ঝড়ের নামকরণ!

লিখেছেন লিখেছেন সাদা ১৫ মে, ২০১৩, ০৪:৫২:২৬ বিকাল

অফিসের এক স্টাফ ঝড়ের নাম শুনে বলল ''আচ্ছা,এত নামকরণ করা হয় আর আমার দেশের কারো নামে কেন কোন ঝড়ের নামকরণ করা হয় না?আমরা গরীব রাষ্ট্র বলে আমাদের কোন বিখ্যাত ব্যক্তি নেই।"আমিও কিছুক্ষণ চিন্তা করলাম এবং তার কথায় সায় দিয়ে বল্লাম ঝড়গুলো যেহেতু আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছে তাই আমাদের দেশের কারো নামে রাখা উচিত।আচ্ছা এবার ভাবুনতো বঙ্গপসাগরে একটি ঝড়ের উদ্ভব হল এবং তার নাম রাখা হল "মখা"।তারপর ঝড়টির কারনে প্রচুর প্রণহানী ঘটল।তাহলে পরদিন পত্রিকার শিরোনাম কি হবে!নিশ্চিতভাবেই তা হবে "মখার আক্রমনে প্রচুর প্রাণহানী"।যা এখন কোন রকম ঝড় ছাড়া ঘটছেই।

বিষয়: বিবিধ

১৩৬৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File