বদলে গেল রেডিও পাকিস্তানের নাম

লিখেছেন লিখেছেন সোনামণি ০৪ মার্চ, ২০১৩, ০৮:১৬:০৯ সকাল

গণবিক্ষোভে টালমাটাল, অস্থির ছিল একাত্তরের মার্চ মাস। যতই দিন যাচ্ছিল, এক দফা দাবি অর্থাত্ স্বাধীনতার জন্য ব্যাকুল আকাঙ্ক্ষার তীব্রতা ততই বৃদ্ধি পাচ্ছিল। ‘৭১ সালের অগ্নিঝরা মার্চের প্রতিটি দিনই নতুন ইতিহাসের জন্ম দেয়। সেই ইতিহাস প্রতিরোধের, প্রতিবাদের, অধিকার আদায়ে ইস্পাতদৃঢ় প্রত্যয়ের। প্রিয় মাতৃভূমিকে স্বাধীন দেশ হিসেবে পাওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুতির ইতিহাস।

১৯৭১ সালের ৪ মার্চ স্বাধিকার আন্দোলন জোরদার করার লক্ষ্যে আওয়ামী লীগ প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে হরতাল পালিত হয় দেশব্যাপী। সারা বাংলায় সেদিন হরতাল ছিল অর্ধদিবস, ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত। দেশজুড়ে চলছিল প্রতিবাদ, বিক্ষোভ। পশ্চিম পাকিস্তানি স্বৈরশাসকদের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের প্রতিটি মানুষ ছিলেন প্রতিবাদমুখর, সংগ্রামে-আন্দোলনে একাত্ম। একাত্তরের এই তারিখে ঘটে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এদিন রেডিও পাকিস্তান ঢাকার নাম বদলে রাখা হয় ‘ঢাকা বেতার কেন্দ্র’। সেদিনের সেই ঘটনা চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বীর জনতা ক্রমেই এগিয়ে যেতে থাকে দেশমাতৃকাকে ঔপনিবেশিক শাসন-শোষণের নিগড় থেকে মুক্ত করার চূড়ান্ত লড়াইয়ের দিকে।

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File