সন্ত্রাসের ধর্ম চুরি-ডাকাতি, খুন-গুম, সংঘাত-রক্তপাত; এদের রাজনীতি বলতে কিছু নেয় !
লিখেছেন লিখেছেন চিত্তনামা ০৯ এপ্রিল, ২০১৩, ১০:৪৩:৫১ সকাল
আওয়ামি লীগের নির্মম হামলায় চট্টগ্রামে আমার মামা আহত। ধিক্কার জানাই, ছাত্র লীগের নাম ব্যবহারকারী কিছু সন্ত্রাসীকে। যাদের কুকীর্তি দেশের মানুষকে অবাক করে তুলছে! এরা মানুষ, মানুষের হাতের তৈরী মূর্তি নয়, যে তুমি ভেঙে জোড়া লাগাবে!
তোমার হাতে এটি কলম নয়; প্রাণ সংহারক অস্ত্র। মনে হয়, তুমি বাঙলাকাশে কালোমেঘের আভা দেখতে পেয়েছো? মূলত তুমি ভুল দেখতে পেয়েছো, কারণ মেঘের গর্জন এখনো শুরু হয় নি; বাঙলার পিঙ্গলাকাশে সূর্যের হাসি আজও বিদ্যমান। আমরা জানি, ছাত্র লীগ মানি সন্ত্রাসী নয়, তবে ছাত্রের বেশ ধরে যে কুকর্ম করে সে সন্ত্রাসী। যেন তারা মানুষ খেকো হিংস্র জানোয়ার!
বলার ইচ্ছে ছিলো না, তবুও বলে ফেললাম। আমাদের বংশের অনেকেই ব্যক্তিগতভাবে আওয়ামি লীগকে পছন্দ করত। কারণ তারা শেখ মুজিবুর রহমানের মতো নেতাকে অদূর দৃষ্টিতে দেখেছে। তবুও ধর্মের থেকে দল বড় নয়। কারণ আমরা আল্লাহ বলতে বলতে বড় হয়েছি; কোনো দলের নাম জপতে জপতে আঙ্গুল ফুলে কলাগাছ হই নি!
বিষয়: বিবিধ
১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন