বিবেকের কান্না

লিখেছেন লিখেছেন বিবেকের কান্না ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৩:০৬:০৯ দুপুর

হৃদয়ের কান্না থামাতে পারছিনা।

শুধু হাহাকার করে যাচ্ছে হৃদয়ের মধ্যে।

চারিদিকে দেখি শুধু জঘন্য মিথ্যার বেসাতি।

পাহাড় সম ভয়ংকর ভয়ংকর ষড়যন্ত্র আমার মাতৃভূমিকে নিয়ে।

যতসব ষড়যন্ত্রের আয়োজন ইসলামের দর্শনকে নিয়ে !

ওরা আমার সন্তানের আবাসস্থলকে অস্থিতিশীল করতে চাই, বসবাসের অনুপোযোগী করতে চাই !!

ভাবতে ভাবতে পেরেশান হয়ে যাচ্ছি।

আর নয়, জাগতে হবে এবার আমাদেরকে, এখনই......ঠিক এ মুহূর্তে।

বিষয়: বিবিধ

৯৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File