ক্ষমতা চাইতে নয় ,ঈমানের দাবী নিয়ে এসেছি।
লিখেছেন লিখেছেন সাদা ০৮ এপ্রিল, ২০১৩, ১০:১৫:২৪ সকাল
হেফাজতের মহাসমাবেশ নিয়ে বিভিন্ন মিডিয়ার বিভিন্ন রকম বিশ্লেষণ।কেউ বলছেন এটা বি,এন,পি -জামাতের সমাবেশ।জামাতকে বাচানোর জন্য হেফাজত নাম নিয়ে এসেছে।কেউ বলছেন আসলে এটা ধর্মান্ধ মৌলবাদীদের সমাবেশ ।এরা দেশকে মধ্যযুগে নিয়ে যেতে চায়।কেউ কেউ একে ক্ষমতার লড়াই হিসেবে দেখছেন।বলছেন চেয়ারের জন্য এসব কিছু করা হচ্ছে।তারা যা বলছেন এটা তাদের নিজস্ব দৃষ্টিভংগি।তারা প্রথম থেকেই চাচ্ছিলেন সমাবেশটিকে বিতর্কিত করতে।তবে যে লোকগুলো এসেছিল তারা কেউ ক্ষমতা চাইতে আসেনি বা ক্ষমতায় বসতে আসেনি।তারা সেই দূর দুরান্ত থেকে পায়ে হেটে বা ট্রাকে চড়ে বা বাসের ছাদে করে এসেছেন ঈমানের দাবী নিয়ে।আল্লাহ এবং তার রাসুলের অবমাননার প্রতিবাদ করতে।
বিষয়: বিবিধ
১১৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন