মেহেরপুর
লিখেছেন লিখেছেন মেহেরপুর ১৯৭১ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৯:৩৬ রাত
ছোট্ট জেলা মেহেরপুর
যাইতে গেলে বহুদুর।
যাবে হেথায় আমঝুপি
দেখতে চাইলে নীলকুঠি।
দেখতে চাইলে আট কবর
চলে আসুন মুজিবনগর।
এই দেশের সরকার গঠন
প্রথম হেথায় হয়েছে পঠন।
শতশত আমের সারি
আরো কতো বনবাদাড়ি।
বাংলাদেশের মানচিত্র
হয়েছে সেথায় নির্মিত।
আমাদের এই ছোট্ট জেলা দেখতে যদি চাও
আঁকাবাকা পথ পেরিয়ে মেহেরপুরে যাও ।
বিষয়: সাহিত্য
৯৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন