তুই রাজাকার নয়, আমি রাজাকার!
লিখেছেন লিখেছেন চিত্তনামা ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৬:৩১ সকাল
আমি রাজাকার!
যদি সত্যকথা বলা অপরাধ হয়ে থাকে, তবে আমি রাজাকার। ইদানিং দেখছি বিভিন্ন সামাজিক সাইটে একটি শব্দের অতিব্যবহার, সেটি হলো "রাজাকার"। তারা কি জানে, মূলত রাজাকার কারা? রাজাকার এটি উর্দু শব্দ না বাঙালা? যখন বলি, সকল রাজাকারের বিচার হওয়া উচিত। বিচারে কোনো দল বা ব্যক্তির মাঝে সীমাবদ্ধ থাকতে পারবে না। তাহলে আমি স্বার্থলোভীদের কাছে রাজাকার পরিগণিত হয়। রাজাকার অর্থ ( স্বেচ্চাসেবক, ১৯৭১ সালে বাঙালাদেশের স্বাধীনতা সংগ্রামে যারা স্বেচ্চাসেবক নামে পাকিস্তানের হিংস্র-বাহিনীকে সহয়তা করে এবং স্বাধীনতা সংগ্রামের বিরোধিতা ও ক্ষতিসাধন করে।) তখন আমার এ-মাটিতে পদচারণ হয় নি। এমনকি আমার বাবারও শুভবুদ্ধির উদয় হয় নি। তাহলেও কি আমি রাজাকার? কারণ একটাই তাদের মতের ভিন্নতা প্রকাশ করা যাবে না। নচেৎ তোমাকে এই আক্রমনের শিকার হতে হবেই। যদি রাজাকার শব্দটি তাদের কথ্যভাষা হয়ে থাকে , তাহলে আনন্দ-চিত্তে গ্রহণ করে নেবো। যেমনিভাবে মৌলবাদ শব্দকে সদরে গ্রহণ করেছি। যে মূলনীতিতে অটল; যে স্বীয় ধর্মকে অন্ধভাবে বিশ্বাস করে তাকে মৌলবাদী বলে। সুতারাং রাগেরও কিছু নেই, বলারও কিছু নেই। তেমনি ভাবে আমি একজন রাজাকার। কারণ, আমি ইসলামের একজন স্বেচ্চাসেবক। আমরা কারো লালচক্ষুকে ভয় করি না। বরং খোদাদ্রোহী মতবাদ আমাদের ভয়ে থরথর। কারণ, আমরা সবাই রাজা, আমাদের এই রাজত্বে। ইসলাম আমাদের মুক্ত করে দিয়েছে দাসত্ব থেকে, তাই আমাদেরকে ক্ষমতার ভয় দেখিয়ে লাভ নেই। মৃত্যু এই জাতির জীবন-সঙ্গি। অতএব তুই রাজাকার বলে গলা ফাটানোর প্রয়োজন নেই, মূলত আমি একজন রাজাকার।
বিষয়: বিবিধ
১৭১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন