ওহে সুখ!

লিখেছেন লিখেছেন চিত্তনামা ২৪ মার্চ, ২০১৩, ০১:১৯:৪১ রাত

ওহে সুখ! তুমি আছ কোন কাননে।

আছ কোন গগনে?

তুমি হীনা বাগানে কী ফুল ফুটবে?

তুমি হীনা কি তারকারাজি দূর আকাশে মিটিমিটি জ্বলবে?

একটুকুও নেই কি তোমার ভালোবাসা?

একটুও নেই কি তোমার মায়া-মমতা?

তোমার শূণ্যতায় কত-দিন গুনেছি!

কত-রাত কেটেছি!

তবুও কি তুমি জানলে না?

আমার কথা মানলে না?

একাকি দুর্দিনেও প্রতিক্ষার প্রহর গুনছি!

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File