ঈদ শুভেচ্ছার বিবর্তন

লিখেছেন লিখেছেন আহসান সাদী ০৬ অক্টোবর, ২০১৪, ০৬:১৮:১৬ সকাল

সাম্প্রতিক সংযোজন ফটো মেসেজ। ঈদের সময়টায় একজনের সাথে আরেকজনের অনুভূতি আদান-প্রদানে সেই ঈদকার্ডের সময়কাল থেকে একশ ষাট অক্ষরের এস.এম.এস, ফেসবুক মেসেজ হয়ে আজকের হোয়াট'স অ্যাপের ফটো ম্যাসেজ পর্যন্ত বিবর্তনের ইতিহাসটা বেশি দিনের নয়। বিবর্তনের এই প্রক্রিয়ায় যখন এস.এম.এস পর্বটা ছিলো সর্বাধুনিক, সেই সময়টায় সুন্দর সুন্দর মেসেজ সংগ্রহ করার একটা শখ ছিলো খুব কমন। একবার এমনি মেসেজ সংগ্রহের জন্যে গেলাম আর্চিস গ্যালারিতে। তখনকার দিনে মোবাইল ফোন ছিলো কেবল কথা বলা, ম্যাসেজ দেয়া নেয়া আর অ্যালার্ম সেট করার সুবিধা সম্বলিত এক মহান যন্ত্র এবং সেই যুগে তাতে ক্যামেরা থাকার কোনো নিয়ম ছিলো না। আর্চিস গ্যালারিতে অনেক ঘুরে একটা কার্ডের লেখা আমার খুব পছন্দ হয়ে যায়। মনের আনন্দে কঠিন ইংরেজীতে লেখা চমৎকার কথাগুলো টাইপ করছিলা। অর্ধেকটা টাইপ করে ফেলেছি এমন একটা পর্যায়ে সেলসগার্ল এস হাজির। খটমটে মুখে এমন একটা হুংকার দিলেন মনে হলো আমি যেনো উনাকে চোখ টিপ দিয়ে ফেলেছি কিংবা শিষ মেরেছি। ভয়ে কুঁকড়ে গেলাম। হতাশ হয়ে আর্চিস গ্যালারি থেকে বেরিয়ে এলাম। মনে হতে থাকলো তারা যেনো আমাকে ঘাড়ধাক্কা দিয়ে বের করে দিলো। সেদিনের পর থেকে যেকোনো ধরনের দোকান বা বিপনি বিতানে গেলে সেলসম্যান কিছু জিজ্ঞেস করলেই প্রথম ধাক্কায় আমি একটু অপ্রস্তুত হয়ে যাই।

ঈদের সময় আমাদের কাছের-দূরের পরিচিতজনের কাছাকাছি থাকার প্রক্রিয়াগুলোর বিবর্তন চলছেই। এই পরিবর্তনের প্রক্রিয়ায় তবে সুন্নাহর চর্চাটা অন্তর্ভুক্ত হলে নিশ্চয় আরো ভালো হয়। সাহাবীরা ঈদের সময় একজন আরেকজনের সাথে দেখা হলে বলতেন,

تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম-

অর্থঃ আল্লাহ আমাদের এবং তোমাদের সৎকর্মগুলো কবুল করুন

(May Allah grant your and our good deeds)।

বিষয়: বিবিধ

১৩৪৩ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271828
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৬:৫০
বুড়া মিয়া লিখেছেন : খুব ভালো লাগলো, যাই প্রথম জামাত পড়ে এসে দেখি ঘুমানো যায় কি-না!

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম
271829
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:০৩
কাহাফ লিখেছেন :

পবিত্র খুশির সয়লাব বয়ে যাক সবার জীবনে ঈদের আগমনে এই কামনা.......
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম....
271834
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৪০
চোথাবাজ লিখেছেন : ভালো বলেছেন, ভাই
271918
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:২৮
আফরা লিখেছেন : তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম-
271921
০৬ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৩৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..




تَقَبَّلَ اللّهُ مِنَّ وَ مِنْكُمْ

তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকুম-


এমন লেখা সম্বলিত পটো-মেসেজও আদান-প্রদআন হচ্ছে


বিবর্তন হতেই থাকবে-
যারা সচেতন তারাও সুন্নাহকে ধরে রাখার উপায় বের করে নেবেন

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
272091
০৭ অক্টোবর ২০১৪ সকাল ১১:২৬
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ও ঈদ মুবারাক। আল্লাহ আমাদের ভাল কাজগুলো গ্রহন করুন এবং আমাদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন, আমীন Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File