৫ তারিখের আহতদের একাংশ : সামান্য আকারে হলেও যাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি

লিখেছেন লিখেছেন মাই নেম ইজ খান ১৩ মে, ২০১৩, ০৯:০৮:৫১ রাত



চোখের সামান্য উপরে সেঁলাই। অল্পের জন্য রক্ষা পেয়েছে চোখ।



এই ভাইয়ের হাত আক্রান্ত হয়েছিলো...



রক্তাক্ত মাথা, ৭ দিন পরও যার ক্ষত শুকায়নি..



এই ভাইয়ের পায়ে লেগেছে রাবার বুলেট



বাদ যায়নি পিঠও...





মারাত্মক যখম নিয়ে হাসপাতালের বেডে, তারপরও অমায়িক হাসি



মাথায় আঘাত প্রাপ্ত একজন।



ডান হাতের বিশাল অংশ জুড়ে আঘাত দগদগে ক্ষত...







পায়ে আঘাতপ্রাপ্ত



হাতে যখম..

আমাদের সামান্য সহযোগিতা...







প্রথমে আমরা ২৫ জনকে সহযোগিতা করার কথা চিন্তা করেছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকজন ভাই এগিয়ে আসায় গতকাল পর্যন্ত ৫৫ জনকে সামান্য কিছু খাবার, ওষুধ ও নগদ অর্থ সাহায্য করতে পেরেছি। সামনে আবারও যাওয়ার ইচ্ছা আছে। ঢাকার বিভিন্ন মাদ্রাসা ও কয়েকটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই হৃদয় বিদারক। তাদের মধ্যে কয়েকজনের গুরুতর অপরেশন প্রয়োজন। আমরা মহান আল্লাহর দরবারে তাদের সকলের আশু সুস্থ্যতার জন্য দু'আ করছি।

বিষয়: বিবিধ

১৭৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File