো পরম প্রিয় হয়ে আবার কখনো বা প্রিয়তমা স্ত্রী ও সহধর্মীনী হিসেবে আমাদের ঘিরে থাকে। প্রতি মুহূর্তে আমাদের পথচলায় শক্তি যোগায়, দেয় উৎসাহ, উদ্দীপনা। আলোকিত করে রাখে আমাদের জীবন।
কিন্তু সাম্রাজ্যবাদী পাশ্চাত্য শক্তি তাদের কর্পোরেট মিডিয়া গুলোর অপতৎপরতার মাধ্যমে মুসলিমদের কাছ থেকে ছিনিয়ে নিতে চাচ্ছে তাদের মমতাময়ী, আদর-স্নেহ ও মায়াময় এই মহান নিয়ামত। আজ বিশ্ব প্রেক্ষাপটের মতোই কুফুরী শক্তি গুলো আমাদের দেশেও মুসলিম রমণী ও আমাদের প্রিয় মা-বোনদেরকে লাঞ্ছিত, অপমানিত করছে পদে পদে। আজ তারা নারীদেরকে কেবলমাত্র সেক্স সিম্বল হিসেবেই আমাদের সমাজে চিত্রিত ও প্রতিষ্ঠিত করতে চাচ্ছে। যেনো নারী কেবল এবং একমাত্রই ভোগের বস্তু। এর বাইরে তার কোনো কাজ নেই। সমাজ ও রাষ্ট্রে তার কোনো ভূমিকা বা অবদানেরও প্রয়োজন নেই।
সামান্য একটি লজেন্স থেকে একটি শ্যাম্পু পর্যন্ত এমন কোনো ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতিক্ষুদ্র পণ্য নেই যা বিপননের ক্ষেত্রে নগ্ননারী দেহের অশ্লীল ব্যবহার করা হচ্ছে না। আগে কেবল বিভিন্ন পন্যের মোড়কে নারীদেহের আবেদনময়ী ছবি থাকলেও সাম্প্রতিক কিছু কাল থেকে শুরু হয়েছে বিলবোর্ডের উৎপাত। এখন রাস্তার মোড়ে মোড়ে বিলবোর্ডের ছড়াছড়ি। এতে বিশাল থেকে বিশাল আকারের এক একটি বিজ্ঞাপন আর তাতে বিশাল আকার দিয়ে কমনীয় ও আকর্ষণীয় নগ্ন নারী দেহ প্রদর্শন করা হচ্ছে দেদারসে। ধানমন্ডি, মোহাম্মাদপুর, গুলশান, উত্তরাসহ ঢাকার উল্লেখযোগ্য প্রায় সকল রাজপথের সকল পার্শ্বেই এই সকল নগ্ন বিলবোর্ডের ছড়াছড়ি।
ইদানিং শুরু হয়েছে প্রায় নগ্ন নারীদেহের ভীষণ ভয়ংকর সব বিলবোর্ডের আগ্রাসন। এমনভাবে বিভিন্ন পোজ দিয়ে নারীদের উপস্থিতি জানান দেয়া হচ্ছে যার কারণে পথচারী এবং নতুন ড্রাইভারদের পথ চলা ও গাড়ি চালানোর সময় সমূহ দূর্ঘটনার সম্ভাবনা দেখা দিয়েছে। (কিছুদিন আগে যোগাযোগমন্ত্রী যা স্বীকারও করে নিয়েছেন অকপটে)
কিন্তু তারপরও ঐ সকল অশ্লীল বিলবোর্ড ও তার কোম্পানীর মালিকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। বরং এর মাত্রা দিন দিন বাড়ছে তো বাড়ছেই...
আসন্ন রমাযানের আগেই এই সকল অশ্লীল বিজ্ঞাপন সরানোর জন্য আমরা সংশ্লিষ্ট মালিকপক্ষ ও কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি। মাহে রমাযানের প্রতি সম্মান জানিয়ে নূন্যতম বিবেক আছে এমন যে কেউ বিষয়টির নাজুকতা উপলব্ধি করে আশা করি দ্রুত ব্যবস্থা নিবেন। অন্যথা পরকালে তো মহান আল্লাহর কাছে কঠিন শাস্তি পেতে হবেই এমনকি এই দুনিয়াতেও ঈমানদার সাধারণ মুমিনদের ক্ষোভের সম্মুখীন হওয়া লাগতে পারে।
মহান আল্লাহ আমাদের সকলকে বিষয়টি সঠিকভাবে বোঝার তাওফীক দিন। আমীন।
বিষয়: বিবিধ
২৪৭২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন