সালাম জানাই ব্লগ টুডেকে

লিখেছেন লিখেছেন সোনামণি ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৩৫:৩৭ রাত

টুডে ব্লগকে হাজারও সালাম জানাই। কারন আমি নিশ্চত বাংলাদেশে যে কয়টি বাংলাব্লগ এখন চালু আছে তার মধ্যে সব চেয়ে বেশি ব্লগার ও ভিজিটর সম্পন্ন ব্লগ হল এই টুডে ব্লগ। এমন সময় এই টুডে ব্লগ এর আগমন যে সময় বাংলাব্লগ গুলো ইসলাম বিরোধী হওয়াতে আর অসভ্য পোষ্টে ভরে থাকাতে বিবেকবান ব্লগরা সেসব জায়গায় বেশি যায়না। তবে দু একটা ভাল পোষ্টের কথা অবশ্য আলাদা।বাংলাব্লগ বেশির ভাগই বামপন্থিদের দখলে যাই হোক, এই ব্লগের ব্লগ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই রেজিষ্ট্রেশন করার পদ্ধতিটা সহজ করার জন্য। আরও ধন্যবাদ জানাই ইমেইলে কনফারমেশন মেসেজের ঝামেলাটা না রাখার জন্য। শুভব্লগিং জিন্দাবাদ। টুডে ব্লগ জিন্দাবাদ।



বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File