এ মুহুর্তে আপনার আমার করণীয় কাজ কি ?

লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ৩০ মার্চ, ২০১৩, ০৩:২৬:১৬ দুপুর



যাঁরা ইসলামী আন্দোলন করেন বা পছন্দ করেন এবং এই মাতৃভ’মিকে ভালবাসেন তাদের জন্যই মূলত কিছু কথা । যদি কারো যতকিঞ্চিৎ কাজে লাগে সেটাই হবে অনেক বড় কাজ।

১. সূরা বাকারা ও সূরা আলে ইমরান গভীরভাবে অধ্যয়ন করি । এ অধ্যয়ন আমাদের মনের খোরাক যোগাবে। সঠিক পথে চলতে নির্দেশনা দিবে।

২. গভীর রাতে ঘুম থেকে জেগে জায়নামাজে বসে চোখ বুঝে আমার দ্বারা সম্পাদিত কাজগুলো চুলচেরা বিশ্লেষন করি । আমার উপর আল্লাহ প্রদত্ত দায়িত্ব ঠিকভাবে পালন করছিতো ? আজ নিজের হিসাব নিজেকেই করতে হবে। গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে সর্বশক্তিমান আল্লাহর নিকট ধর্না দিই।

৩. যেখানে যে অবস্থায় যেভাবে আছি সেখান থেকেই দায়িত্ব পালন করতে হবে। মনে রাখতে হবে আমরা এখনো সুস্থ আছি পরিবারের সাথে আরামে দিন যাপন করছি । আজ যারা যুলুম নির্যাতনের সরাসরি শিকার তাদের অবস্থার সাথে নিজের এবং নিজের পরিবারের তুলনা করুন এবং উপলব্ধি করুন।

৪. আহত ভাইদের জন্য , নিহত/আহত ভাইদের পরিবারের জন্য, অসহায় এতিম শিশুদের জন্য, বিধবা নারীদের জন্য, বৃদ্ধ/বৃদ্ধা বাবা মার জন্য আমাদের কিছুই কি করার নেই? আর্থিকভাবে তাদের সাহায্য করতে পারি কিনা ? নিজে দান করি অন্যকে দান করতে উদ্বুদ্ধ করি।

৫. সবার সাথে নিয়মিত যোগাযোগ করে তাদের সাথে মতবিনিময় করি এবং ধৈর্য ধরে সবকিছু মোকাবিলা করি। বুঝতে হবে ইতিহাসের জঘন্যতম জুলুমের শিকার আজ ইসলামী আন্দোলনের কর্মীরা।

৬. মিডিয়ার জন্য দোয়া করতে হবে ওরা যেন সত্যের পথে ভ’মিকা রাখে, নেতৃবৃন্দের জন্য দোয়া করতে হবে উনারা যেন সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, আলেমদের জন্য দোয়া করতে হবে উনারা যেন জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস আর হিম্মত পান। আল্লাহ আমাদের সহায় হউন।

বিষয়: বিবিধ

১০৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File